মেদিনীপুর, 25 মার্চ : দিলীপ ঘোষকে প্রতিদিন সকাল-সন্ধে তুলসী পাতা ও তেঁতুলের রস খাওয়ার কথা বললেন মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইঞা। আজ মেদিনীপুরের নারায়ণগড় থেকে ভোটের প্রচার শুরু করেন তিনি। BJP-কে কটাক্ষ করে বলেন, "পদ্মফুল চাষিদের জন্য এই রাজ্যে কোনও জায়গা নেই।"
প্রসঙ্গত গতকাল BJP-র মহিলা মোর্চার সভায় বক্তব্য রেখেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, "তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে এই নির্বাচনে কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। কারণ তিনি যেখানেই দাঁড়াবেন, সেখানেই হারবেন।" আজ মানস ভুঁইঞার সামনে সেই প্রসঙ্গ তোলা হলে দিলীপ ঘোষকে তিনি তুলসী পাতা ও তেঁতুলের রস খেতে বলেন।
আজ নারায়ণগড় রাইস মিলের মাঠে রাজনৈতিক কর্মিসভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের জলসম্পদ বিভাগের মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা সভাপতি অজিত মাইতি, ব্লক সভাপতি মিহির চন্দ সহ অন্যান্য নেতা ও কর্মী, সমর্থকরা। সভামঞ্চে মানসবাবুর বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল গত পাঁচ বছরে BJP-র শাসনে দেশে কোনও উন্নতিই হয়নি। রাজ্য সরকারের কন্যাশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী প্রকল্পের কথাও তুলে ধরেন। তিনি বলেন, "নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতার ময়দান। এখানে কোনও ব্যক্তিকে নিয়ে আমি বিশেষ একটা চিন্তাভাবনা করি না। আমার দলও করে না। এখানে যাঁরাই অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী হিসেবে আমি তাঁদের প্রত্যেককেই প্রতিদ্বন্দ্বী ভাবি। তাঁদের সঙ্গে নির্বাচনে লড়াই করে জিতব। এটাই আমার লক্ষ্য।"
কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মানসবাবু বলেন, "আমি আমার রাজনৈতিক জীবনে 33টা নির্বাচন করেছি। অনেক কেন্দ্রীয় বাহিনী দেখেছি। কেন্দ্রীয় বাহিনী কোনও হুমকি দিয়ে এই সংবেদনশীল রাজ্যের সচেতন ভোটারদের মানসিকতায় বদল আনতে পারবে না।" তাঁর দাবি, খড়গপুর রেল হাসপাতালকে মেডিকেল কলেজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তব রূপায়ণ সম্ভব হয়নি শুধুমাত্র BJP-র জন্য। এছাড়াও খড়গপুর, মেদিনীপুরে অনেক উন্নয়নমূলক কাজ শুধুমাত্র BJP-র বিরোধিতার কারণেই করা সম্ভব হয়নি। এই বিষয়গুলোকেই হাতিয়ার করে প্রচারের ময়দানে নেমেছেন মানস ভুঁইঞা।