ETV Bharat / state

গোরু চরানো নিয়ে সালিশিসভা, পরে পিটিয়ে খুন

গোরু চরানোকে কেন্দ্র করে বিবাদের জেরে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে ৷ সালিশিসভায় মোড়লদের দাবিমতো টাকা না দেওয়ায় খুন করা হয় বলে অভিযোগ ৷ গ্রেপ্তার করা হয়েছে চারজনকে ৷

মৃতদেহ
author img

By

Published : Aug 23, 2019, 5:32 AM IST

Updated : Aug 23, 2019, 5:54 AM IST

মেদিনীপুর, 23 অগাস্ট : গোরু চরানোকে কেন্দ্র করে বিবাদের জেরে বসেছিল সালিশিসভা ৷ সেখানে মোড়লদের দাবিমতো টাকা না দেওয়ায় পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে ৷ মৃতের নাম কান্ত হেমব্রম (42) ৷ ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত বেড়া এলাকার ৷

জানা গেছে, কান্ত হেমব্রম এলাকায় দীর্ঘদিন ধরে অন্যদের গোরু চরাতেন ৷ বুধবার গ্রামের সীমানায় গোরু চরাতে গেলে মোড়লরা ৫ হাজার টাকা দাবি করে ৷ তা নিয়ে বিবাদ বাধে ৷ টাকা দিতে অস্বীকার করে কান্ত ৷ এরপরই সালিশিসভা ডাকা হয় ৷ সেখানেও টাকা দিতে পারবে না বলে জানায় কান্তর পরিবার ৷ এরপর রাতে ঘরে ঢুকে পিটিয়ে খুন করা হয় কান্তকে ৷

কান্তর স্ত্রী ও ছেলে বলে, রাতে তাদের বাড়িতে চড়াও হয় অনেকে ৷ বেধড়ক মারধর করা হয় কান্তকে ৷ তাঁর স্ত্রী আলমনি হেমব্রমকেও মারধর করা হয় ৷ কোনওরকমে বাড়ি থেকে পালিয়ে যান কান্তর স্ত্রী ও বছর চোদ্দোর ছেলে ৷ পরে গুড়গুড়িপাল থানার পুলিশ খবর পেয়ে বাড়ি থেকে কান্তর মৃতদেহ উদ্ধার করে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৷ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে ৷

মেদিনীপুর, 23 অগাস্ট : গোরু চরানোকে কেন্দ্র করে বিবাদের জেরে বসেছিল সালিশিসভা ৷ সেখানে মোড়লদের দাবিমতো টাকা না দেওয়ায় পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে ৷ মৃতের নাম কান্ত হেমব্রম (42) ৷ ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত বেড়া এলাকার ৷

জানা গেছে, কান্ত হেমব্রম এলাকায় দীর্ঘদিন ধরে অন্যদের গোরু চরাতেন ৷ বুধবার গ্রামের সীমানায় গোরু চরাতে গেলে মোড়লরা ৫ হাজার টাকা দাবি করে ৷ তা নিয়ে বিবাদ বাধে ৷ টাকা দিতে অস্বীকার করে কান্ত ৷ এরপরই সালিশিসভা ডাকা হয় ৷ সেখানেও টাকা দিতে পারবে না বলে জানায় কান্তর পরিবার ৷ এরপর রাতে ঘরে ঢুকে পিটিয়ে খুন করা হয় কান্তকে ৷

কান্তর স্ত্রী ও ছেলে বলে, রাতে তাদের বাড়িতে চড়াও হয় অনেকে ৷ বেধড়ক মারধর করা হয় কান্তকে ৷ তাঁর স্ত্রী আলমনি হেমব্রমকেও মারধর করা হয় ৷ কোনওরকমে বাড়ি থেকে পালিয়ে যান কান্তর স্ত্রী ও বছর চোদ্দোর ছেলে ৷ পরে গুড়গুড়িপাল থানার পুলিশ খবর পেয়ে বাড়ি থেকে কান্তর মৃতদেহ উদ্ধার করে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৷ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে ৷

Intro:গরু চরানোকে কেন্দ্র করে সালিশি সভা , মোড়লদের দাবি মত টাকা না দেওয়ায় পিটিয়ে খুন কান্ত হেমরম নামে এক বাগাল কে, ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত বেড়া এলাকায় l Body:গরু চরানোকে কেন্দ্র করে সালিশি সভা , মোড়লদের দাবি মত টাকা না দেওয়ায় পিটিয়ে খুন কান্ত হেমরম নামে এক বাগাল কে, ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত বেড়া এলাকায় l

গরু চরানোকে কেন্দ্র করে সালিশি সভার পর রাতে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে ,ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত বেড়া এলাকায় l জানা যায়, কান্ত হেমব্রম এলাকায় দীর্ঘদিন বাগালের কাজ করে l গতকাল গ্রামের সীমানায় গরু চরাতে গেলে গ্রামের মোড়লরা ৫ হাজার টাকা দাবি করে , টাকা দিতে অস্বীকার করায় তাকে গরু চরানোর অপরাধে সালিসি সভা বসায় ,সেই সালিসি কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় , এর পর রাতে পিটিয়ে খুন করা হয় কান্ত কে l ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত বেড়া এলাকায় l

ঘটনা সূত্রে জানা যায়, কান্ত হেমব্রম এই বেড়া এলাকায় স্ত্রী ও তাঁর ছেলে কে নিয়ে থাকে ,সে এলাকায় দীর্ঘদিন বাগালের কাজ করে l গতকাল গ্রামের সীমানায় গরু চরাতে গেলে গ্রামের মোড়লরা তাঁকে ধরে ৫ হাজার টাকা দাবি করে ,সেই টাকা দিতে অস্বীকার করে কান্ত l এরপর তাকে গ্রামে সালিশি সভা ডাকা হয় সেই খানে সমাধান না হওয়ায় পরে রাতের দিকে কান্ত হেমব্রমের বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করা মোড়লরা l মারধর করা হয় তার স্ত্রী আলমনি হেমরম কে ও l লাঠির ঘায়ে মাটিতে লুটিয়ে পড়ে কান্ত হেমরম l কোন মতে সেইখান থেকে পালিয়ে প্রাণে বাঁচে স্ত্রী ও তার ছেলে l পরে গুড়গুড়িপাল থানার পুলিশ খবর পেয়ে বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে l দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে l ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে l গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় l ।Conclusion:গরু চরানোকে কেন্দ্র করে সালিশি সভা , মোড়লদের দাবি মত টাকা না দেওয়ায় পিটিয়ে খুন কান্ত হেমরম নামে এক বাগাল কে, ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত বেড়া এলাকায় l
Last Updated : Aug 23, 2019, 5:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.