খড়গপুর, 2 জুলাই: গভীর রাতে বিধ্বংসী আগুন লাগল খড়গপুর আইআইটি ক্যাম্পাসে ৷ ক্যাম্পাসের কমনরুমের সমস্ত কিছু আগুনে পুড়ে গিয়েছে ৷ দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷
গভীর রাতে অগ্নিকাণ্ড: শনিবার রাতে খড়গপুর আইআইটি-র লাল বাহাদুর শাস্ত্রী হলে আগুন লাগে ৷ আগুনের লেলিহান শিখায় কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ ৷ তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ । এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্র ও গবেষকদের মধ্যে ।
লাল বাহাদুর শাস্ত্রী হলে আগুন: সূত্রের তরফে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর আইআইটিতে গভীর রাতে আগুন লাগে । আনুমানিক রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ, যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন লাল বাহাদুর শাস্ত্রী হলে আগুন দেখা যায় । সেই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে । খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগকে । আইআইটি কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করে । তবে আগুন তাতে আয়ত্তে না আসায়, দমকলে খবর দেওয়া হয় ৷ শালুয়া আর খড়গপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং, কৃষি ও বনবিদ্যায় দেশের মধ্যে শীর্ষে খড়গপুর আইআইটি
শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান: আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে । আগুনে লাল বাহাদুর শাস্ত্রী কমনরুমটি একেবারে ভষ্মীভূত হয়ে যায় । মূলত এই কমনরুমটিতে নতুন ছাত্রছাত্রী এলে তাঁদের জিনিসপত্র রাখা হত । পুরনো ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও যাঁরা পড়াশোনা শেষ করে ফিরে যাবে, তাঁদের বেডিং এখানে রাখা থাকত । ফলে সেই জিনিসপত্র দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷
শুরু হয়েছে তদন্ত: যেহেতু এখন ছুটি রয়েছে, তাই ছাত্রছাত্রীরা খুব একটা না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল খড়গপুর আইআইটি । তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ছাত্রছাত্রী, গবেষক ও আইআইটির কর্মীদের মধ্যে । ঘটনার তদন্ত শুরু করেছে আইআইটি কর্তৃপক্ষ ।