খড়গপুর (পশ্চিম মেদিনীপুর), 15 সেপ্টেম্বর : কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করার অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে ৷ সেই কারণে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্পে অর্থ দেওয়া বন্ধ করে দেয় ৷ এই নিয়ে এর আগে একাধিকবার কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার আরও একবার এই ইস্য়ুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তিনি ৷
এদিন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ তার পর বক্তৃতা দিতে গিয়ে দাবি করেন, কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বাংলা এক নম্বরে ছিল, তাই কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে ৷ তিনি বাংলা আবাস যোজনা, 100 দিনের কাজের প্রকল্পের মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উল্লেখ করেন ৷ সেই প্রকল্পগুলিতে গত কয়েকবছরে রাজ্যের ভালো পারফরম্যান্সের কথাও বলেন তিনি ৷
প্রসঙ্গত, গত কয়েক বছরে একশো দিনের কাজের প্রকল্পে একাধিক ক্যাটাগরিতে কেন্দ্রের কাছ থেকে প্রথম পুরস্কার জিতেছে বাংলার সরকার ৷ কিন্তু এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠছে বারবার ৷ এই নিয়ে কেন্দ্রের কাছে অভিযোগ জমা পড়েছিল ৷ কেন্দ্রীয় প্রতিনিধি দল খতিয়ে দেখে গিয়েছে ৷ প্রশাসন সূত্রে খবর, কোথাও কোনও গরমিল পেলেও সেই এলাকায় প্রকল্পের টাকা দেওয়া স্থগিত করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷
অন্যদিকে বাংলা আবাস যোজনা-সহ বেশ কয়েকটি প্রকল্পের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বদলে দিয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ কেন্দ্রের অন্য মন্ত্রীদেরও তিনি এই নিয়ে চিঠি লেখেন ৷ তার পরই এই প্রকল্পগুলিতেও টাকা বন্ধ হয়ে যায় বলে খবর ৷
যদিও সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন যে কেন্দ্রের ভরসায় তিনি থাকবেন না ৷ বরং বিধায়ক তহবিলের টাকায় বাংলা আবাস যোজনার বকেয়া কাজ শেষ করে ফেলবেন ৷ এদিনও খড়গপুর থেকে তিনি একই কথা বলেছেন ৷
আরও পড়ুন : টাটা মেটালিকে চাকরি হবে 1 হাজার, জানালেন মুখ্যমন্ত্রী