ETV Bharat / state

Man Dies in Accident: অটোতে যাত্রী তোলার সময় পিক আপ ভ্যানের ধাক্কা; মৃত যাত্রী, আহত 3 - দাসপুরে দুর্ঘটনা

অটোতে যাত্রী তোলার সময় আচমকা পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক যাত্রীর ৷ আহত হয়েছেন 3 জন ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এই দুর্ঘটনা ঘটে ৷

Man Dies in Accident ETV Bharat
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে দুর্ঘটনা
author img

By

Published : Apr 16, 2023, 11:09 AM IST

Updated : Apr 16, 2023, 3:32 PM IST

অটোতে যাত্রী তোলার সময় পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত যাত্রী

দাসপুর, 16 এপ্রিল: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের ৷ আহত হয়েছেন তিনজন ৷ ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর থানার হরিরামপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে । অটোতে যাত্রী তোলার সময় আচমকাই তাতে ধাক্কা মারে একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান ।দুর্ঘটনার কবলে পড়ার পর আহতদের হাসপাতলে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় একজনের ৷ আশংকাজনক অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আরও এক । বাকি দুই আহতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোর সাড়ে 5টা নাগাদ রাজনগরের দিক থেকে যাত্রী নিয়ে একটি অটো দাসপুরের দিকে যাচ্ছিল ৷ যাওয়ার পথেই হরিরামপুরে রথতলা এলাকায় থেমে যাত্রী তুলছিল অটোটি । সেই সময় মেদিনীপুরের দিক থেকে আসা একটি গাড়ি সজোরে সেই অটোতে ধাক্কা দিলে বেশ কিছুটা ছিটকে পড়ে অটোটি । সেইসময় অটোতে চারজন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ।

অটোর দুই যাত্রী গুরুতর জখম হন । স্থানীয়দের তৎপরতায় তাঁদের দ্রুত ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ৷ তাঁদের মধ্যে একজনের হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় । অন্য একজন আশংকাজনক অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোকুল বাগ ৷ তাঁর বাড়ি দাসপুর থানারই হরিরামপুর এলাকায় । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ ।পুলিশ গিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে । ঘাতক গাড়িটির সন্ধান চালাচ্ছে পুলিশ ।

স্থানীয় বাসিন্দা রঞ্জিত কুমার বাগ বলেন, যাত্রী বোঝাই অটোটি দাঁড়িয়ে যাত্রী তুলছিল ৷ আর সেই সময় আচমকা পিছন দিক থেকে এই মুরগির পিকআপ ভ্যান এসে ধাক্কা মারে । এই ঘটনায় অটোর যাত্রীরা সকলেই কম-বেশি আহত হয়েছেন । তাঁদের মধ্যে এক ব্যক্তি গুরুতর আহত হন এবং পরে মারা যান । বাকিদের আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ঘাটাল হাসপাতালে ।

যদিও দুর্ঘটনার পরেই ওই মুরগির পিক আপ ভ্যানটি পালিয়ে যায় । পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখছে দুর্ঘটনার কারণ এবং খোঁজ চলছে ওই পিকআপ ভ্যানের ।

আরও পড়ুন: রাতের শহরে দুরন্ত গতির এসইউভি প্রাণ কাড়ল 4 জনের

অটোতে যাত্রী তোলার সময় পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত যাত্রী

দাসপুর, 16 এপ্রিল: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের ৷ আহত হয়েছেন তিনজন ৷ ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর থানার হরিরামপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে । অটোতে যাত্রী তোলার সময় আচমকাই তাতে ধাক্কা মারে একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান ।দুর্ঘটনার কবলে পড়ার পর আহতদের হাসপাতলে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় একজনের ৷ আশংকাজনক অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আরও এক । বাকি দুই আহতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোর সাড়ে 5টা নাগাদ রাজনগরের দিক থেকে যাত্রী নিয়ে একটি অটো দাসপুরের দিকে যাচ্ছিল ৷ যাওয়ার পথেই হরিরামপুরে রথতলা এলাকায় থেমে যাত্রী তুলছিল অটোটি । সেই সময় মেদিনীপুরের দিক থেকে আসা একটি গাড়ি সজোরে সেই অটোতে ধাক্কা দিলে বেশ কিছুটা ছিটকে পড়ে অটোটি । সেইসময় অটোতে চারজন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ।

অটোর দুই যাত্রী গুরুতর জখম হন । স্থানীয়দের তৎপরতায় তাঁদের দ্রুত ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ৷ তাঁদের মধ্যে একজনের হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় । অন্য একজন আশংকাজনক অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোকুল বাগ ৷ তাঁর বাড়ি দাসপুর থানারই হরিরামপুর এলাকায় । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ ।পুলিশ গিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে । ঘাতক গাড়িটির সন্ধান চালাচ্ছে পুলিশ ।

স্থানীয় বাসিন্দা রঞ্জিত কুমার বাগ বলেন, যাত্রী বোঝাই অটোটি দাঁড়িয়ে যাত্রী তুলছিল ৷ আর সেই সময় আচমকা পিছন দিক থেকে এই মুরগির পিকআপ ভ্যান এসে ধাক্কা মারে । এই ঘটনায় অটোর যাত্রীরা সকলেই কম-বেশি আহত হয়েছেন । তাঁদের মধ্যে এক ব্যক্তি গুরুতর আহত হন এবং পরে মারা যান । বাকিদের আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ঘাটাল হাসপাতালে ।

যদিও দুর্ঘটনার পরেই ওই মুরগির পিক আপ ভ্যানটি পালিয়ে যায় । পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখছে দুর্ঘটনার কারণ এবং খোঁজ চলছে ওই পিকআপ ভ্যানের ।

আরও পড়ুন: রাতের শহরে দুরন্ত গতির এসইউভি প্রাণ কাড়ল 4 জনের

Last Updated : Apr 16, 2023, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.