কেশপুর, 30 জানুয়ারি: আনন্দপুর তৃণমূল কার্যালয়ে ফের আগুন৷ বিজেপির বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের৷ অস্বীকার গেরুয়া শিবিরের৷ তদন্তে আনন্দপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারে ভাঙচুর চালানো হয় আনন্দপুর থানা এলাকার শোলিডিহা তৃণমূল কংগ্রেসের বুথ কার্যালয়ে৷ পরে কার্যালয়টিতে আগুনও ধরিয়ে দেয় দুষ্কৃতীরা৷ বিজেপি আশ্রিত সমাজবিরোধীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতাদের৷ দলীয় কার্যালয়ে লুটপাটও চালানো হয়েছে বলে জানিয়েছেন তাঁরা৷ এই নিয়ে পরপর তিনবার প্রায় একই ঘটনা ঘটল৷
তৃণমূল সূত্রে খবর, এবারের ঘটনায় পার্টি অফিসে থাকা তৃণমূলের দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুড়ে গিয়েছে আসবাব-সহ বহু গুরুত্বপূর্ণ নথি৷ দুষ্কৃতীরা কার্যালয়ের টিভি, আলমারিও লুট করেছে বলে অভিযোগ৷
ঘটনার পর তৃণমূলের অঞ্চল সভাপতি নারায়ণ মন্ডল আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ৷ চলছে তদন্ত৷
আরও পড়ুন: বিজেপি-র কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ কোচবিহারে
অন্যদিকে, তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন মিশ্র জানান, এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ যুক্ত নন। পালটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই কাঠগড়ায় তুলেছেন তিনি৷