ETV Bharat / state

গ্রিন জো়নে থাকা ঝাড়গ্রামে ফের 2 কোরোনা আক্রান্তের খোঁজ

কলকাতা থেকে মোট 8 জন যুবক ঝাড়গ্রাম সীমান্তে কেশিয়ারি এলাকায় পৌঁছন গত 2 মে। ঝাড়গ্রাম জেলা পুলিশ ওই 8 জনকে আটক করে কোয়ারানটিনে রাখার ব্যবস্থা করে।গত সোমবার ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নমুনা সংগ্রহ কেন্দ্রে ওই 8 জনের নমুনা সংগ্রহ করা হয়। ওই দুই তরুণের রিপোর্ট পজিটিভ হওয়ায় বৃহস্পতিবার তাঁদের বড়মা হাসপাতালে পাঠানো হয়। ওই দুই তরুণের সঙ্গী বাকি ছ’জন জঙ্গলকন্যা সেতুর তলায় তাঁবুতে কোয়ারানটিনে রয়েছেন।

corona
ঝাড়গ্রাম
author img

By

Published : May 9, 2020, 10:30 PM IST

ঝাড়গ্রাম,9 মে : গ্রিন জো়নে থাকা জঙ্গলমহল অধ্যুষিত ঝাড়গ্রাম জেলায় ফের দুই যুবকের কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল । কলকাতায় দীর্ঘদিন রেস্তরাঁয় কাজ করার সুবাদে তাঁরা ঝাড়গ্রাম ছেড়ে কলকাতায় থাকতেন । লকডাউনে রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ায় মালিকপক্ষ টাকা পয়সা দেননি , অন্যদিকে দু’মাসের বাড়ি ভাড়া বাকি থাকায় বাড়ির মালিক তাঁদের বাড়ি ছেড়ে দিতে বলেন । তাই মোট 8 জন যুবক সঙ্গে মুড়ি নিয়ে হেঁটে ঝাড়গ্রাম রওনা দেন । ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটির নমুনা সংগ্রহ কেন্দ্রে মোট 8 জনের নমুনা সংগ্রহ করে পাঠালে 2 যুবকের রিপোর্ট পজিটিভ হওয়ায় বৃহস্পতিবার তাঁদের বড়মা কেরোনা হাসপাতালে পাঠানো হয় l

ঝাড়গ্রাম জেলায় দুই কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল।আক্রান্ত দুই যুবকের বাড়ি ঝাড়গ্রাম জেলায় হলেও তাঁরা কলকাতায় দীর্ঘদিন ছিলেন। লকডাউনের মধ্যে কলকাতা থেকে হেঁটে তাঁরা পশ্চিম মেদিনীপুরের খাজরায় এসেছিলেন।পরে তাঁরা ঝাড়গ্রাম জেলায় সীমানায় এসে পৌঁছালে তাঁদের সেখানে আটক করে কোয়ারানটিনে রাখা হয় । এখান থেকে তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে, গত সোমবার ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটির নমুনা সংগ্রহ কেন্দ্রে তাঁদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। বৃহস্পতিবার পজিটিভ রিপোর্ট আসার পরে কোয়ারানটিন সেন্টার থেকে রাতেই তাঁদের পূর্ব মেদিনীপুরের বড়মা কেরোনা হাসপাতালে পাঠানো হয়েছে।বড়মা হাসপাতালের সুপার ভাস্কর রায় বলেন, "ঝাড়গ্রাম থেকে দু'জন কোরোনা আক্রান্তকে বড়মা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।" স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে শুক্রবার ফের তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে l

কলকাতা থেকে মোট 8 জন যুবক ঝাড়গ্রাম সীমান্তে কেশিয়ারি এলাকায় পৌঁছন গত 2 মে। ঝাড়গ্রাম জেলা পুলিশ ওই 8 জনকে আটক করে কোয়ারানটিনে রাখার ব্যবস্থা করে।গত সোমবার ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নমুনা সংগ্রহ কেন্দ্রে ওই 8 জনের নমুনা সংগ্রহ করা হয়। ওই দুই তরুণের রিপোর্ট পজিটিভ হওয়ায় বৃহস্পতিবার তাঁদের বড়মা হাসপাতালে পাঠানো হয়। ওই দুই তরুণের সঙ্গী বাকি ছ’জন জঙ্গলকন্যা সেতুর তলায় তাঁবুতে কোয়ারানটিনে রয়েছেন।

গত 25 এপ্রিল এগরা থেকে আসা ঝাড়গ্রামের এক বাসিন্দার রিপোর্ট পজিটিভ আসায় তাঁকেও বড়মায় ভর্তি করানো হয়েছিল। যদিও পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’বার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয় l

ঝাড়গ্রাম জেলায় একজন কোরোনা পজেটিভ থাকায় গ্রিন জোন ঘোষণা করা হয়েছিল কিন্তু নতুন করে আবার দুইজন কোরোনা পজিটিভ হওয়ায় ফের অস্বস্তিতে জঙ্গলমহল ও ঝাড়গ্রাম ।

ঝাড়গ্রাম,9 মে : গ্রিন জো়নে থাকা জঙ্গলমহল অধ্যুষিত ঝাড়গ্রাম জেলায় ফের দুই যুবকের কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল । কলকাতায় দীর্ঘদিন রেস্তরাঁয় কাজ করার সুবাদে তাঁরা ঝাড়গ্রাম ছেড়ে কলকাতায় থাকতেন । লকডাউনে রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ায় মালিকপক্ষ টাকা পয়সা দেননি , অন্যদিকে দু’মাসের বাড়ি ভাড়া বাকি থাকায় বাড়ির মালিক তাঁদের বাড়ি ছেড়ে দিতে বলেন । তাই মোট 8 জন যুবক সঙ্গে মুড়ি নিয়ে হেঁটে ঝাড়গ্রাম রওনা দেন । ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটির নমুনা সংগ্রহ কেন্দ্রে মোট 8 জনের নমুনা সংগ্রহ করে পাঠালে 2 যুবকের রিপোর্ট পজিটিভ হওয়ায় বৃহস্পতিবার তাঁদের বড়মা কেরোনা হাসপাতালে পাঠানো হয় l

ঝাড়গ্রাম জেলায় দুই কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল।আক্রান্ত দুই যুবকের বাড়ি ঝাড়গ্রাম জেলায় হলেও তাঁরা কলকাতায় দীর্ঘদিন ছিলেন। লকডাউনের মধ্যে কলকাতা থেকে হেঁটে তাঁরা পশ্চিম মেদিনীপুরের খাজরায় এসেছিলেন।পরে তাঁরা ঝাড়গ্রাম জেলায় সীমানায় এসে পৌঁছালে তাঁদের সেখানে আটক করে কোয়ারানটিনে রাখা হয় । এখান থেকে তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে, গত সোমবার ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটির নমুনা সংগ্রহ কেন্দ্রে তাঁদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। বৃহস্পতিবার পজিটিভ রিপোর্ট আসার পরে কোয়ারানটিন সেন্টার থেকে রাতেই তাঁদের পূর্ব মেদিনীপুরের বড়মা কেরোনা হাসপাতালে পাঠানো হয়েছে।বড়মা হাসপাতালের সুপার ভাস্কর রায় বলেন, "ঝাড়গ্রাম থেকে দু'জন কোরোনা আক্রান্তকে বড়মা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।" স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে শুক্রবার ফের তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে l

কলকাতা থেকে মোট 8 জন যুবক ঝাড়গ্রাম সীমান্তে কেশিয়ারি এলাকায় পৌঁছন গত 2 মে। ঝাড়গ্রাম জেলা পুলিশ ওই 8 জনকে আটক করে কোয়ারানটিনে রাখার ব্যবস্থা করে।গত সোমবার ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নমুনা সংগ্রহ কেন্দ্রে ওই 8 জনের নমুনা সংগ্রহ করা হয়। ওই দুই তরুণের রিপোর্ট পজিটিভ হওয়ায় বৃহস্পতিবার তাঁদের বড়মা হাসপাতালে পাঠানো হয়। ওই দুই তরুণের সঙ্গী বাকি ছ’জন জঙ্গলকন্যা সেতুর তলায় তাঁবুতে কোয়ারানটিনে রয়েছেন।

গত 25 এপ্রিল এগরা থেকে আসা ঝাড়গ্রামের এক বাসিন্দার রিপোর্ট পজিটিভ আসায় তাঁকেও বড়মায় ভর্তি করানো হয়েছিল। যদিও পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’বার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয় l

ঝাড়গ্রাম জেলায় একজন কোরোনা পজেটিভ থাকায় গ্রিন জোন ঘোষণা করা হয়েছিল কিন্তু নতুন করে আবার দুইজন কোরোনা পজিটিভ হওয়ায় ফের অস্বস্তিতে জঙ্গলমহল ও ঝাড়গ্রাম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.