খড়গপুর, 7 জানুয়ারি: এবার হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দল বদল নিয়ে শুরু রাজনৈতিক তরজা ৷ তবে শুধু দল বদল নয়, জল্পনা যে তিনি ফের খড়গপুর পৌরসভার চেয়ারম্যান পদে বসতে পারেন ৷ আর এই জল্পনায় ঘি ঢাললেন অভিনেত্রী বিধায়ক জুন মালিয়া (June Malia) । তিনি বলেন, "হিরণ যদি তৃণমূলে আসে, তাহলে অবশ্যই বহুদিনের ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীকে স্বাগত জানাব ।" যদিও দল বদল নিয়ে হিরণের শাসক যোগের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন বিজেপির জেলা মুখপাত্র ।
খরগপুর পৌরসভায় রয়েছে 35 জন কাউন্সিলর ৷ তার মধ্যে কয়েকদিন আগে তৃণমূলের 20 জন কাউন্সিলর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চিঠি দিয়েছিল । আর সেই প্রেক্ষিতেই দু'দিন ধরে রাজনৈতিক টানা পোড়েনের পর খড়গপুর পৌরসভার চেয়ারম্যানের (Chairman of Kharagpur Municipality) পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রদীপ সরকারকে । সেই ঘটনার 15 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত পৌরসভার চেয়ারম্যান পদে কাউকে নিয়োগ করেনি শাসকদল।
কানাঘুষো শোনা যাচ্ছে, এই খড়গপুর পৌরসভার চেয়ারম্যানের পদে নাকি এবার বসতে চলেছে হিরণ চট্টোপাধ্যায় । আর তাই নিয়েই শুরু রাজনৈতিক জল্পনা । হিরণ যদি খড়গপুরের বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যায়, তাহলে মেদিনীপুর জেলায় বিজেপির ভিত দুর্বল হয়ে পড়বে । যদিও হিরণকে নিজেদের দলে আসা প্রসঙ্গে উৎসাহ প্রকাশ করেছেন মেদিনীপুরের বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া । তিনি এক সভার পর সাংবাদিকদের বলেন, "হিরণ আমার পুরনো দিনের ইন্ডাস্ট্রির বন্ধু । দলের হেডকোয়ার্টার যদি তাঁকে দলে নেয়, তাহলে হিরণকে স্বাগত রইল আমার পক্ষ থেকে ।"
আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বে ভন্ডুল দিদির দূত নিয়ে সাংবাদিক বৈঠক, কড়া বার্তা জুনের
যদিও এ বিষয়ে হিরণকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি । তবে বিজেপির জেলা মুখপাত্র (TMC Leader) অরূপ দাস বলেন, "তৃণমূলের 20 জন কাউন্সিলর থাকা সত্ত্বেও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এখনও অবধি তারা চেয়ারম্যানের মুখ পাচ্ছে না । তাই এসব গুজব রটিয়ে বেড়াচ্ছে । হিরণ বহুদিনের বিজেপি কর্মী এবং সঙ্গী ৷ তিনি কোনওমতেই দলবদল করবেন না ৷ তৃণমূলে যাবেন না । তৃণমূল তোলাবাজের দল, চুরি-দুর্নীতি করতে ব্যস্ত ।"