ETV Bharat / state

ডাম্পারের ধাক্কায় দম্পতির মৃত্যু, আশঙ্কাজনক ছেলে - খড়গপুর লোকাল থানার মাদপুর

বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক দম্পতির ৷ খড়গপুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আহত ছেলে ।

death of  married couple due to collision with dumper, hospitalized son
ডাম্পারের ধাক্কায় স্বামী স্ত্রীর মৃত্যু ,গুরুতর আহত ছেলে
author img

By

Published : Feb 21, 2020, 8:40 PM IST

খড়গপুর, 21ফেব্রুয়ারি : বাজার করতে যাওয়ার সময় মাদপুরে রাস্তার পাশে পড়ে থাকা বালিতে মোটরসাইকেল পিছলে করে ঢুকে গেল পিছনে থাকা বালির ডাম্পারের নিচে ৷ প্রাণ হারালেন দম্পতি । খড়গপুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আহত ছেলে ।

খড়্গপুরের বেনাডিহি গ্রামের বাসিন্দা শেখ সিরাজ তাঁর বিবি ও ছেলেকে নিয়ে মাদপুরে বাজার করে বাড়ি ফিরছিলেন ৷ ফেরার সময় রাস্তার পাশে পড়ে থাকা বালির উপর দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ সেই সময় উল্টোদিক থেকে আসা একটি বালি বোঝাই ডাম্পার তাদের ধাক্কা মারে । ঘটনাস্থানে মৃত্যু হয় শেখ সিরাজের (৫৫) । আশঙ্কাজনক অবস্থায় সিরাজের স্ত্রী জাবেদা বিবি ও তার ছেলেকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যাওয়ার পথে মৃত্যু হয় জাবেদা বিবির (৫০) । গুরুতর আহত অবস্থায় ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয় । এই ঘটনার জেরে এলাকার মানুষ কিছুক্ষণ পথ অবরোধ করে ৷ পুলিশ এসে ঘটনাস্থানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পরবর্তীকালে পুলিশের আশ্বাসে উঠে যায় পথ অবরোধ ।

এলাকার মানুষ জানান, বারবার প্রচার করলেও বহু মানুষ সর্তকতা অবলম্বন না করে বিনা হেলমেটে বাইক চালাচ্ছে । ঘটছে দুর্ঘটনা ।

খড়গপুর, 21ফেব্রুয়ারি : বাজার করতে যাওয়ার সময় মাদপুরে রাস্তার পাশে পড়ে থাকা বালিতে মোটরসাইকেল পিছলে করে ঢুকে গেল পিছনে থাকা বালির ডাম্পারের নিচে ৷ প্রাণ হারালেন দম্পতি । খড়গপুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আহত ছেলে ।

খড়্গপুরের বেনাডিহি গ্রামের বাসিন্দা শেখ সিরাজ তাঁর বিবি ও ছেলেকে নিয়ে মাদপুরে বাজার করে বাড়ি ফিরছিলেন ৷ ফেরার সময় রাস্তার পাশে পড়ে থাকা বালির উপর দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ সেই সময় উল্টোদিক থেকে আসা একটি বালি বোঝাই ডাম্পার তাদের ধাক্কা মারে । ঘটনাস্থানে মৃত্যু হয় শেখ সিরাজের (৫৫) । আশঙ্কাজনক অবস্থায় সিরাজের স্ত্রী জাবেদা বিবি ও তার ছেলেকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যাওয়ার পথে মৃত্যু হয় জাবেদা বিবির (৫০) । গুরুতর আহত অবস্থায় ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয় । এই ঘটনার জেরে এলাকার মানুষ কিছুক্ষণ পথ অবরোধ করে ৷ পুলিশ এসে ঘটনাস্থানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পরবর্তীকালে পুলিশের আশ্বাসে উঠে যায় পথ অবরোধ ।

এলাকার মানুষ জানান, বারবার প্রচার করলেও বহু মানুষ সর্তকতা অবলম্বন না করে বিনা হেলমেটে বাইক চালাচ্ছে । ঘটছে দুর্ঘটনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.