ETV Bharat / state

খড়গপুর আইআইটিতে পরিচারিকা থেকে সবজি বিক্রেতা, সবাইকে ভ্যাকসিন

আইআইটি ক্যাম্পাসে আসা পরিচারিকা, সবজি বিক্রেতা থেকে শুরু করে যাঁদের ভ্যাকসিন কেনার ক্ষমতা নেই, তাঁদের সবার জন্য ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করল আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন ৷ এখানে অনেকেই বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছেন ৷ সেই টাকাও খরচ হচ্ছে অ্যাসোসিয়েশনের ফান্ড থেকে ৷

;লছে ভ্যাকসিনেশন
;লছে ভ্যাকসিনেশন
author img

By

Published : Jun 7, 2021, 3:27 PM IST

খড়গপুর (পশ্চিম মেদিনীপুর) 7 জুন : মানবিকতার নজির গড়ল খড়গপুর আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন । ভ্যাকসিনেশনের কাজ শুরু করল আইআইটি চত্বরে । শিক্ষক ছাড়াও অঞ্চলের পরিচারিকা থেকে সবজি বিক্রেতা, সবাইকে ভ্যাকসিন দেওয়া হল বিনামূল্যে। করোনা মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আইআইটি খড়্গপুরের টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ।

ক্যাম্পাসের উপর নির্ভরশীল পরিচারিকা, নিরাপত্তা কর্মী থেকে শুরু সবজি ও মাছ ব্যবসায়ী, ক্যান্টিন কর্মী, প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নিম্নআয়ের বহিরাগতদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হল ৷ মূলত আইআইটি খড়্গপুরের প্রায় 700 জন অধ্যাপক-অধ্যাপিকা মিলিতভাবে ক্যাম্পাসের প্রায় 2500 জনের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছেন । এর মধ্যে প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল প্রায় 300 জনের সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিনেশনের দায়িত্ব নিয়েছে এখানকার শিক্ষক সংগঠন । এর সব খরচ মূলত শিক্ষক সংগঠন করছে । আইআইটি জিমখানাতে এই ভ্যাকসিনেশন কর্মসূচি গত শুক্রবার থেকে শুরু হয়েছে ৷ দৈনিক প্রায় 700 জনের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে।

আইআইটি ক্যাম্পাসে ভ্যাকসিনেশন ক্যাম্প

আরও পড়ুন : করোনায় আক্রান্ত একই হোমের 23 জন কিশোর

আইআইটি খড়্গপুরের অধ্যাপক-অধ্যাপিকাদের সংগঠন আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে অধ্যাপক ইন্দ্রজিৎ দুবে বলেন, "ক্যাম্পাসের সঙ্গে জড়িত যাঁরা এখনও ভ্যাকসিন পাননি, তাঁদের সকলের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে । অধ্যাপক-অধ্যাপিকা রিসার্চ স্কলার থেকে আইআইটি ভেতরে থাকা রিকশাচালক, ব্যবসায়ী সকলকেই এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হচ্ছে । অধ্যাপক-অধ্যাপিকারা মনে করেছেন, ক্যাম্পাসের সকলের ভ্যাকসিনেশন হয়ে গেলে ক্যাম্পাসে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে । ক্যাম্পাসের সঙ্গে জড়িত অনেকেরই ভ্যাকসিন কেনার সামর্থ্য নেই, তাই তাঁদের বিনামূল্যে ভ্যাকসিনেশনের এই উদ্যোগ ।"

বৃহৎ এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে করোনা মুক্ত আইআইটি ক্যাম্পাস গড়ে তুলে এর আকর্ষণীয় ও মনোগ্রাহী পরিবেশের সৌন্দর্য রক্ষা করা সম্ভব হবে বলে তাঁদের অভিমত।

খড়গপুর (পশ্চিম মেদিনীপুর) 7 জুন : মানবিকতার নজির গড়ল খড়গপুর আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন । ভ্যাকসিনেশনের কাজ শুরু করল আইআইটি চত্বরে । শিক্ষক ছাড়াও অঞ্চলের পরিচারিকা থেকে সবজি বিক্রেতা, সবাইকে ভ্যাকসিন দেওয়া হল বিনামূল্যে। করোনা মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আইআইটি খড়্গপুরের টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ।

ক্যাম্পাসের উপর নির্ভরশীল পরিচারিকা, নিরাপত্তা কর্মী থেকে শুরু সবজি ও মাছ ব্যবসায়ী, ক্যান্টিন কর্মী, প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নিম্নআয়ের বহিরাগতদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হল ৷ মূলত আইআইটি খড়্গপুরের প্রায় 700 জন অধ্যাপক-অধ্যাপিকা মিলিতভাবে ক্যাম্পাসের প্রায় 2500 জনের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছেন । এর মধ্যে প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল প্রায় 300 জনের সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিনেশনের দায়িত্ব নিয়েছে এখানকার শিক্ষক সংগঠন । এর সব খরচ মূলত শিক্ষক সংগঠন করছে । আইআইটি জিমখানাতে এই ভ্যাকসিনেশন কর্মসূচি গত শুক্রবার থেকে শুরু হয়েছে ৷ দৈনিক প্রায় 700 জনের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে।

আইআইটি ক্যাম্পাসে ভ্যাকসিনেশন ক্যাম্প

আরও পড়ুন : করোনায় আক্রান্ত একই হোমের 23 জন কিশোর

আইআইটি খড়্গপুরের অধ্যাপক-অধ্যাপিকাদের সংগঠন আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে অধ্যাপক ইন্দ্রজিৎ দুবে বলেন, "ক্যাম্পাসের সঙ্গে জড়িত যাঁরা এখনও ভ্যাকসিন পাননি, তাঁদের সকলের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে । অধ্যাপক-অধ্যাপিকা রিসার্চ স্কলার থেকে আইআইটি ভেতরে থাকা রিকশাচালক, ব্যবসায়ী সকলকেই এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হচ্ছে । অধ্যাপক-অধ্যাপিকারা মনে করেছেন, ক্যাম্পাসের সকলের ভ্যাকসিনেশন হয়ে গেলে ক্যাম্পাসে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে । ক্যাম্পাসের সঙ্গে জড়িত অনেকেরই ভ্যাকসিন কেনার সামর্থ্য নেই, তাই তাঁদের বিনামূল্যে ভ্যাকসিনেশনের এই উদ্যোগ ।"

বৃহৎ এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে করোনা মুক্ত আইআইটি ক্যাম্পাস গড়ে তুলে এর আকর্ষণীয় ও মনোগ্রাহী পরিবেশের সৌন্দর্য রক্ষা করা সম্ভব হবে বলে তাঁদের অভিমত।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.