ETV Bharat / state

ICSE Result 2023: আইসিএসই'তে 99 শতাংশ নম্বর! মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র পেল খড়গপুরের অর্চিষ্মান

আইসিএসই'র দ্বাদশ ও দশম শ্রেণির ফলাফলে জয়জয়কার জেলার। রেল শহর খড়গপুরের অর্চিষ্মান নন্দী 99 শতাংশ নম্বর পেয়ে স্থান পেয়েছে মেধাতালিকার পঞ্চমস্থানে। পেল মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র। আর সেই ঘটনায় খুশির হাওয়া নন্দী পরিবার ও রেল শহর খড়গপুরে।

ICSE Result 2023
মুখ্যমন্ত্রীর থেকে শুভেচ্ছা পত্র পেল খড়গপুরের অর্চিষ্মান
author img

By

Published : May 15, 2023, 3:34 PM IST

Updated : May 15, 2023, 5:08 PM IST

খড়গপুরের অর্চিষ্মান নন্দী 99 শতাংশ নম্বর পেয়ে আইসিএসই'তে পঞ্চম

খড়গপুর, 15 মে: রবিবার ফলাফল প্রকাশিত হয়েছে আইসিএসই পরীক্ষার। আর আইএসসি'র ফলাফলে জয়জয়কার বাংলার ছাত্রছাত্রীদের ৷ কলকাতার পাশাপাশি তাক লাগিয়েছে জেলার পড়ুয়ারাও। তাঁদেরই একজন অর্চিষ্মান নন্দী ৷ আইসিএসই পরীক্ষায় 99 শতাংশ নম্বর পেয়ে জেলার নাম উজ্জ্বল করেছে খড়গপুর সেন্ট অ্যাগনেস স্কুলের এই ছাত্র। মেধাতালিকায় পঞ্চমস্থান পেয়েছে সে ৷ অর্চিষ্মানের বেস্ট 5টি সাবজেক্টের নম্বর কম্পিউটার সায়েন্স 100, সায়েন্স 100, ইংরেজি 99, অংক 98 ও বাংলা 98। তার প্রাপ্ত মোট নম্বর পাঁচশোর মধ্যে 495 অর্থাৎ 99 শতাংশ ৷ আর তাতে খুশির মহল খড়গপুরজুড়ে।

এই সাফল্যে জেলায় ছাত্রদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্চিষ্মানের উদ্দেশ্য শুভেচ্ছাপত্র পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। সেই শুভেচ্ছাপত্র পেয়ে আপ্লুত নন্দী পরিবার। অর্চিষ্মান শুধু পড়াশোনা নয়, সে ভালোবাসে তবলা বাজাতে ৷ তার প্রিয় খেলা ক্রিকেট। ফুটবলেও কম যায় না। একইসঙ্গে ছবি আঁকা এবং বই পড়ার নেশা তাঁর ছোটবেলা থেকেই। বাবা মিঠুন নন্দী একটি ওষুধের কোম্পানিতে কর্মরত এবং মা অনিন্দিতা নন্দী চাকরি করেন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে।

ICSE Result 2023
অর্চিষ্মানের গবেষণাপত্র প্রকাশ হয়েছে আন্তর্জাতিক জার্নাল ও এনসিইআরটি দ্বারা প্রকাশিত কনফারেন্স প্রসিডিংসে

খুদে গবেষক অর্চিষ্মানের গবেষণাপত্র প্রকাশ হয়েছে আন্তর্জাতিক জার্নাল ও এনসিইআরটি দ্বারা প্রকাশিত কনফারেন্স প্রসিডিংসে। আইসিএসই-তে সাফল্যেপ পর অর্চিষ্মান জানিয়েছে, সে কোনও আইআইটিতে ফিজিক্স অথবা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে চাই এবং সেই সঙ্গে দেশের কাজে নিয়োজিত হতে চায়। উল্লেখ্য, রবিবার বিকেলে আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ)'র 2023 সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আইসিএসই পরীক্ষায় দেশে প্রথম হয়েছে 9 জন। তার মধ্যে এরাজ্যের রয়েছে একজন।

ICSE Result 2023
মুখ্যমন্ত্রীর থেকে শুভেচ্ছা পত্র পেল খড়গপুরের অর্চিষ্মান

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে? টুইটে জানালেন ব্রাত্য বসু

500'র মধ্যে 499 পেয়ে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায় মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে। 498 নম্বর পেয়ে সর্বভারতীয় মেধাতালিকায় বাংলা থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে পাঁচ জন। অপরদিকে, 500'র মধ্যে 497 নম্বর পেয়ে সর্বভারতীয় মেধাতালিকায় এরাজ্যের 16 জন জায়গা করে নিয়েছে। সেই তালিকায় আছে শহর মেদিনীপুরের মেয়ে মহিকা দে। স্কুলের তরফে সংবর্ধনা দেওয়া হয় মহিকাকে।

খড়গপুরের অর্চিষ্মান নন্দী 99 শতাংশ নম্বর পেয়ে আইসিএসই'তে পঞ্চম

খড়গপুর, 15 মে: রবিবার ফলাফল প্রকাশিত হয়েছে আইসিএসই পরীক্ষার। আর আইএসসি'র ফলাফলে জয়জয়কার বাংলার ছাত্রছাত্রীদের ৷ কলকাতার পাশাপাশি তাক লাগিয়েছে জেলার পড়ুয়ারাও। তাঁদেরই একজন অর্চিষ্মান নন্দী ৷ আইসিএসই পরীক্ষায় 99 শতাংশ নম্বর পেয়ে জেলার নাম উজ্জ্বল করেছে খড়গপুর সেন্ট অ্যাগনেস স্কুলের এই ছাত্র। মেধাতালিকায় পঞ্চমস্থান পেয়েছে সে ৷ অর্চিষ্মানের বেস্ট 5টি সাবজেক্টের নম্বর কম্পিউটার সায়েন্স 100, সায়েন্স 100, ইংরেজি 99, অংক 98 ও বাংলা 98। তার প্রাপ্ত মোট নম্বর পাঁচশোর মধ্যে 495 অর্থাৎ 99 শতাংশ ৷ আর তাতে খুশির মহল খড়গপুরজুড়ে।

এই সাফল্যে জেলায় ছাত্রদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্চিষ্মানের উদ্দেশ্য শুভেচ্ছাপত্র পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। সেই শুভেচ্ছাপত্র পেয়ে আপ্লুত নন্দী পরিবার। অর্চিষ্মান শুধু পড়াশোনা নয়, সে ভালোবাসে তবলা বাজাতে ৷ তার প্রিয় খেলা ক্রিকেট। ফুটবলেও কম যায় না। একইসঙ্গে ছবি আঁকা এবং বই পড়ার নেশা তাঁর ছোটবেলা থেকেই। বাবা মিঠুন নন্দী একটি ওষুধের কোম্পানিতে কর্মরত এবং মা অনিন্দিতা নন্দী চাকরি করেন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে।

ICSE Result 2023
অর্চিষ্মানের গবেষণাপত্র প্রকাশ হয়েছে আন্তর্জাতিক জার্নাল ও এনসিইআরটি দ্বারা প্রকাশিত কনফারেন্স প্রসিডিংসে

খুদে গবেষক অর্চিষ্মানের গবেষণাপত্র প্রকাশ হয়েছে আন্তর্জাতিক জার্নাল ও এনসিইআরটি দ্বারা প্রকাশিত কনফারেন্স প্রসিডিংসে। আইসিএসই-তে সাফল্যেপ পর অর্চিষ্মান জানিয়েছে, সে কোনও আইআইটিতে ফিজিক্স অথবা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে চাই এবং সেই সঙ্গে দেশের কাজে নিয়োজিত হতে চায়। উল্লেখ্য, রবিবার বিকেলে আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ)'র 2023 সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আইসিএসই পরীক্ষায় দেশে প্রথম হয়েছে 9 জন। তার মধ্যে এরাজ্যের রয়েছে একজন।

ICSE Result 2023
মুখ্যমন্ত্রীর থেকে শুভেচ্ছা পত্র পেল খড়গপুরের অর্চিষ্মান

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে? টুইটে জানালেন ব্রাত্য বসু

500'র মধ্যে 499 পেয়ে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায় মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে। 498 নম্বর পেয়ে সর্বভারতীয় মেধাতালিকায় বাংলা থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে পাঁচ জন। অপরদিকে, 500'র মধ্যে 497 নম্বর পেয়ে সর্বভারতীয় মেধাতালিকায় এরাজ্যের 16 জন জায়গা করে নিয়েছে। সেই তালিকায় আছে শহর মেদিনীপুরের মেয়ে মহিকা দে। স্কুলের তরফে সংবর্ধনা দেওয়া হয় মহিকাকে।

Last Updated : May 15, 2023, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.