ETV Bharat / state

Durga Puja 2023: অনেক হয়েছে অপচয়,এবার সঞ্চয় করুন জল ! বার্তা রাঙামাটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির

জেলার পুজোতেও আজকাল থিমের রমরমা দেখা যায় ৷ যেমন পশ্চিম মেদিনীপুরের রাঙামাটি সর্বজনীন দুর্গোৎসবের এবারে থিম পরিবেশ বান্ধব ৷ এই বছর 55 বছরে পদার্পণ করল এই পুজো ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 6:54 PM IST

Etv Bharat
Etv Bharat
রাঙামাটি সর্বজনীন দুর্গোৎসব

মেদিনীপুর, 20 অক্টোবর: বিগ বাজেটের পুজোর কথা উঠলেই প্রথম শহরের পুজোর কথা উঠে আসে ৷ তবে আজকাল পুজোর থিমে সামাজিক সচেতনতার বার্তা দেন পুজো উদ্যোক্তারা ৷ জেলার পুজোতেও আজকাল থিমের রমরমা দেখা য়ায় ৷ যেমন পশ্চিম মেদিনীপুরের রাঙামাটি সার্বজনীন দুর্গোৎসবের এবারে থিম পরিবেশ বান্ধব ৷ এই বছর 55 বছরে পদার্পণ করল এই পুজো । প্রায় 20 লক্ষ টাকার খরচ করে এবারের থিম জল সঞ্চয় করুন, গাছপালা বাঁচান । পরিবেশবান্ধব এই থিমের উদ্দেশ্য হল জেলা, রাজ্য এবং শহরবাসীকে সচেতন করা প্রাকৃতিক পরিবেশ নিয়ে ।

পুজো উদ্যোক্তা দেবু মাল বলেন, "আমরা প্রতিনিয়ত প্রকৃতির দেওয়া জিনিসপত্র নষ্ট করে চলছি ৷ জলের অপচয় থেকে শুরু করে নির্বিচারে গাছপালা কেটে ধ্বংস করছি ৷ তার ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য । এইভাবে চলতে থাকলে আগামী দিনে না থাকবে গাছপালা, না থাকবে জল । মানব জাতিও তার অস্তিত্ব হারাতে পারে ৷ তাই জল সঞ্চয় করা এবং জলকে অপচয়ের হাতে কিভাবে রক্ষা করা যায় সেইসব বিষয়গুলি এই মন্ডপে ফুটিয়ে তোলা হয়েছে ।"
এই উদ্যোক্তার কথার রেশ টেনেই স্বরূপ দত্ত বলেন, " আশা করছি এই বছর প্রচুর দশর্নার্থীর আগমন হবে ৷ সাধারণ মানুষকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য ৷ জল অপচয় না করে, কীভাবে তা সঞ্চয় করা যায় তাও উল্লেখ করা হয়েছে ৷ পাশাপাশি প্রতিমাসেও সামুদ্রিক প্রণালী তুলে ধরা হয়েছে । যা মানুষকে সচেতনতার পাঠ দেবে ।"

আরও পড়ুন: উত্তরবঙ্গের 4 নদী থেকে আনা হয়েছে 100 টন পাথর, 'মাইলস্টোন' থিমে কী বোঝাবে বড়িশা সর্বজনীন ?

কি আছে এই মণ্ডপে:

মন্ডপের ভেতরে প্রতিমার সঙ্গে সমুদ্র ফুঁটিয়ে তুলেছেন উদ্যোক্তারা ৷ সেখানে দেখানো হয়েছে সমুদ্রের ভিতরে জলজ জীব জন্তু, মাছ, ডলফিন, কুমির, হাঙর কীভাবে বসবাস করে । প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে কীভাবে আস্তে আস্তে তারা বিলীন হয়ে পড়তে পারে ৷ বলা যায় অস্তিত্ব সংকটের এই সমস্ত জীবের জীবন প্রণালী । এই নিয়েই রাঙামাটি এবারে তাদের থিম গড়ে তুলেছে ৷ যা দেখতে ভিড় জমিয়েছে মানুষজন । গত চতুর্থীর দিন উদ্বোধন হয়ে গিয়েছে এই মণ্ডপের ৷

রাঙামাটি সর্বজনীন দুর্গোৎসব

মেদিনীপুর, 20 অক্টোবর: বিগ বাজেটের পুজোর কথা উঠলেই প্রথম শহরের পুজোর কথা উঠে আসে ৷ তবে আজকাল পুজোর থিমে সামাজিক সচেতনতার বার্তা দেন পুজো উদ্যোক্তারা ৷ জেলার পুজোতেও আজকাল থিমের রমরমা দেখা য়ায় ৷ যেমন পশ্চিম মেদিনীপুরের রাঙামাটি সার্বজনীন দুর্গোৎসবের এবারে থিম পরিবেশ বান্ধব ৷ এই বছর 55 বছরে পদার্পণ করল এই পুজো । প্রায় 20 লক্ষ টাকার খরচ করে এবারের থিম জল সঞ্চয় করুন, গাছপালা বাঁচান । পরিবেশবান্ধব এই থিমের উদ্দেশ্য হল জেলা, রাজ্য এবং শহরবাসীকে সচেতন করা প্রাকৃতিক পরিবেশ নিয়ে ।

পুজো উদ্যোক্তা দেবু মাল বলেন, "আমরা প্রতিনিয়ত প্রকৃতির দেওয়া জিনিসপত্র নষ্ট করে চলছি ৷ জলের অপচয় থেকে শুরু করে নির্বিচারে গাছপালা কেটে ধ্বংস করছি ৷ তার ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য । এইভাবে চলতে থাকলে আগামী দিনে না থাকবে গাছপালা, না থাকবে জল । মানব জাতিও তার অস্তিত্ব হারাতে পারে ৷ তাই জল সঞ্চয় করা এবং জলকে অপচয়ের হাতে কিভাবে রক্ষা করা যায় সেইসব বিষয়গুলি এই মন্ডপে ফুটিয়ে তোলা হয়েছে ।"
এই উদ্যোক্তার কথার রেশ টেনেই স্বরূপ দত্ত বলেন, " আশা করছি এই বছর প্রচুর দশর্নার্থীর আগমন হবে ৷ সাধারণ মানুষকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য ৷ জল অপচয় না করে, কীভাবে তা সঞ্চয় করা যায় তাও উল্লেখ করা হয়েছে ৷ পাশাপাশি প্রতিমাসেও সামুদ্রিক প্রণালী তুলে ধরা হয়েছে । যা মানুষকে সচেতনতার পাঠ দেবে ।"

আরও পড়ুন: উত্তরবঙ্গের 4 নদী থেকে আনা হয়েছে 100 টন পাথর, 'মাইলস্টোন' থিমে কী বোঝাবে বড়িশা সর্বজনীন ?

কি আছে এই মণ্ডপে:

মন্ডপের ভেতরে প্রতিমার সঙ্গে সমুদ্র ফুঁটিয়ে তুলেছেন উদ্যোক্তারা ৷ সেখানে দেখানো হয়েছে সমুদ্রের ভিতরে জলজ জীব জন্তু, মাছ, ডলফিন, কুমির, হাঙর কীভাবে বসবাস করে । প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে কীভাবে আস্তে আস্তে তারা বিলীন হয়ে পড়তে পারে ৷ বলা যায় অস্তিত্ব সংকটের এই সমস্ত জীবের জীবন প্রণালী । এই নিয়েই রাঙামাটি এবারে তাদের থিম গড়ে তুলেছে ৷ যা দেখতে ভিড় জমিয়েছে মানুষজন । গত চতুর্থীর দিন উদ্বোধন হয়ে গিয়েছে এই মণ্ডপের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.