ETV Bharat / state

Convicted Escape: সংশোধনাগার থেকে পলাতক যাবজ্জীবন সাজা প্রাপ্ত খুনের আসামী - Open Correctional Home

মেদিনীপুরের মুক্ত সংশোধনাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত খুনের আসামী (Convicted Escape From Correctional Home)৷ ইতিমধ্যেই শহর জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

Convicted Escape
পলাতক যাবজ্জীবন সাজা প্রাপ্ত খুনের আসামী
author img

By

Published : Oct 14, 2022, 10:58 PM IST

মেদিনীপুর, 14 অক্টোবর: একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পরিতোষ ঘোষ (Escaped Prisoner from Correctional Home)। ইতিমধ্যে, 12-14 বছর জেল খেটেছেন। জেল কর্তৃপক্ষ তাঁর আচার-আচরণে খুশি হয়ে কেন্দ্রীয় সংশোধনাগার (Central Correctional Home) থেকে তাঁকে মুক্ত সংশোধনাগার (Open Correctional Home) পাঠিয়েছিল। বৃহস্পতিবার গভীর রাত বা শুক্রবার ভোর রাত থেকে হঠাৎই তিনি নিখোঁজ হয়ে যান। ওই আসামীর পালানোর খবর নিশ্চিত হওয়ার পরই জেল কর্তৃপক্ষ জেলা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ।‌ লিখিত অভিযোগের ভিত্তিতে, জেলা পুলিশের নেতৃত্বে কোতোয়ালী থানার পক্ষ থেকে তল্লাশি শুরু করা হয়েছে ।

জানা গিয়েছে, নদীয়া জেলার ধুবুলিয়া এলাকার বাসিন্দা মাঝবয়সী পরিতোষ ঘোষ । একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ।নদীয়া, দমদম প্রভৃতি একাধিক সংশোধনাগার ঘুরে সম্প্রতি তাঁর ঠাঁয় হয়েছিল মেদিনীপুর মুক্ত সংশোধনাগারে । সেখান থেকেই শুক্রবার ভোর আড়াইটা-তিনটা নাগাদ পালিয়ে যান তিনি। তবে মুক্ত সংশোধনাগারের আসামী হয়েও তাঁর পালিয়ে যাওয়া ঘিরে নানা রহস্য ঘনাচ্ছে। কারণ, যে সকল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের প্রায় 10-12 বছরের বেশি জেল খাটা হয়ে যায় এবং তাঁদের আচার-আচরণ ভালো থাকে জেল কর্তৃপক্ষকে তাদেরকে সংশোধনাগার থেকে মুক্ত সংশোধনাগারে পাঠানো হয়। সেই মুক্ত সংশোধনাগারের নিয়ম অনুযায়ী, সকাল 6টার সময় সই করে বাইরে বেরিয়ে যেতে হয়। এরপর, রাত্রি 8টার সময় পুনরায় সই করে ভেতরে প্রবেশ করতে হয়। নিজের অন্নের সংস্থান নিজেদের করতে হয় মুক্ত সংশোধনাগারের বন্দিদের। তাই,কাজকর্ম করা একপ্রকার বাধ্যতামূলক।

আরও পড়ুন : ধরা পড়ল রাজীব খুনে সাজাপ্রাপ্ত মিঠুন

রাজ্যে মুক্ত সংশোধনাগারের সংখ্যা 4টি। তার মধ্যে, মেদিনীপুর মুক্ত সংশোধনাগার (কেন্দ্রীয় সংশোধনাগার বা সেন্ট্রাল জেলের পাশেই) অন্যতম। গত কয়েক বছর ধরে প্রায় 40-50 জন বন্দির মতোই পরিতোষ ঘোষও স্বাভাবিক নিয়ম মেনে সকল 6টায় বেরিয়ে, রাত 8টায় ঢুকতেন মুক্ত সংশোধনাগারে । বৃহস্পতিবারও তাই হয়েছিল। ভোররাত থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যেই পরিতোষের খোঁজে মেদিনীপুর শহর জুড়ে তল্লাশি শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ ৷

মেদিনীপুর, 14 অক্টোবর: একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পরিতোষ ঘোষ (Escaped Prisoner from Correctional Home)। ইতিমধ্যে, 12-14 বছর জেল খেটেছেন। জেল কর্তৃপক্ষ তাঁর আচার-আচরণে খুশি হয়ে কেন্দ্রীয় সংশোধনাগার (Central Correctional Home) থেকে তাঁকে মুক্ত সংশোধনাগার (Open Correctional Home) পাঠিয়েছিল। বৃহস্পতিবার গভীর রাত বা শুক্রবার ভোর রাত থেকে হঠাৎই তিনি নিখোঁজ হয়ে যান। ওই আসামীর পালানোর খবর নিশ্চিত হওয়ার পরই জেল কর্তৃপক্ষ জেলা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ।‌ লিখিত অভিযোগের ভিত্তিতে, জেলা পুলিশের নেতৃত্বে কোতোয়ালী থানার পক্ষ থেকে তল্লাশি শুরু করা হয়েছে ।

জানা গিয়েছে, নদীয়া জেলার ধুবুলিয়া এলাকার বাসিন্দা মাঝবয়সী পরিতোষ ঘোষ । একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ।নদীয়া, দমদম প্রভৃতি একাধিক সংশোধনাগার ঘুরে সম্প্রতি তাঁর ঠাঁয় হয়েছিল মেদিনীপুর মুক্ত সংশোধনাগারে । সেখান থেকেই শুক্রবার ভোর আড়াইটা-তিনটা নাগাদ পালিয়ে যান তিনি। তবে মুক্ত সংশোধনাগারের আসামী হয়েও তাঁর পালিয়ে যাওয়া ঘিরে নানা রহস্য ঘনাচ্ছে। কারণ, যে সকল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের প্রায় 10-12 বছরের বেশি জেল খাটা হয়ে যায় এবং তাঁদের আচার-আচরণ ভালো থাকে জেল কর্তৃপক্ষকে তাদেরকে সংশোধনাগার থেকে মুক্ত সংশোধনাগারে পাঠানো হয়। সেই মুক্ত সংশোধনাগারের নিয়ম অনুযায়ী, সকাল 6টার সময় সই করে বাইরে বেরিয়ে যেতে হয়। এরপর, রাত্রি 8টার সময় পুনরায় সই করে ভেতরে প্রবেশ করতে হয়। নিজের অন্নের সংস্থান নিজেদের করতে হয় মুক্ত সংশোধনাগারের বন্দিদের। তাই,কাজকর্ম করা একপ্রকার বাধ্যতামূলক।

আরও পড়ুন : ধরা পড়ল রাজীব খুনে সাজাপ্রাপ্ত মিঠুন

রাজ্যে মুক্ত সংশোধনাগারের সংখ্যা 4টি। তার মধ্যে, মেদিনীপুর মুক্ত সংশোধনাগার (কেন্দ্রীয় সংশোধনাগার বা সেন্ট্রাল জেলের পাশেই) অন্যতম। গত কয়েক বছর ধরে প্রায় 40-50 জন বন্দির মতোই পরিতোষ ঘোষও স্বাভাবিক নিয়ম মেনে সকল 6টায় বেরিয়ে, রাত 8টায় ঢুকতেন মুক্ত সংশোধনাগারে । বৃহস্পতিবারও তাই হয়েছিল। ভোররাত থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যেই পরিতোষের খোঁজে মেদিনীপুর শহর জুড়ে তল্লাশি শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.