ETV Bharat / state

ক্যাম্পাসে ভয়াবহ সংক্রমণ, 23 মে অবধি বন্ধ আইআইটি খড়গপুর

author img

By

Published : May 15, 2021, 10:14 PM IST

ক্যাম্পাসে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । মোট সংক্রমিতের সংখ্যা 41 । এই পরিস্থিতিতে প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিল আইআইটি খড়গপুর ।

due to corona situation IIT Kharagpur closed till 23rd may
due to corona situation IIT Kharagpur closed till 23rd may

খড়গপুর, 15 মে: করোনা সংক্রমণ বাড়তে থাকায় অবশেষে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ ৷ আপাতত 23 মে পর্যন্ত বন্ধ থাকবে প্রতিষ্ঠানটি ৷ যাবতীয় ক্লাস হবে অনলাইনে ।

ক্যাম্পাসে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । মোট সংক্রমিতের সংখ্যা 41 । এই পরিস্থিতিতে গতকাল 14 মে থেকে 23 মে পর্যন্ত বন্ধ আইআইটি খড়গপুর । সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ ৷ প্রতিষ্ঠানের তরফে 18 দফা নির্দেশিকা জারি করা হয়েছে ৷ জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন চলবে অনলাইনে । অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী বা অন্যান্য কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন । শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মীরা ক্যাম্পাসের মধ্যে নিজেদের কাজ করতে পারবেন । আইআইটি ক্যাম্পাসের ভেতরে থাকা কেউ এই সময়ের মধ্যে বাইরে যেতে পারবেন না ৷ বাইরের কেউ ক্যাম্পাসে ঢুকতেও পারবেন না ৷ জরুরি কারণ ছাড়া ।

আরও পড়ুন: মৃতের সংখ্যায় রেকর্ড গড়লেও রাজ্যে দৈনিক সংক্রমণ নামল 20 হাজারের নীচে

এই সিদ্ধান্তের পরে গত বৃহস্পতিবার থেকেই ক্যাম্পাস ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে ।

খড়গপুর, 15 মে: করোনা সংক্রমণ বাড়তে থাকায় অবশেষে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ ৷ আপাতত 23 মে পর্যন্ত বন্ধ থাকবে প্রতিষ্ঠানটি ৷ যাবতীয় ক্লাস হবে অনলাইনে ।

ক্যাম্পাসে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । মোট সংক্রমিতের সংখ্যা 41 । এই পরিস্থিতিতে গতকাল 14 মে থেকে 23 মে পর্যন্ত বন্ধ আইআইটি খড়গপুর । সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ ৷ প্রতিষ্ঠানের তরফে 18 দফা নির্দেশিকা জারি করা হয়েছে ৷ জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন চলবে অনলাইনে । অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী বা অন্যান্য কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন । শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মীরা ক্যাম্পাসের মধ্যে নিজেদের কাজ করতে পারবেন । আইআইটি ক্যাম্পাসের ভেতরে থাকা কেউ এই সময়ের মধ্যে বাইরে যেতে পারবেন না ৷ বাইরের কেউ ক্যাম্পাসে ঢুকতেও পারবেন না ৷ জরুরি কারণ ছাড়া ।

আরও পড়ুন: মৃতের সংখ্যায় রেকর্ড গড়লেও রাজ্যে দৈনিক সংক্রমণ নামল 20 হাজারের নীচে

এই সিদ্ধান্তের পরে গত বৃহস্পতিবার থেকেই ক্যাম্পাস ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.