খড়গপুর, 3 মে : আজ ও আগামীকাল লোকসভা নির্বাচনের প্রচারে কোনও সভা করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পশ্চিম মেদিনীপুরে সভা ছিল তাঁর। কিন্তু, ঘূর্ণিঝড় ফণীর জেরে উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখতে সভা বাতিল করার সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো। খড়গপুরে থেকে সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছেন।
আজ সকাল 9টা নাগাদ ওড়িশার পুরীতে আছড়ে পড়েছে ফণী। তার জেরে সকাল থেকেই এ রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। রাজ্যের দিকে ধেয়ে আসছে ফণী। এই অবস্থায় সভা বাতিলের সিদ্ধান্ত জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী। টুইটে বলেন, আগামী 48 ঘণ্টা কোনও সভা করবেন না। 24 ঘণ্টা পরিস্থিতির উপর নজর রাখছেন। পরিস্থিতি মোকাবিলায় সমস্তরকম পদক্ষেপ করা হয়েছে বলে তিনি জানান। সবাইকে সতর্ক থাকার জন্য বলেন মুখ্যমন্ত্রী।
ফণীর জন্য কলকাতা বিমানবন্দরে আজ বিকেল 3টে থেকে কাল সকাল 8টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না। দিঘা উপকূলে NDRF টিম মোতায়েন করা হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরানো হয়েছে।
ঝাড়খণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাও ফণীর জন্য একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আজ জামশেদপুরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা ছিল। সেই সভা বাতিল করা হয়েছে।