ETV Bharat / state

কোরোনা নিয়ে অলচিকি হরফে সতর্কতামূলক ব্যানার জঙ্গলমহলে - অলচিকি লিপি

কোরোনা নিয়ে সর্বত্র সতর্ক বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে । এবার জঙ্গলমহলে অলচিকি লিপিতে সতর্কতামূলক ব্যানার লাগালো স্বাস্থ্য দপ্তর ।

Awarness Banner in Alchiki
অলচিকি লিপিতে সতর্কতামূলক ব্যানার
author img

By

Published : Mar 15, 2020, 7:07 PM IST

Updated : Mar 15, 2020, 7:46 PM IST

ঝাড়গ্রাম, 15 মার্চ : জঙ্গলমহলের অনগ্রসর মানুষের জন্য অলচিকি হরফে কোরোনা নিয়ে সতর্কতা জারি করল স্বাস্থ্য দপ্তর । অলচিকি হরফে প্রায় 10 হাজার ব্যানার ও লিফলেট লাগানো ও বিলি হয়েছে জঙ্গলমহলে । আজ একথা জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা ।

রাজ্যের অন্যান্য জেলাগুলোর মতো ঝাড়গ্রামও রয়েছে কোরোনা আতঙ্কে । আর তার একটা বড় কারণ অনগ্রসর জাতির মধ্যে সচেতনতার অভাব । তাই তাদের সচেতন করতে জঙ্গলমহলে অলচিকি হরফে 10 হাজার ব্যানার ও লিফলেট ব্যবহার করে প্রচার চালাল স্বাস্থ্য দপ্তর । পাশাপাশি 70 হাজার বাংলা ব্যানারও লাগানো হয় ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই । রাজ্যের নির্দেশমতো আমরা প্রস্তুত আছি । মানুষকে সতর্ক করতে বাংলা ব্যানারের পাশাপাশি অলিচিকি হরফেও ব্যানার লাগানো হয়েছে । বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে ।

ঝাড়গ্রাম, 15 মার্চ : জঙ্গলমহলের অনগ্রসর মানুষের জন্য অলচিকি হরফে কোরোনা নিয়ে সতর্কতা জারি করল স্বাস্থ্য দপ্তর । অলচিকি হরফে প্রায় 10 হাজার ব্যানার ও লিফলেট লাগানো ও বিলি হয়েছে জঙ্গলমহলে । আজ একথা জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা ।

রাজ্যের অন্যান্য জেলাগুলোর মতো ঝাড়গ্রামও রয়েছে কোরোনা আতঙ্কে । আর তার একটা বড় কারণ অনগ্রসর জাতির মধ্যে সচেতনতার অভাব । তাই তাদের সচেতন করতে জঙ্গলমহলে অলচিকি হরফে 10 হাজার ব্যানার ও লিফলেট ব্যবহার করে প্রচার চালাল স্বাস্থ্য দপ্তর । পাশাপাশি 70 হাজার বাংলা ব্যানারও লাগানো হয় ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই । রাজ্যের নির্দেশমতো আমরা প্রস্তুত আছি । মানুষকে সতর্ক করতে বাংলা ব্যানারের পাশাপাশি অলিচিকি হরফেও ব্যানার লাগানো হয়েছে । বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে ।

Last Updated : Mar 15, 2020, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.