ETV Bharat / state

ফেসবুক পোস্টে স্ত্রী-শ্বশুরবাড়িকে দায়ী করে আত্মঘাতী যুবক - পশ্চিম মেদিনীপুর

ফেসবুকে পোস্ট দিয়ে আত্মঘাতী হলেন যুবক ৷ তাঁর এই আত্মহত্যার জন্য দায়ী করলেন স্ত্রী এবং শ্বশুরবাড়িতে ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ৷ যুবকের পরিবার সবং থানায় অভিযোগ দায়ের করেছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

সবংয়ে ফেসবুকে পোস্ট করে আত্মঘাতী যুবক
সবংয়ে ফেসবুকে পোস্ট করে আত্মঘাতী যুবক
author img

By

Published : Jul 13, 2021, 6:53 PM IST

সবং, 13 জুলাই : আত্মহত্যার আগে দিলেন ফেসবুকে পোস্ট ৷ তাঁর আত্মহত্যার কারণ বর্ণনা করলেন সেই পোস্টে ৷ লিখলেন, বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রী অন্যের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে ৷ বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই স্ত্রী ডিভোর্সও চাইছে ৷ অশান্তি সহ্য করতে না পেরে তাই আত্মহত্যার পথ বেছে নিলেন ৷ এর জন্য স্ত্রী এবং শ্বশুরবাড়িকে স্পষ্ট দায়ী করলেন বছর তিরিশের যুবক ৷

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে উচিতপুর গ্রামে ৷ যুবককে বাবা পুত্রবধূ এবং তাঁর বাপের বাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ৷ এমন ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

2020 সালের 7 আগস্ট উচিতপুর গ্রামের নীলোৎপল মাজির সঙ্গে বিয়ে হয় ৷ বিয়ের পর তিন মাসের মধ্যেই কর্মসূত্রে বাইরে যেতে হয় নীলোৎপলকে ৷ অভিযোগ, এরপরই তাঁর স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন । গত 16 জানুয়ারি তাঁর স্ত্রী নীলোৎপলকে ছেড়ে অন্যত্র চলে যান । পরে নীলোৎপল জানতে পারেন, তাঁর স্ত্রী সবংয়ের তেমাথানিতে একটি মেসে রয়েছেন । নীলোৎপল স্ত্রীকে বাড়ি ফিরে আসতে অনুরোধ করলে তিনি ডিভোর্সের জন্য চাপ দিতে থাকেন ৷ ডিভোর্সে নীলোৎপল রাজি না হওয়ায় তাঁর নামে বধূ নির্যাতনের মামলা করেন তাঁর স্ত্রী । পাশাপাশি অশান্তি লেগেই থাকে ৷ এতেই মানসিক ভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন নীলোৎপল ৷

নীলোৎপলের পরিবার জানায়, শুক্রবার অর্থাৎ 9 জুলাই শেষ চেষ্টা করতে শ্বশুরবাড়িতে যান তিনি ৷ সেখানে সকলে তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ । তারপরই শুক্রবার বিকেল নাগাদ ফেসবুক প্রোফাইলে গোটা ঘটনা বিস্তারিত জানিয়ে পোস্ট দেন ৷ সেই সুইসাইড নোটেই নীলোৎপল তাঁর মৃত্যুর জন্য স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেদের দায়ী করেছেন । তারপরই বিষ খেয়ে আত্মঘাতী হন নীলোৎপল ৷ আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । পরে অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় । রবিবার দুপুর নাগাদ সেখানেই নীলোৎপলের মৃত্যু হয় ।

সোমবার নীলোৎপলের বাবা জয়দেব মাজি সবং থানায় ছেলের স্ত্রী ও তার শ্বশুরবাড়ির নামে অভিযোগ দায়ের করেন । তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট প্রাক্তন প্রেমিকের, লজ্জায় আত্মঘাতী নাবালিকা ছাত্রী

সবং, 13 জুলাই : আত্মহত্যার আগে দিলেন ফেসবুকে পোস্ট ৷ তাঁর আত্মহত্যার কারণ বর্ণনা করলেন সেই পোস্টে ৷ লিখলেন, বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রী অন্যের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে ৷ বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই স্ত্রী ডিভোর্সও চাইছে ৷ অশান্তি সহ্য করতে না পেরে তাই আত্মহত্যার পথ বেছে নিলেন ৷ এর জন্য স্ত্রী এবং শ্বশুরবাড়িকে স্পষ্ট দায়ী করলেন বছর তিরিশের যুবক ৷

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে উচিতপুর গ্রামে ৷ যুবককে বাবা পুত্রবধূ এবং তাঁর বাপের বাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ৷ এমন ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

2020 সালের 7 আগস্ট উচিতপুর গ্রামের নীলোৎপল মাজির সঙ্গে বিয়ে হয় ৷ বিয়ের পর তিন মাসের মধ্যেই কর্মসূত্রে বাইরে যেতে হয় নীলোৎপলকে ৷ অভিযোগ, এরপরই তাঁর স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন । গত 16 জানুয়ারি তাঁর স্ত্রী নীলোৎপলকে ছেড়ে অন্যত্র চলে যান । পরে নীলোৎপল জানতে পারেন, তাঁর স্ত্রী সবংয়ের তেমাথানিতে একটি মেসে রয়েছেন । নীলোৎপল স্ত্রীকে বাড়ি ফিরে আসতে অনুরোধ করলে তিনি ডিভোর্সের জন্য চাপ দিতে থাকেন ৷ ডিভোর্সে নীলোৎপল রাজি না হওয়ায় তাঁর নামে বধূ নির্যাতনের মামলা করেন তাঁর স্ত্রী । পাশাপাশি অশান্তি লেগেই থাকে ৷ এতেই মানসিক ভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন নীলোৎপল ৷

নীলোৎপলের পরিবার জানায়, শুক্রবার অর্থাৎ 9 জুলাই শেষ চেষ্টা করতে শ্বশুরবাড়িতে যান তিনি ৷ সেখানে সকলে তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ । তারপরই শুক্রবার বিকেল নাগাদ ফেসবুক প্রোফাইলে গোটা ঘটনা বিস্তারিত জানিয়ে পোস্ট দেন ৷ সেই সুইসাইড নোটেই নীলোৎপল তাঁর মৃত্যুর জন্য স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেদের দায়ী করেছেন । তারপরই বিষ খেয়ে আত্মঘাতী হন নীলোৎপল ৷ আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । পরে অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় । রবিবার দুপুর নাগাদ সেখানেই নীলোৎপলের মৃত্যু হয় ।

সোমবার নীলোৎপলের বাবা জয়দেব মাজি সবং থানায় ছেলের স্ত্রী ও তার শ্বশুরবাড়ির নামে অভিযোগ দায়ের করেন । তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট প্রাক্তন প্রেমিকের, লজ্জায় আত্মঘাতী নাবালিকা ছাত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.