দাসপুর, 1 অক্টোবর: তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতিকে পার্টি অফিসে ঢুকতে দেওয়া হবে না ৷ কারণ, তিনি দলীয় কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন ৷ এই অভিযোগে দাসপুর ব্লকে অবস্থিত জেলার পার্টি অফিসে তালা দিলেন সেই ব্লকের নেতা এবং কর্মীরা ৷ যে ঘটনায় ফের একবার প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দন্দ্ব ৷ আর যাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে পার্টি অফিসে তালা বন্ধ করা হল, সেই আশিস হুদাইত বর্তমানে দিল্লিতে রয়েছেন, তৃণমূলের কর্মসূচিতে ৷ আর এই তালা বন্ধ করা নিয়ে তাঁর কোনও মাথাব্যাথা নেই বলে জানিয়েছেন আশিস হুদাইত ৷
নিজেদের মধ্যে বৈঠক করে দাসপুর ব্লক সভাপতি-সহ অন্যান্য নেতা কর্মীরা ঠিক করেছেন আশিস হুদাইতকে পার্টি অফিসে ঢুকতে দেওয়া হবে না ৷ কিন্তু, কী কারণ এই অসহযোগের ? দাসপুরের তৃণমূল নেতৃত্বের অভিযোগ আশিস হুদাইত ব্লকের সকল নাগরিকদের সঙ্গে প্রতারণা করেছেন ৷ কিন্তু, কীসের প্রতারণা ? এ নিয়ে কেউ মুখ খুলতে নারাজ ৷ এ নিয়ে আশিস হুদাইতের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় ৷ তিনি বলেন, ‘‘আমি দিল্লিতে রয়েছি ৷ এই বিষয়ে আমার কিছু জানা নেই ৷ কে, কোথায় তালা দিল ? এ নিয়ে আমার কোনও মাথাব্যাথা নেই ৷’’
এ বিষয়ে তৃণমূল কর্মী শেখ মিনাজউদ্দিন বলেন, ‘‘আমরা এক সময় সব তৃণমূল কর্মীরা একত্রিত হয়ে ব্লক তৃণমূলের পার্টি অফিস জেলা কার্যালয় হিসেবে খুলে দিয়েছিলাম ৷ তখন আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল বড় বড় নেতা এবং এই জেলার সভাপতি ৷ পরবর্তীকালে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি ৷ একপ্রকার প্রতারণা করে চলেছেন ৷ তাই আমরা বাধ্য হয়ে তালা লাগিয়েছি ৷ আমরা এখানে তৃণমূলের জেলার কোনও ধরনেরই কাজই করতে দেব না ৷ ঢুকতে দেব না ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতিকে ৷’’
আরও পড়ুন: কাজলের গড়ে দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হল অনুব্রতর ছবি, কটাক্ষ বিজেপির
এই ইস্যুতে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি ৷ বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, ‘‘তৃণমূল বা তার নেতাদের দলের মধ্যে কোনও নিয়ন্ত্রণ নেই ৷ দিনের পর দিন তারা কর্মীদের ভুল বুঝিয়ে রাজনৈতিক ব্যবসা করেছেন ৷ টাকা নিয়ে পদ বিক্রি করেছেন ৷ নিচুতলার কর্মীদের মতামতকে গুরুত্বই দেয় না তারা ৷ তাই আজকে তাদের এই হাল ৷ এখন পার্টি অফিসে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ এর পরে তাদের বাড়িতে তালা মারবে এই কর্মীরা ৷’’ অন্যদিকে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘‘আমি দিল্লিতে এসেছি ৷ ব্যাপারটা ঠিক হয়নি ৷ তবে, পুরো বিষয়টা খোঁজ নিয়ে দেখব ৷’’