ETV Bharat / state

Durga Puja 2023: বর্তমান প্রজন্মকে চিঠির যুগের আমেজ দিতে থিম 'দ্য অ্যাড্রেস' - Durga Puja

মেদিনীপুরে থিমের পুজোগুলির মধ্যে অন্যতম সেরা দেশবন্ধুনগরের পুজো । এবারে তাদের থিম, 'দ্য অ্যাড্রেস' ৷ কম বাজেটে এই থিম এবারেও দর্শকদের মন কাড়বে বলে আশাবাদী পুজো উদোক্তারা ৷

Durga Puja
দেশবন্ধুনগর সার্বজনীন দুর্গোৎসব
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 8:59 PM IST

বর্তমান প্রজন্মকে চিঠির যুগের আমেজ দিতে থিম 'দা অ্যাড্রেস'

মেদিনীপুর, 18 অক্টোবর: বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের দাপাদাপি ৷ কোনও বার্তা বা মেসেজ চটজলদি পাঠানো যায় এক জায়গা থেকে অন্য জায়গায় ৷ তার জন্য মানুষের ভরসা হোয়াটসঅ্যাপ থেকে মেসেন্জার ৷ এর জেরে হারিয়েছে চিঠির গুরুত্ব ৷ হারিয়েছে রিসিভার ফোন, লেটার বক্সও ৷ এখন আর পায়রার পায়ে চিঠি বেঁধেও ওড়ানো হয় না । তাই বর্তমান প্রজন্মকে সেইসব পুরনো নস্টালজিয়ার স্বাদ দিতে মেদিনীপুর দেশবন্ধুনগর সার্বজনীন দুর্গোৎসবের এবারের থিম, 'দ্য অ্যাড্রেস' ।

সালটা 1970-80 অথবা 90-এর দশক । সেই সময় আজকের মত এত অনলাইন রমরমা ছিল না । যোগাযোগের মাধ্যম ছিল রিসিভার ফোন আর চিঠি ৷ অথবা দূরদূরান্তে যোগাযোগ হিসেবে ছিল পায়রার পায়ে চিঠি বেঁধে পৌঁছে দেওয়া । এভাবে দূরবর্তী আত্মীয়দের সঙ্গে যোগাযোগের সম্ভব হত তৎকালীন সময়ে । এছাড়া ছিল পোস্টাল অ্যাড্রেস ৷ অর্থাৎ পোস্টাল বক্সে চিঠি ফেলে দিলে সেই চিঠি কুরিয়ার এবং বিভিন্ন পোস্ট কর্মীদের মাধ্যমে পৌঁছে যেত বাড়ি বাড়ি । তখন যোগাযোগের মাধ্যম ছিল কষ্টসাধ্য ৷ একজনের সঙ্গে অপরের চিঠির মাধ্যমে যোগাযোগ করতে কেটে যেত সপ্তাহ মাস অথবা বছর ।

Durga Puja
চিঠির যুগের নিয়ে যাবে দেশবন্ধুনগর সার্বজনীন দুর্গোৎসবের পুজো

সেই যুগ পেরিয়ে বর্তমানে ফাইভ-জি যুগে বসবাস করছে সমাজ । এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে যেমন ইন্টারনেটের দাপাদাপি ৷ তেমন তার সঙ্গে যোগাযোগের মাধ্যম হয়েছে উন্নত । এখন স্মার্ট ফোনের পাশাপাশি দৈনন্দিন নানা ধরনের মেসেজিং অ্যাপ চলে এসেছে ৷ যেমন-হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, শেয়ার চ্যাট-সহ বিভিন্ন মাধ্যম । যাতে সেকেন্ডের মধ্যে যোগাযোগ হয়ে যায় । ফলে কাজের ক্ষেত্র হয়ে ওঠছে অতি সুবিধা । এখন মানুষের সময় নেই দীর্ঘ ধৈর্য্য ধরার । এর জেরে এখন মানুষ সব পুরনো স্মৃতি ভুলে তাতেই অভ্যস্ত । বিশেষ করে তরুণ প্রজন্ম ৷ তারা স্বাদই পাইনি সেই পুরানো নস্টালজিক রিসিভার ফোন, চিঠি, ডাকবাক্স বা পায়রায় পায়ে চিঠি বেঁধে পাঠানো । ফলে সেই নস্টালিয়া দিকগুলিই তুলে ধরতে এবারে দেশবন্ধুনগর পুজো কমিটির থিম 'দ্য অ্যাড্রেস'।

Durga Puja
তরুণ প্রজন্ম মজেছে হোয়াটসঅ্যাপ থেকে মেসেন্জারে

আরও পড়ুন: গম্ভীরার নানা রংয়ে সেজে উঠছে নাটমন্দিরের পুজো মণ্ডপ

প্রায় সাড়ে চার লক্ষ টাকা বাজেটের উপর তৈরি হয়েছে তাদের এই মণ্ডপ ৷ এ বছর এই পুজো পা রেখেছে 42তম বর্ষে । এই বিষয়ে পুজো উদোক্তা সত্যশংকর সাঁতরা বলেন," এক সময়কার সেই হারিয়ে যাওয়া লেটার বক্স,চিঠি রিসিভার ফোন-সহ নানাবিধ নস্টালজিয়া দিকগুলি আমরা তুলে ধরেছি বর্তমান প্রজন্মের কাছে । যারা আজকে ইন্টারনেট, মোবাইল, ল্যাপটপ এবং ইনস্টাগ্রামে অভ্যস্ত । আমাদের এই অ্যাড্রেস থিম নজর কাড়বে মেদিনীপুরবাসীর । তাছাড়া পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নানাবিধ অনুষ্ঠান থাকছে আমাদের মণ্ডপে ।"

বর্তমান প্রজন্মকে চিঠির যুগের আমেজ দিতে থিম 'দা অ্যাড্রেস'

মেদিনীপুর, 18 অক্টোবর: বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের দাপাদাপি ৷ কোনও বার্তা বা মেসেজ চটজলদি পাঠানো যায় এক জায়গা থেকে অন্য জায়গায় ৷ তার জন্য মানুষের ভরসা হোয়াটসঅ্যাপ থেকে মেসেন্জার ৷ এর জেরে হারিয়েছে চিঠির গুরুত্ব ৷ হারিয়েছে রিসিভার ফোন, লেটার বক্সও ৷ এখন আর পায়রার পায়ে চিঠি বেঁধেও ওড়ানো হয় না । তাই বর্তমান প্রজন্মকে সেইসব পুরনো নস্টালজিয়ার স্বাদ দিতে মেদিনীপুর দেশবন্ধুনগর সার্বজনীন দুর্গোৎসবের এবারের থিম, 'দ্য অ্যাড্রেস' ।

সালটা 1970-80 অথবা 90-এর দশক । সেই সময় আজকের মত এত অনলাইন রমরমা ছিল না । যোগাযোগের মাধ্যম ছিল রিসিভার ফোন আর চিঠি ৷ অথবা দূরদূরান্তে যোগাযোগ হিসেবে ছিল পায়রার পায়ে চিঠি বেঁধে পৌঁছে দেওয়া । এভাবে দূরবর্তী আত্মীয়দের সঙ্গে যোগাযোগের সম্ভব হত তৎকালীন সময়ে । এছাড়া ছিল পোস্টাল অ্যাড্রেস ৷ অর্থাৎ পোস্টাল বক্সে চিঠি ফেলে দিলে সেই চিঠি কুরিয়ার এবং বিভিন্ন পোস্ট কর্মীদের মাধ্যমে পৌঁছে যেত বাড়ি বাড়ি । তখন যোগাযোগের মাধ্যম ছিল কষ্টসাধ্য ৷ একজনের সঙ্গে অপরের চিঠির মাধ্যমে যোগাযোগ করতে কেটে যেত সপ্তাহ মাস অথবা বছর ।

Durga Puja
চিঠির যুগের নিয়ে যাবে দেশবন্ধুনগর সার্বজনীন দুর্গোৎসবের পুজো

সেই যুগ পেরিয়ে বর্তমানে ফাইভ-জি যুগে বসবাস করছে সমাজ । এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে যেমন ইন্টারনেটের দাপাদাপি ৷ তেমন তার সঙ্গে যোগাযোগের মাধ্যম হয়েছে উন্নত । এখন স্মার্ট ফোনের পাশাপাশি দৈনন্দিন নানা ধরনের মেসেজিং অ্যাপ চলে এসেছে ৷ যেমন-হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, শেয়ার চ্যাট-সহ বিভিন্ন মাধ্যম । যাতে সেকেন্ডের মধ্যে যোগাযোগ হয়ে যায় । ফলে কাজের ক্ষেত্র হয়ে ওঠছে অতি সুবিধা । এখন মানুষের সময় নেই দীর্ঘ ধৈর্য্য ধরার । এর জেরে এখন মানুষ সব পুরনো স্মৃতি ভুলে তাতেই অভ্যস্ত । বিশেষ করে তরুণ প্রজন্ম ৷ তারা স্বাদই পাইনি সেই পুরানো নস্টালজিক রিসিভার ফোন, চিঠি, ডাকবাক্স বা পায়রায় পায়ে চিঠি বেঁধে পাঠানো । ফলে সেই নস্টালিয়া দিকগুলিই তুলে ধরতে এবারে দেশবন্ধুনগর পুজো কমিটির থিম 'দ্য অ্যাড্রেস'।

Durga Puja
তরুণ প্রজন্ম মজেছে হোয়াটসঅ্যাপ থেকে মেসেন্জারে

আরও পড়ুন: গম্ভীরার নানা রংয়ে সেজে উঠছে নাটমন্দিরের পুজো মণ্ডপ

প্রায় সাড়ে চার লক্ষ টাকা বাজেটের উপর তৈরি হয়েছে তাদের এই মণ্ডপ ৷ এ বছর এই পুজো পা রেখেছে 42তম বর্ষে । এই বিষয়ে পুজো উদোক্তা সত্যশংকর সাঁতরা বলেন," এক সময়কার সেই হারিয়ে যাওয়া লেটার বক্স,চিঠি রিসিভার ফোন-সহ নানাবিধ নস্টালজিয়া দিকগুলি আমরা তুলে ধরেছি বর্তমান প্রজন্মের কাছে । যারা আজকে ইন্টারনেট, মোবাইল, ল্যাপটপ এবং ইনস্টাগ্রামে অভ্যস্ত । আমাদের এই অ্যাড্রেস থিম নজর কাড়বে মেদিনীপুরবাসীর । তাছাড়া পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নানাবিধ অনুষ্ঠান থাকছে আমাদের মণ্ডপে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.