ETV Bharat / state

Garhbeta Elephant Attack: হাতি তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দেড়শ বিঘা জমি, ভাঙল মাটির বাড়ি

author img

By

Published : Jan 6, 2023, 7:21 PM IST

কনকনে ঠান্ডার মধ্যেই হাতির আতঙ্ক ! 40টি হাতির একটি পালের হানায় ক্ষতিগ্রস্ত দেড়শো বিঘা জমি, মৃত্যু গবাদি পশুর ৷ ভাঙল মাটির বাড়ি (Elephants Enters Garhbeta Locality) ৷

Garhbeta Elephant Attack
হাতির তাণ্ডবে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বাড়ি
গড়বেতায় হাতির তাণ্ডব

গড়বেতা, 6 জানুয়ারি: গড়বেতা 1 নম্বর ব্লকের খড়কাটা এলাকায় হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি । বৃহস্পতিবার রাত থেকে এলাকায় প্রায় 40 থেকে 45টি হাতি দাপিয়ে বেড়াল । এই ঘটনায় বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে (Elephants Enters Garhbeta Locality) । ক্ষতিগ্রস্থ হয়েছে পাঁচটি মাটির বাড়ি । শুধু তাই নয়, প্রায় দেড়শো বিঘা জমি ফসল নষ্ট করেছে এই হাতির পাল । বনদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী । তাদের অভিযোগ, সারা রাত ধরে বনদফতরের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনওরকম সাহায্য পায়নি তারা । এই হাতির তাণ্ডবে ক্ষিপ্ত হয়ে রয়েছেন এলাকার মানুষজন ।

ফের হাতির তাণ্ডবে উত্তাল হয়ে উঠল গড়বেতার খড়কাটা এলাকা । ঘটনাক্রমে জানা যায়, বৃহস্পতিবার প্রায় রাত দশটা নাগাদ একটি 40 থেকে 45টি হাতির পাল এলাকায় ঢুকে পরে । তারা এলাকায় ঢোকার পরই একদিকে যেমন জমিতে তছনছ করা শুরু করে তেমনই এলাকার বাড়িঘর সুঁড় দিয়ে ভেঙে ফেলে । এই তাণ্ডবে আতঙ্কিত হয়ে গ্রামবাসী ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নেয় । এরপরই হাতিরা সেই জমি ছেড়ে দিয়ে চলে আসে । গৃহপালিত পশুর উপর আক্রমণ চালায় । আর তাদের আক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে তিনটি গবাদি পশুর ৷ আক্রান্ত হয়েছে একাধিক গবাদি পশু ।

এরপর এলাকার মানুষ বন দফতরের খবর দেয় কিন্তু বনদফতর থেকে কোনওরকম সাহায্য না-পেয়ে নিজেরাই আগুন জ্বালিয়ে হাতির আক্রমণ আটকাতে মাঠে নেমে পড়ে । যদিও রাত দশটা থেকে ভোর পাঁচটা অবধি চলে হাতির তুমুল তাণ্ডব । আর তাতেই আতঙ্কিত মানুষজন বনদফতরের অপেক্ষা করতে থাকে ৷

আরও পড়ুন: সাঁকরাইলে দাপিয়ে বেড়াচ্ছে একশোর বেশি হাতি, ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় চাষিরা

গ্রামবাসীর অভিযোগ, গোটা রাত পর্যন্ত না-এসেছে বনদফতরের কোনও কর্মী, না এসেছে হুলো পার্টি । ফলে গোটা রাত ধরে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এলাকা, নষ্ট হয় কয়েকশো বিঘা জমির ফসল । এরই সঙ্গে মাটির বাড়ি ভেঙে দিয়েছে হাতির দল ৷ এই বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়ে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন । এদিন বেলা পর্যন্ত বনদফতরের কোনও কর্মীর দেখা মেলেনি বলেই অভিযোগ গ্রামবাসীর ।

যদিও এ বিষয়ে গ্রামবাসীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন এলাকার বনআধিকারিক মনীশ কুমার যাদব । তিনি বলেন, "হাতিগুলো বেরোনোর রাস্তা পাচ্ছে না তাই তারা গ্রামের মধ্যে ঢুকে পড়েছে । গ্রামবাসী সবদিকে যদি রাস্তা বন্ধ করে দেয়, তাহলে হাতিগুলো বিভ্রান্ত হয়ে পড়ে এবং লোকালয়ে ঢুকে পড়ে । এই হাতির পালে 30টি হাতি রয়েছে । যার মধ্যে দু-একটি হাতি কালকের ঘটনা ঘটিয়েছে । তবে খোঁজ রাখছি এবং হাতিগুলোকে গড়বেতার দিক দিয়ে বের করানোর চেষ্টা করছি আমরা ।"

প্রসঙ্গত, জঙ্গলমহল এলাকায় শীতের মরশুমে প্রত্যেক বছরই হাতি তাণ্ডব চালায় । কিন্তু প্রতিবছরই বনদফতরে কর্মীরা সজাগ থাকে এবং দেওয়া হয় নিরাপত্তা ও হুলো পার্টি । কিন্তু এবারে তার কোনও ছিটেফোঁটাও মেলেনি । যদিও এই ঘটনার খবর দেওয়া হয় গড়বেতা এক নম্বর ব্লকের বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের ।

আরও পড়ুন: নকশালবাড়িতে প্রায় 40টি হাতির তাণ্ডব

গড়বেতায় হাতির তাণ্ডব

গড়বেতা, 6 জানুয়ারি: গড়বেতা 1 নম্বর ব্লকের খড়কাটা এলাকায় হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি । বৃহস্পতিবার রাত থেকে এলাকায় প্রায় 40 থেকে 45টি হাতি দাপিয়ে বেড়াল । এই ঘটনায় বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে (Elephants Enters Garhbeta Locality) । ক্ষতিগ্রস্থ হয়েছে পাঁচটি মাটির বাড়ি । শুধু তাই নয়, প্রায় দেড়শো বিঘা জমি ফসল নষ্ট করেছে এই হাতির পাল । বনদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী । তাদের অভিযোগ, সারা রাত ধরে বনদফতরের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনওরকম সাহায্য পায়নি তারা । এই হাতির তাণ্ডবে ক্ষিপ্ত হয়ে রয়েছেন এলাকার মানুষজন ।

ফের হাতির তাণ্ডবে উত্তাল হয়ে উঠল গড়বেতার খড়কাটা এলাকা । ঘটনাক্রমে জানা যায়, বৃহস্পতিবার প্রায় রাত দশটা নাগাদ একটি 40 থেকে 45টি হাতির পাল এলাকায় ঢুকে পরে । তারা এলাকায় ঢোকার পরই একদিকে যেমন জমিতে তছনছ করা শুরু করে তেমনই এলাকার বাড়িঘর সুঁড় দিয়ে ভেঙে ফেলে । এই তাণ্ডবে আতঙ্কিত হয়ে গ্রামবাসী ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নেয় । এরপরই হাতিরা সেই জমি ছেড়ে দিয়ে চলে আসে । গৃহপালিত পশুর উপর আক্রমণ চালায় । আর তাদের আক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে তিনটি গবাদি পশুর ৷ আক্রান্ত হয়েছে একাধিক গবাদি পশু ।

এরপর এলাকার মানুষ বন দফতরের খবর দেয় কিন্তু বনদফতর থেকে কোনওরকম সাহায্য না-পেয়ে নিজেরাই আগুন জ্বালিয়ে হাতির আক্রমণ আটকাতে মাঠে নেমে পড়ে । যদিও রাত দশটা থেকে ভোর পাঁচটা অবধি চলে হাতির তুমুল তাণ্ডব । আর তাতেই আতঙ্কিত মানুষজন বনদফতরের অপেক্ষা করতে থাকে ৷

আরও পড়ুন: সাঁকরাইলে দাপিয়ে বেড়াচ্ছে একশোর বেশি হাতি, ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় চাষিরা

গ্রামবাসীর অভিযোগ, গোটা রাত পর্যন্ত না-এসেছে বনদফতরের কোনও কর্মী, না এসেছে হুলো পার্টি । ফলে গোটা রাত ধরে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এলাকা, নষ্ট হয় কয়েকশো বিঘা জমির ফসল । এরই সঙ্গে মাটির বাড়ি ভেঙে দিয়েছে হাতির দল ৷ এই বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়ে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন । এদিন বেলা পর্যন্ত বনদফতরের কোনও কর্মীর দেখা মেলেনি বলেই অভিযোগ গ্রামবাসীর ।

যদিও এ বিষয়ে গ্রামবাসীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন এলাকার বনআধিকারিক মনীশ কুমার যাদব । তিনি বলেন, "হাতিগুলো বেরোনোর রাস্তা পাচ্ছে না তাই তারা গ্রামের মধ্যে ঢুকে পড়েছে । গ্রামবাসী সবদিকে যদি রাস্তা বন্ধ করে দেয়, তাহলে হাতিগুলো বিভ্রান্ত হয়ে পড়ে এবং লোকালয়ে ঢুকে পড়ে । এই হাতির পালে 30টি হাতি রয়েছে । যার মধ্যে দু-একটি হাতি কালকের ঘটনা ঘটিয়েছে । তবে খোঁজ রাখছি এবং হাতিগুলোকে গড়বেতার দিক দিয়ে বের করানোর চেষ্টা করছি আমরা ।"

প্রসঙ্গত, জঙ্গলমহল এলাকায় শীতের মরশুমে প্রত্যেক বছরই হাতি তাণ্ডব চালায় । কিন্তু প্রতিবছরই বনদফতরে কর্মীরা সজাগ থাকে এবং দেওয়া হয় নিরাপত্তা ও হুলো পার্টি । কিন্তু এবারে তার কোনও ছিটেফোঁটাও মেলেনি । যদিও এই ঘটনার খবর দেওয়া হয় গড়বেতা এক নম্বর ব্লকের বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের ।

আরও পড়ুন: নকশালবাড়িতে প্রায় 40টি হাতির তাণ্ডব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.