মেদিনীপুর, 3 ডিসেম্বর : মেদিনীপুরে হোমিওপ্যাথিক কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে এসে একাধিক বিষয়ে কথা বললেন সেচমন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া (Manas Bhunia in Medinipur) । ঘূর্ণিঝড় জাওয়াদ প্রসঙ্গে এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঝড়ের সতর্কবার্তা ও নির্দেশ সংক্রান্ত বিষয় নিয়ে মিটিং করেছেন ৷ রাজ্যের মুখ্যসচিব প্রতিটি জেলাশাসকের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেছেন ৷ এর পাশাপাশি সমস্ত পঞ্চায়েত ও জন প্রতিনিধিদেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার মতো উপকূলবর্তী এলাকাগুলি থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ সরকার সবরকমভাবে প্রস্তুত এই ঝড় মোকাবিলায় ৷
এদিন তিনি আরও বলেন, "যে সমস্ত বাঁধ ভেঙে গিয়েছিল সেসব মেরামতির কাজ অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে ৷ সমস্ত জায়গাতেই সেচ বিভাগ তাদের কাজ শুরু করে দিয়েছে ৷ অনেক জায়গায় কাজ প্রায় শেষের মুখে ৷"
মণ্ডল সভাপতির বিরুদ্ধে দলের তরফে এফআইআর করার প্রশ্নে মানসবাবু বলেন, "বিজেপি এখন ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে ৷ আমাদের তৃণমূল সরকারকে অপদস্থ করতে, দলকে গলা টিপে মারতে বিজেপি এইসব কাজকর্ম করছে ৷"
আরও পড়ুন : Manas Bhunia : মমতার হাত ধরে গোয়ায় আমূল পরিবর্তন আসছে, মন্তব্য মানস ভুইঞাঁর