ETV Bharat / state

Kurmi Leader: বিরোধী দলের আইনি সাহায্যকে স্বাগত জানালেন কুড়মি নেতা

শাসকদলের ডবল স্ট্যান্ডার্ড পলিসি ৷ তবে বিরোধী দলের আইনি সাহায্য করতে এলে তাকে স্বাগত ৷ এমনটাই জানাল মেদিনীপুরের কুড়মি সমাজ ৷

Kurmi Leader
কুড়মি নেতা
author img

By

Published : May 30, 2023, 10:45 PM IST

বিরোধী দলের আইনি সাহায্যকে স্বাগত জানালেন কুড়মি নেতা

শালবনি, 30 মে: পঞ্চায়েত ভোটের আগে কুড়মি আন্দোলন অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসকদল তৃণমূলকে । অপরদিকে এই কুড়মিদের আন্দোলনে গ্রেফতার হওয়া নেতাদের আইনি সাহায্য দেবেন বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আর তা নিয়ে আরও অস্বস্তিতে পড়েছে শাসকদল । যদিও মঙ্গলবার মেদিনীপুর কুড়মি নেতাদের বক্তব্য, বিরোধী দলনেতার আইনি সাহায্যকে তাঁরা স্বাগত জানাচ্ছেন । সেই সঙ্গে এই বর্তমান সরকারের ডবল স্ট্যান্ডার্ড পলিসির তারা তীব্র নিন্দা করছেন ।

জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর এখন দ্বিধাবিভক্ত । মূলত কুড়মিদেরকে নিয়েই দ্বিধাবিভক্ত হয়েছে রাজ্য-রাজনীতি। একদিকে কুড়মিরা তাদের তফসিলি উপজাতিভুক্ত হওয়ার দাবিতে ঘাঘর ঘেরায় নিজেদেরকে ব্যস্ত রেখেছে ৷ অপরদিকে শাসক দল, বিরোধী ও খোদ আদিবাসী সমাজ এই কুড়মিদের বিপক্ষে নেমেছে । বর্তমান শাসকদলের ডবল স্ট্যান্ডার্ড পলিসি নিয়ে ক্ষুব্ধ হয়েছে মেদিনীপুরের কুড়মিরা । তারা শাসকদলের এই দ্বিচারিতার বিরুদ্ধে সরব হয়েছে । শাসকদলের এই দ্বিচারিতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মেদিনীপুরের কুড়মি নেতা সুমন মাহাতো ।

কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেন, "বর্তমান রাজ্য সরকার ডবল স্ট্যান্ডার্ড পলিসি নিয়ে চলছে । একদিকে বলছে কনভয়ের গাড়ি ভাঙচুরের ঘটনায় কুড়মি নেতারা জড়িত নন । অথচ সেই কনভয়ের গাড়ি ভাঙচুর ঘটনায় আমাদের নেতারা জেল খাটছেন এবং তাদের নামে অভিযোগ হয়েছে । এই ডবল স্ট্যান্ডার্ড পলেসি আমাদের বুঝতে অসুবিধা হয়নি । তবে এটা করে আন্দোলনেরকে থামানো যাবে না । আমাদের এক ও একাধিক রাজেশ মাহাতো নেতা রয়েছেন ।"

kurmi
কুড়মি পোস্টার

আরও পড়ুন: শনিবার শালবনিতে হবে শান্তিপূর্ণ বিক্ষোভ, অভিষেকের কনভয়ে হামলার পর বার্তা কুড়মি বিক্ষোভকারীদের

শুভেন্দু অধিকারীর কুড়মি নেতাদের আইনি সাহায্য দেওয়া নিয়ে সুমন মাহাতোর বক্তব্য, যে কেউ আইনি সাহায্য দিতে পারে । যদি বিরোধী দলনেতা দেবেন বলে থাকেন তাহলে তাঁকে স্বাগত । তবে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আইন মাফিক লড়াই করছেন তাঁরা ৷ তাঁদের নিজস্ব উকিল দিয়ে লড়াই চলছে । যা কর্মসূচি হবে তা কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারেই করা হবে । এরই সঙ্গে কুড়মিদের বিরুদ্ধে আদিবাসীদের বনধ প্রসঙ্গে সুমন মাহাতো বলেন, "আদিবাসী সাঁওতালরা তারাও জনজাতি ৷ তেমনই কুড়মিরাও একটি জনজাতির অন্তর্ভুক্ত । কিন্তু একজন জনজাতি আরেকজন জনজাতির বিরুদ্ধে কীভাবে বনধ ডাকছে, তা নিয়ে আমরা অবগত নই । তবে সেটা যদি হয়ে থাকে তা খুবই নিন্দনীয় ।" এরই পাশাপাশি তিনি শাসকদলের সরকারকে কটাক্ষ করে বলেন, "এই সরকার বনধ বিরোধী । এবার আমরা দেখব তারা এই বনধ রুখতে কী কী ব্যবস্থা নেয় ।"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করানোর নামে থানায় 9 ঘণ্টা আটক, ক্ষুব্ধ কুড়মিরা

উল্লেখ, জঙ্গলমহলে নবজোয়ারের শেষ পর্বে ঝাড়গ্রামের জেলার সীমানায় গড়শালবনিতে গত 27 তারিখ সন্ধ্যেবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় পেরিয়ে যাওয়ার পরই আক্রান্ত হয় শাসকদলের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি । আর সেই গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই চারজন কুড়মি কর্মী নেতা-সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ করেছে পুলিশ প্রশাসন । কয়েকজন নেতা জেলও খাটছেন । আর এই ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে ফের নতুন করে সিঁদুরে মেঘ দেখছে শাসকদল ।

বিরোধী দলের আইনি সাহায্যকে স্বাগত জানালেন কুড়মি নেতা

শালবনি, 30 মে: পঞ্চায়েত ভোটের আগে কুড়মি আন্দোলন অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসকদল তৃণমূলকে । অপরদিকে এই কুড়মিদের আন্দোলনে গ্রেফতার হওয়া নেতাদের আইনি সাহায্য দেবেন বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আর তা নিয়ে আরও অস্বস্তিতে পড়েছে শাসকদল । যদিও মঙ্গলবার মেদিনীপুর কুড়মি নেতাদের বক্তব্য, বিরোধী দলনেতার আইনি সাহায্যকে তাঁরা স্বাগত জানাচ্ছেন । সেই সঙ্গে এই বর্তমান সরকারের ডবল স্ট্যান্ডার্ড পলিসির তারা তীব্র নিন্দা করছেন ।

জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর এখন দ্বিধাবিভক্ত । মূলত কুড়মিদেরকে নিয়েই দ্বিধাবিভক্ত হয়েছে রাজ্য-রাজনীতি। একদিকে কুড়মিরা তাদের তফসিলি উপজাতিভুক্ত হওয়ার দাবিতে ঘাঘর ঘেরায় নিজেদেরকে ব্যস্ত রেখেছে ৷ অপরদিকে শাসক দল, বিরোধী ও খোদ আদিবাসী সমাজ এই কুড়মিদের বিপক্ষে নেমেছে । বর্তমান শাসকদলের ডবল স্ট্যান্ডার্ড পলিসি নিয়ে ক্ষুব্ধ হয়েছে মেদিনীপুরের কুড়মিরা । তারা শাসকদলের এই দ্বিচারিতার বিরুদ্ধে সরব হয়েছে । শাসকদলের এই দ্বিচারিতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মেদিনীপুরের কুড়মি নেতা সুমন মাহাতো ।

কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেন, "বর্তমান রাজ্য সরকার ডবল স্ট্যান্ডার্ড পলিসি নিয়ে চলছে । একদিকে বলছে কনভয়ের গাড়ি ভাঙচুরের ঘটনায় কুড়মি নেতারা জড়িত নন । অথচ সেই কনভয়ের গাড়ি ভাঙচুর ঘটনায় আমাদের নেতারা জেল খাটছেন এবং তাদের নামে অভিযোগ হয়েছে । এই ডবল স্ট্যান্ডার্ড পলেসি আমাদের বুঝতে অসুবিধা হয়নি । তবে এটা করে আন্দোলনেরকে থামানো যাবে না । আমাদের এক ও একাধিক রাজেশ মাহাতো নেতা রয়েছেন ।"

kurmi
কুড়মি পোস্টার

আরও পড়ুন: শনিবার শালবনিতে হবে শান্তিপূর্ণ বিক্ষোভ, অভিষেকের কনভয়ে হামলার পর বার্তা কুড়মি বিক্ষোভকারীদের

শুভেন্দু অধিকারীর কুড়মি নেতাদের আইনি সাহায্য দেওয়া নিয়ে সুমন মাহাতোর বক্তব্য, যে কেউ আইনি সাহায্য দিতে পারে । যদি বিরোধী দলনেতা দেবেন বলে থাকেন তাহলে তাঁকে স্বাগত । তবে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আইন মাফিক লড়াই করছেন তাঁরা ৷ তাঁদের নিজস্ব উকিল দিয়ে লড়াই চলছে । যা কর্মসূচি হবে তা কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারেই করা হবে । এরই সঙ্গে কুড়মিদের বিরুদ্ধে আদিবাসীদের বনধ প্রসঙ্গে সুমন মাহাতো বলেন, "আদিবাসী সাঁওতালরা তারাও জনজাতি ৷ তেমনই কুড়মিরাও একটি জনজাতির অন্তর্ভুক্ত । কিন্তু একজন জনজাতি আরেকজন জনজাতির বিরুদ্ধে কীভাবে বনধ ডাকছে, তা নিয়ে আমরা অবগত নই । তবে সেটা যদি হয়ে থাকে তা খুবই নিন্দনীয় ।" এরই পাশাপাশি তিনি শাসকদলের সরকারকে কটাক্ষ করে বলেন, "এই সরকার বনধ বিরোধী । এবার আমরা দেখব তারা এই বনধ রুখতে কী কী ব্যবস্থা নেয় ।"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করানোর নামে থানায় 9 ঘণ্টা আটক, ক্ষুব্ধ কুড়মিরা

উল্লেখ, জঙ্গলমহলে নবজোয়ারের শেষ পর্বে ঝাড়গ্রামের জেলার সীমানায় গড়শালবনিতে গত 27 তারিখ সন্ধ্যেবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় পেরিয়ে যাওয়ার পরই আক্রান্ত হয় শাসকদলের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি । আর সেই গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই চারজন কুড়মি কর্মী নেতা-সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ করেছে পুলিশ প্রশাসন । কয়েকজন নেতা জেলও খাটছেন । আর এই ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে ফের নতুন করে সিঁদুরে মেঘ দেখছে শাসকদল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.