ETV Bharat / state

Physical Assault : বাড়িতে ঢুকে সপ্তম শ্রেণির ছাত্রীকে শারীরিক নিগ্রহ, অভিযুক্ত পলাতক - Police

মেয়েটির মা জানিয়েছেন, বাড়ি ফিরে দেখেন, বাইরে জুতো খুলে রাখা আছে । তাতে সন্দেহ হয় তাঁর । ভিতরে ঢুকে অসংলগ্ন অবস্থায় ওই যুবককে দেখতে পান তিনি । তাঁকে দেখেই চম্পট দেন অভিযুক্ত ।

girl-physically-assaulted-by-local-youth-in-chandrakona
হুলস্থুল চন্দ্রকোনায়
author img

By

Published : Oct 21, 2021, 10:48 PM IST

চন্দ্রকোনা, 21 অক্টোবর : বাড়িতে ঢুকে সপ্তম শ্রেণির ছাত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগ চন্দ্রকোনায় । ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় । অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে । তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । তবে এলাকায় এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং পুলিশ তা নিয়ে বিশেষ তৎপরতা দেখায়নি বলে অভিযোগ স্থানীয়দের ।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার অন্তর্গত নাড়ুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে । সকালে বাড়িতে একাই ছিল নিগ্রহের শিকার কিশোরী । নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল সে । সেই সুযোগে পাশের গ্রামের এক যুবক বাড়িতে ঢুকে পড়ে এবং মেয়েটির উপর নির্যাতন চালায় বলে অভিযোগ ।

আরও পড়ুন: সরকারি নিয়ম অমান্য করে চলছে খুদেদের স্কুল

মেয়েটির মা জানিয়েছেন, বাড়ি ফিরে দেখেন, বাইরে জুতো খুলে রাখা আছে । তাতে সন্দেহ হয় তাঁর । ভিতরে ঢুকে অসংলগ্ন অবস্থায় ওই যুবককে দেখতে পান তিনি । তাঁকে দেখেই চম্পট দেন অভিযুক্ত ।

মেয়েকে কোনও রকমে সামলে পাড়া-প্রতিবেশীকে বিষয়টি জানান মেয়েটির মা । তাঁদের পরামর্শে মেয়েকে নিয়ে চন্দ্রকোনা থানায় হাজির হন তিনি । লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে গ্রামে পৌঁছয় পুলিশের একটি দল । কিন্তু তত ক্ষণে অভিযুক্ত চম্পট দিয়েছে ।

আরও পড়ুন: জন বারলা সহ চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মেয়েটির মা জানিয়েছেন, তাঁদের পাশের গ্রাম বড়আকনায় বাড়ি ওই যুবকের । তার বাবার একটি চায়ের দোকান রয়েছে । পরিবারের সঙ্গে সেখানেই থাকে অভিযুক্ত । তার কঠোর শাস্তির দাবি তুলেছেন মেয়েটির মা ।

তবে এই ঘটনায় পুলিশের উপর ভরসা করতে পারছেন না স্থানীয়রা । তাঁদের অভিযোগ, এলাকায় এই ধরনের নির্যাতনের ঘটনা এই প্রথম নয় । এর আগেও একাধিক মহিলা এমন ঘটনার শিকার হয়েছেন । সে ক্ষেত্রে অভিযোগ জানালেও, তেমন তৎপরতা দেখায়নি পুলিশ । এ বারেও পুলিশ কঠোর মনোভাব না দেখালে, আগামী দিনে এই ধরনের ঘটনা বেড়ে চলবে বলে মনে করছেন এলাকাবাসী ।

চন্দ্রকোনা, 21 অক্টোবর : বাড়িতে ঢুকে সপ্তম শ্রেণির ছাত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগ চন্দ্রকোনায় । ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় । অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে । তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । তবে এলাকায় এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং পুলিশ তা নিয়ে বিশেষ তৎপরতা দেখায়নি বলে অভিযোগ স্থানীয়দের ।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার অন্তর্গত নাড়ুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে । সকালে বাড়িতে একাই ছিল নিগ্রহের শিকার কিশোরী । নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল সে । সেই সুযোগে পাশের গ্রামের এক যুবক বাড়িতে ঢুকে পড়ে এবং মেয়েটির উপর নির্যাতন চালায় বলে অভিযোগ ।

আরও পড়ুন: সরকারি নিয়ম অমান্য করে চলছে খুদেদের স্কুল

মেয়েটির মা জানিয়েছেন, বাড়ি ফিরে দেখেন, বাইরে জুতো খুলে রাখা আছে । তাতে সন্দেহ হয় তাঁর । ভিতরে ঢুকে অসংলগ্ন অবস্থায় ওই যুবককে দেখতে পান তিনি । তাঁকে দেখেই চম্পট দেন অভিযুক্ত ।

মেয়েকে কোনও রকমে সামলে পাড়া-প্রতিবেশীকে বিষয়টি জানান মেয়েটির মা । তাঁদের পরামর্শে মেয়েকে নিয়ে চন্দ্রকোনা থানায় হাজির হন তিনি । লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে গ্রামে পৌঁছয় পুলিশের একটি দল । কিন্তু তত ক্ষণে অভিযুক্ত চম্পট দিয়েছে ।

আরও পড়ুন: জন বারলা সহ চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মেয়েটির মা জানিয়েছেন, তাঁদের পাশের গ্রাম বড়আকনায় বাড়ি ওই যুবকের । তার বাবার একটি চায়ের দোকান রয়েছে । পরিবারের সঙ্গে সেখানেই থাকে অভিযুক্ত । তার কঠোর শাস্তির দাবি তুলেছেন মেয়েটির মা ।

তবে এই ঘটনায় পুলিশের উপর ভরসা করতে পারছেন না স্থানীয়রা । তাঁদের অভিযোগ, এলাকায় এই ধরনের নির্যাতনের ঘটনা এই প্রথম নয় । এর আগেও একাধিক মহিলা এমন ঘটনার শিকার হয়েছেন । সে ক্ষেত্রে অভিযোগ জানালেও, তেমন তৎপরতা দেখায়নি পুলিশ । এ বারেও পুলিশ কঠোর মনোভাব না দেখালে, আগামী দিনে এই ধরনের ঘটনা বেড়ে চলবে বলে মনে করছেন এলাকাবাসী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.