ETV Bharat / lifestyle

ভোগ রান্না থেকে কাঁসর-শাঁখ বাজানো, হোম-যজ্ঞে মুখরিত মমতার কালীপুজো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো ৷ রাজ্যের প্রশাসনিক প্রধানকে এদিন ফের পুজোর তদারকি থেকে শুরু করে অতিথি আপ্যায়নে গৃহকর্ত্রী হিসাবে দেখল বাংলার মানুষ ৷

KALI PUJA 2024
হোম-যজ্ঞে মুখরিত মমতার কালীপুজো (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Updated : 3 hours ago

কলকাতা, 31 অক্টোবর: প্রতি বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাড়ম্বরে কালীপুজো হচ্ছে। অন্য বারের মতোই প্রশাসনিক প্রধানের দায়িত্ব ছেড়ে এদিন ক্যামেরায় ধরা দিয়েছেন এক অন্য মমতা । যিনি নিজের হাতে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পুজোর সমস্ত আয়োজন করেছেন। ভোগ রান্না থেকে শুরু করে পরিবেশনের ভারও তাঁর। কখনও তাঁকে দেখা গেল শাঁখ বাজাতে । আবার কখনও হাতে তুলে নিলেন কাঁসর-ঘণ্টা ৷ আমলা-নেতা-মন্ত্রী-সাংসদ-বিধায়কদের নিয়ে এদিন জমজমাট কালীঘাট।

বিদেশ থেকে ফিরে কালীপুজোয় অভিষেক-

এদিন পুজোর বিভিন্ন কাজে মমতাকে সাহায্য করতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে। ছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায়ও। তবে চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়েছিলেন।

জমজমাট কালীঘাট (ইটিভি ভারত)

আমেরিকার বাল্টিমোর থেকে দিল্লি হয়ে শহরে ফিরেছেন তিনি। এরপর বৃহস্পতির সন্ধ্যা 8টার পরে স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন তিনি।

KALI PUJA 2024
অতিথি আপ্যায়নে গৃহকর্ত্রী মমতা (ইটিভি ভারত)

শেরওয়ানির সঙ্গে তাঁর চোখে ছিল কালো চশমা। কয়েকদিন আগেই চোখের অপারেশন হয়েছে তাঁর।

KALI PUJA 2024
অভিষেক কন্যা আজানিয়াকে সঙ্গে নিয়ে মমতা (ইটিভি ভারত)

সে কারণেই এই সাজ। যজ্ঞের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় অভিষেককে।

KALI PUJA 2024
ভোগ রান্না থেকে শুরু করে পরিবেশনের ভারও তাঁর (ইটিভি ভারত)

মমতার পুজোর সূচনা-

সারা বছর তাঁর ব্যস্ততা থাকে। কারণ পুরো রাজ্যের দায়িত্ব তাঁরই উপর। ছাত্র রাজনীতি করার সময় থেকেই তাঁর মা বাড়িতে কালীপুজো শুরু করেছিলেন। সেসময় থেকেই পুজোর যাবতীয় আয়োজন থেকে সবকিছু মায়ের সঙ্গে সঙ্গে হাত মেলাতেন তিনি।

KALI PUJA 2024
স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন অভিষেক (ইটিভি ভারত)

কিন্তু মা গায়েত্রী দেবীর মৃত্যুর পর সবটাই এসে পরে তাঁর হাতে। সেই থেকেই যাবতীয় রীতি মেনে বাড়িতে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী।

KALI PUJA 2024
ধানের শিস দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে (ইটিভি ভারত)

মায়ের পুজো এখনও চলছে কালীঘাটে-

শাস্ত্রমতে উপবাস থেকে, শুরু করে পুজোর খুঁটিনাটি সবকিছুতেই মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে অংশগ্রহণ করতে। এদিন সন্ধ্যা হতেই পরনে সরু বেগুনি পাড়ের সাদা শাড়ি, কাঁধে সাদা উত্তরীয় নিয়ে প্রদীপ হাতে দরজায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী ৷

KALI PUJA 2024
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো (ইটিভি ভারত)

তারপর একে একে দরজার সামনে সাজিয়ে দেন মঙ্গল প্রদীপ। এরপর কখনও খুন্তি হাতে ভোগ রান্না করতে দেখা গেল তাঁকে। কখনও আবার কাঁসর-ঘণ্টা হাতে পুজোয় অংশগ্রহণ করতে দেখা যায় তাঁকে।

KALI PUJA 2024
শেরওয়ানির সঙ্গে অভিষেকের চোখে কালো চশমা (ইটিভি ভারত)

নেতা-মন্ত্রীদের ভরা মমতার বাড়ি-

মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার-সহ রাজ্যের প্রথম সারির আমলা এবং পুলিশের আধিকারিকরা। একইভাবে দেখা গিয়েছে তৃণমূলের নেতাদেরও।

KALI PUJA 2024
হোম-যজ্ঞে মুখরিত মমতার কালীপুজো (ইটিভি ভারত)

এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত হন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে ইন্দ্রনীল সেনরা। উপস্থিত হন চলচ্চিত্র জগতের কুশীলবরাও।

কলকাতা, 31 অক্টোবর: প্রতি বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাড়ম্বরে কালীপুজো হচ্ছে। অন্য বারের মতোই প্রশাসনিক প্রধানের দায়িত্ব ছেড়ে এদিন ক্যামেরায় ধরা দিয়েছেন এক অন্য মমতা । যিনি নিজের হাতে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পুজোর সমস্ত আয়োজন করেছেন। ভোগ রান্না থেকে শুরু করে পরিবেশনের ভারও তাঁর। কখনও তাঁকে দেখা গেল শাঁখ বাজাতে । আবার কখনও হাতে তুলে নিলেন কাঁসর-ঘণ্টা ৷ আমলা-নেতা-মন্ত্রী-সাংসদ-বিধায়কদের নিয়ে এদিন জমজমাট কালীঘাট।

বিদেশ থেকে ফিরে কালীপুজোয় অভিষেক-

এদিন পুজোর বিভিন্ন কাজে মমতাকে সাহায্য করতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে। ছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায়ও। তবে চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়েছিলেন।

জমজমাট কালীঘাট (ইটিভি ভারত)

আমেরিকার বাল্টিমোর থেকে দিল্লি হয়ে শহরে ফিরেছেন তিনি। এরপর বৃহস্পতির সন্ধ্যা 8টার পরে স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন তিনি।

KALI PUJA 2024
অতিথি আপ্যায়নে গৃহকর্ত্রী মমতা (ইটিভি ভারত)

শেরওয়ানির সঙ্গে তাঁর চোখে ছিল কালো চশমা। কয়েকদিন আগেই চোখের অপারেশন হয়েছে তাঁর।

KALI PUJA 2024
অভিষেক কন্যা আজানিয়াকে সঙ্গে নিয়ে মমতা (ইটিভি ভারত)

সে কারণেই এই সাজ। যজ্ঞের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় অভিষেককে।

KALI PUJA 2024
ভোগ রান্না থেকে শুরু করে পরিবেশনের ভারও তাঁর (ইটিভি ভারত)

মমতার পুজোর সূচনা-

সারা বছর তাঁর ব্যস্ততা থাকে। কারণ পুরো রাজ্যের দায়িত্ব তাঁরই উপর। ছাত্র রাজনীতি করার সময় থেকেই তাঁর মা বাড়িতে কালীপুজো শুরু করেছিলেন। সেসময় থেকেই পুজোর যাবতীয় আয়োজন থেকে সবকিছু মায়ের সঙ্গে সঙ্গে হাত মেলাতেন তিনি।

KALI PUJA 2024
স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন অভিষেক (ইটিভি ভারত)

কিন্তু মা গায়েত্রী দেবীর মৃত্যুর পর সবটাই এসে পরে তাঁর হাতে। সেই থেকেই যাবতীয় রীতি মেনে বাড়িতে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী।

KALI PUJA 2024
ধানের শিস দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে (ইটিভি ভারত)

মায়ের পুজো এখনও চলছে কালীঘাটে-

শাস্ত্রমতে উপবাস থেকে, শুরু করে পুজোর খুঁটিনাটি সবকিছুতেই মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে অংশগ্রহণ করতে। এদিন সন্ধ্যা হতেই পরনে সরু বেগুনি পাড়ের সাদা শাড়ি, কাঁধে সাদা উত্তরীয় নিয়ে প্রদীপ হাতে দরজায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী ৷

KALI PUJA 2024
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো (ইটিভি ভারত)

তারপর একে একে দরজার সামনে সাজিয়ে দেন মঙ্গল প্রদীপ। এরপর কখনও খুন্তি হাতে ভোগ রান্না করতে দেখা গেল তাঁকে। কখনও আবার কাঁসর-ঘণ্টা হাতে পুজোয় অংশগ্রহণ করতে দেখা যায় তাঁকে।

KALI PUJA 2024
শেরওয়ানির সঙ্গে অভিষেকের চোখে কালো চশমা (ইটিভি ভারত)

নেতা-মন্ত্রীদের ভরা মমতার বাড়ি-

মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার-সহ রাজ্যের প্রথম সারির আমলা এবং পুলিশের আধিকারিকরা। একইভাবে দেখা গিয়েছে তৃণমূলের নেতাদেরও।

KALI PUJA 2024
হোম-যজ্ঞে মুখরিত মমতার কালীপুজো (ইটিভি ভারত)

এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত হন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে ইন্দ্রনীল সেনরা। উপস্থিত হন চলচ্চিত্র জগতের কুশীলবরাও।

Last Updated : 3 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.