ETV Bharat / state

জনতা কারফিউয়ে সাড়া, সুনসান মেদিনীপুর - জনতা কারফিউয়ে সারা, সুনসান মেদিনীপুর

বাড়ি থেকে বেরল না সাধারণ মানুষ । সুনসান পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা ।

curfew
সুনসান মেদিনীপুর
author img

By

Published : Mar 22, 2020, 11:53 AM IST

Updated : Mar 22, 2020, 7:48 PM IST

মেদিনীপুর, 22 মার্চ : প্যানডেমিক কোরোনা পরিস্থিতি । তৃতীয় সপ্তাহে ভারতে একলাফে আক্রান্তের সংখ্যা 300 ছাড়িয়েছে । সংক্রমণ রুখতে দরকার বাড়িতে থাকা । সেই কারণেই জাতীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জনতা কারফিউয়ের কতা ঘোষণা করেছিলেন । সেই মতোই তাঁর ডাকে সাড়া দিয়ে আজ বাড়ি থেকে বেরল না সাধারণ মানুষ । সুনসান পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা । চলছে না বাস, ছোটো গাড়ি বা পন্যবাহী যানও ।

কোরোনার সংক্রমণ ভারতে শুরুর পর থেকে বন্ধ হয়েছে স্কুল-কলেজ । বন্ধ করা হয়েছে খড়গপুর IIT-ও । যার জেরে এমনিতেই রাস্তার তেমন ভিড় চোখে পড়েনি এই ক'দিন । তবে, বনধের চিত্র এখানে অমিল ছিল বনধের দিনও । যা আজ ধরা পড়ল ।

carfew
বন্ধ দোকনপাট

কোরোনা সন্দেহে ইতিমধ্যেই অনেকে পর্যবেক্ষণে রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজে । হাঁচি, কাশি হলেই সাধারণ মানুষ চলে যাচ্ছেন চিকিৎসকের পরামর্শ নিতে । তবে, এমন অনেকে রয়েছেন যারা গুজবও ছড়াচ্ছেন । তবে, আসরে নেমেছে বিজ্ঞান মঞ্চও । তাঁরা বার্তা দিচ্ছেন, আতঙ্ক বা গুজব নয়, সতর্ক ও সুরক্ষিত থাকুন ।

সুনসান মেদিনীপুর

মেদিনীপুর, 22 মার্চ : প্যানডেমিক কোরোনা পরিস্থিতি । তৃতীয় সপ্তাহে ভারতে একলাফে আক্রান্তের সংখ্যা 300 ছাড়িয়েছে । সংক্রমণ রুখতে দরকার বাড়িতে থাকা । সেই কারণেই জাতীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জনতা কারফিউয়ের কতা ঘোষণা করেছিলেন । সেই মতোই তাঁর ডাকে সাড়া দিয়ে আজ বাড়ি থেকে বেরল না সাধারণ মানুষ । সুনসান পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা । চলছে না বাস, ছোটো গাড়ি বা পন্যবাহী যানও ।

কোরোনার সংক্রমণ ভারতে শুরুর পর থেকে বন্ধ হয়েছে স্কুল-কলেজ । বন্ধ করা হয়েছে খড়গপুর IIT-ও । যার জেরে এমনিতেই রাস্তার তেমন ভিড় চোখে পড়েনি এই ক'দিন । তবে, বনধের চিত্র এখানে অমিল ছিল বনধের দিনও । যা আজ ধরা পড়ল ।

carfew
বন্ধ দোকনপাট

কোরোনা সন্দেহে ইতিমধ্যেই অনেকে পর্যবেক্ষণে রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজে । হাঁচি, কাশি হলেই সাধারণ মানুষ চলে যাচ্ছেন চিকিৎসকের পরামর্শ নিতে । তবে, এমন অনেকে রয়েছেন যারা গুজবও ছড়াচ্ছেন । তবে, আসরে নেমেছে বিজ্ঞান মঞ্চও । তাঁরা বার্তা দিচ্ছেন, আতঙ্ক বা গুজব নয়, সতর্ক ও সুরক্ষিত থাকুন ।

সুনসান মেদিনীপুর
Last Updated : Mar 22, 2020, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.