ETV Bharat / state

1 বছর পরেও মেলেনি পোস্ট অফিসে তছরূপের টাকা

author img

By

Published : Feb 20, 2021, 11:28 AM IST

এক বছর পরও টাকা ফেরত পাননি পোস্ট অফিসের গ্রাহকরা । টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান । পুলিশি মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

গ্রাহকদের বিক্ষোভ চন্দ্রকোনা পোস্ট অফিসে
গ্রাহকদের বিক্ষোভ চন্দ্রকোনা পোস্ট অফিসে

চন্দ্রকোনা, 20 ফেব্রুয়ারি : কেটে গিয়েছে 1টা বছর । তারপরেও ফেরত পায়নি টাকা । এবার টাকা তছরূপের অভিযোগ উঠল পোস্ট অফিসের বিরুদ্ধে । 32 জন গ্রাহকের 15 লাখ 97 হাজার 933 টাকা তছরূপের অভিযোগ উঠল চন্দ্রকোনা কুঁয়াপুর সাব পোস্ট অফিসের বিরুদ্ধে । গতকাল টাকা ফেরত না পাওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ওয়ার্ড মিত্র সেনপুর এলাকার চন্দ্রকোনা পোস্ট অফিসের গেট আটকে গ্রাহকরা বিক্ষোভ দেখায় ।

অভিযোগ, এক বছর আগে কুঁয়াপুর সাব পোস্ট অফিসের তৎকালীন পোস্ট মাস্টার অরূপ দোলুই এবং চন্দ্রকোনা পোস্ট অফিসের পোস্ট মাস্টার অরুণাভ মল্লিক কুঁয়াপুরের পোস্ট অফিস থেকে শতাধিক রেকারিং গ্রাহকের জমানো টাকা জালিয়াতি করে তুলে নেয় । এ নিয়ে আগেও অনেক পদক্ষেপ করা হয়েছে । আন্দোলন করা হয়, প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছিল । চন্দ্রকোনা থানার পুলিশ তদন্ত শুরু করে । কুঁয়াপুর সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার গ্রেফতার করা হয় । কিন্তু এখনও সেই টাকা ফেরত পায়নি গ্রাহকরা ।

আরও পড়ুন : 48 ঘণ্টার মধ্যে চুরির কিনারা, গ্রেপ্তার ব্য়বসায়ীর ভাইপো-সহ দুই

এদিন সকালে গেটের সামনে বিক্ষোভ শুরু করে । ঘটনাস্থানে চন্দ্রকোনা থানার পুলিশ আসে । পৌঁছান পোস্ট অফিসের বর্তমান ইনচার্জ । পুলিশি আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় । পোস্ট অফিসের গেটের তালা খোলা হয় । পোস্ট অফিসের ইনচার্জ জানিয়েছেন, ঘটনার তদন্ত এখনও চলছে । তার মধ্যেও টাকা ফেরত দেওয়ার কাজও শুরু হয়েছে । কিছু মানুষ টাকা ফেরতও পেয়েছেন । দ্রুত 32 জনকে টাকা ফেরতের জন্য চন্দ্রকোনা পোস্ট অফিস সহ ডিভিশন অফিসে লিখিত আবেদন করার পরামর্শ দেওয়া হয় ।

চন্দ্রকোনা, 20 ফেব্রুয়ারি : কেটে গিয়েছে 1টা বছর । তারপরেও ফেরত পায়নি টাকা । এবার টাকা তছরূপের অভিযোগ উঠল পোস্ট অফিসের বিরুদ্ধে । 32 জন গ্রাহকের 15 লাখ 97 হাজার 933 টাকা তছরূপের অভিযোগ উঠল চন্দ্রকোনা কুঁয়াপুর সাব পোস্ট অফিসের বিরুদ্ধে । গতকাল টাকা ফেরত না পাওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ওয়ার্ড মিত্র সেনপুর এলাকার চন্দ্রকোনা পোস্ট অফিসের গেট আটকে গ্রাহকরা বিক্ষোভ দেখায় ।

অভিযোগ, এক বছর আগে কুঁয়াপুর সাব পোস্ট অফিসের তৎকালীন পোস্ট মাস্টার অরূপ দোলুই এবং চন্দ্রকোনা পোস্ট অফিসের পোস্ট মাস্টার অরুণাভ মল্লিক কুঁয়াপুরের পোস্ট অফিস থেকে শতাধিক রেকারিং গ্রাহকের জমানো টাকা জালিয়াতি করে তুলে নেয় । এ নিয়ে আগেও অনেক পদক্ষেপ করা হয়েছে । আন্দোলন করা হয়, প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছিল । চন্দ্রকোনা থানার পুলিশ তদন্ত শুরু করে । কুঁয়াপুর সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার গ্রেফতার করা হয় । কিন্তু এখনও সেই টাকা ফেরত পায়নি গ্রাহকরা ।

আরও পড়ুন : 48 ঘণ্টার মধ্যে চুরির কিনারা, গ্রেপ্তার ব্য়বসায়ীর ভাইপো-সহ দুই

এদিন সকালে গেটের সামনে বিক্ষোভ শুরু করে । ঘটনাস্থানে চন্দ্রকোনা থানার পুলিশ আসে । পৌঁছান পোস্ট অফিসের বর্তমান ইনচার্জ । পুলিশি আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় । পোস্ট অফিসের গেটের তালা খোলা হয় । পোস্ট অফিসের ইনচার্জ জানিয়েছেন, ঘটনার তদন্ত এখনও চলছে । তার মধ্যেও টাকা ফেরত দেওয়ার কাজও শুরু হয়েছে । কিছু মানুষ টাকা ফেরতও পেয়েছেন । দ্রুত 32 জনকে টাকা ফেরতের জন্য চন্দ্রকোনা পোস্ট অফিস সহ ডিভিশন অফিসে লিখিত আবেদন করার পরামর্শ দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.