মেদিনীপুর, 7 নভেম্বর: রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় এখনও উপাচার্যহীন ৷ বহুবার আবেদন করেও উপাচার্য নিয়োগ হয়নি । এবার উপাচার্য নিয়োগ নিয়ে সুখবর শুনিয়ে গেলেন রাজ্যের রাজ্যপাল । মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে এসে উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, খুব দ্রুত উপাচার্য নিয়োগ হতে চলেছে । কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে উপাচার্য নিয়োগের ।
রাজ্য আর রাজ্যপাল সংঘাতের মধ্যেই এদিন মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসেন ডঃ সিভি আনন্দ বোস । এদিন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে তিন বছর ধরে বন্ধ থাকা সমাবর্তনের সমস্ত পড়ুয়াদের ডিগ্রির সম্মানপত্র তুলে দেন রাজ্যপাল । যদিও তিনি কেবল তিনজন পিএইচডি ডিগ্রি ধারকের হাতে সম্মান তুলে দিয়েই বেরিয়ে যান । তবে তিনি অডিটোরিয়াম এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি চত্বর ছাড়ার আগেই সাংবাদিকদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে বলেন,"সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে এবং খুব দ্রুত নিয়োগ হতে চলেছে বিভিন্ন রাজ্যের উপাচার্য ।" এই বলেই তিনি গাড়িতে উঠে বেরিয়ে যান কলকাতার উদ্দেশ্যে ।
আরও পড়ুন : মমতার সাহিত্যচর্চা নিয়ে ব্যঙ্গাত্মক চিঠি, মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ বিশ্বভারতী উপাচার্যের
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্যহীনভাবে পড়ে রয়েছে । ফলে যেমন একদিকে সমাবর্তন অনুষ্ঠান আটকে গিয়েছে, তেমনি আটকে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের শিক্ষামূলক এবং পরীক্ষা সমন্ধিত কাজকর্ম । ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের প্রক্রিয়া, সেই সঙ্গে নষ্ট হচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ । যেখানে প্রতিবছর সমাবর্তন হয় সেখানে খোদ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েরই সমাবর্তন অনুষ্ঠান হল তিন বছর পর । এই নিয়ে বহুবার উপাচার্য নিয়োগের জন্য আবেদন করা হয় ৷ তবে এই নিয়োগ নিয়েই সংঘাত লেগেছে রাজ্যপালের সঙ্গে রাজ্যের । যেখানে উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যপালকে বাদে দিয়ে মুখ্যমন্ত্রীকে যুক্ত করার জন্য দাবি তুলেছে রাজ্যের প্রশাসনিক মহল ।
আরও পড়ুন : মেদিনীপুরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে তৃণমূল ছাত্র-যুবর বিক্ষোভের মুখে রাজ্যপাল