নারায়ণগড়, 5 মে : "দিদি জয়শ্রীরামকে এত ভয় পাচ্ছেন ? এটা তো শুনতে হবে । নাকি পশ্চিমবঙ্গে জয়শ্রীরাম চলবে না ?" নারায়ণগড়ে প্রচারে গিয়ে মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ ।
এই সংক্রান্ত আরও খবর : জয়শ্রীরাম ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে গেলেন মমতা
গতকাল মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল চন্দ্রকোনায় । রাধাবল্লভপুরের কাছে তাঁর কনভয় পৌঁছালে বেশ কয়েকজন গ্রামবাসী "জয়শ্রীরাম" স্লোগান দিয়ে ওঠেন । ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন । কয়েকজনকে পালাতে দেখে তিনি প্রশ্ন করেন, "পালাচ্ছিস কেন ?" কেউ কোনও উত্তর দেননি । কিছুক্ষণ পর গাড়িতে উঠে বেরিয়ে যান মমতা ।
এই সংক্রান্ত আরও খবর : মমতার সামনে "জয়শ্রীরাম" স্লোগান, আটক 3 BJP কর্মী
এনিয়ে প্রশ্ন করা হয় দিলীপবাবুকে । তিনি বলেন, "বলেছে তো জয়শ্রীরাম । আর ওঁরা বলছে গালাগালি দিচ্ছে । বাবুলদা গান গাইলে ওঁর মনে হয় মেশিনগান চলছে । উনি সারাদিন ভুলভাল মন্ত্র বলছেন । আর কেউ জয়শ্রীরাম বলেছে বলে তাঁকে গ্রেপ্তার করিয়েছেন । এত ভয় জয়শ্রীরামকে ?"
এদিকে, গতকাল ঘাটালে তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিয়ে ভারতী ঘোষ বলেছিলেন, "ভয় দেখাক না ! বাড়ি থেকে টেনে টেনে বের করে কুকুরের মতো মারব । বলছি তো ।" ভারতীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো বলেন, "ভারতীর বিরুদ্ধে যত মামলা রয়েছে তাতে তাঁকে গ্রেপ্তার করতে পারত রাজ্য ।" এর জবাবে দিলীপবাবু বলেন, "আমাকেও তো বলেছিলেন, গ্রেপ্তার করবেন । করেননি কেন ? দম আছে ? 23 তারিখের পর সেটাও থাকবে না । চমকে-ধমকে রাজনীতি আর চলবে না । ভারতী ঘোষ দেশে লড়ে এসেছেন । সুপ্রিম কোর্টে কেস লড়ছেন । তাঁর গায়ে হাত দিতে পারবে না ।" ভারতীর মন্তব্য নিয়ে দিলীপবাবু বলেন, "ভারতী ঘোষকে যদি কেউ আক্রমণ করে, রাস্তা আটকায়, গাড়ি ভাঙে তাহলে তাকে কি মিষ্টি খাওয়াবেন ? যদি বলে থাকেন 100 ভাগ ঠিক বলেছেন । পশ্চিমবঙ্গের মানুষই TMC-কে সোজা করার জন্য যথেষ্ট ।"
এই সংক্রান্ত আরও খবর : টাকা দিয়ে জয়শ্রীরাম বলাচ্ছে BJP : পার্থ