মেদিনীপুর, 5 অগস্ট: বিজেপি নেতার আপত্তিকর চ্যাটের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ আর তা ঘিরেই চাঞ্চল্য মেদিনীপুরে। ঘটনায় বিজেপির মধ্যে অস্বস্তি বাড়লেও তা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। জানা যায়, বিজেপির পশ্চিম মণ্ডল সভাপতি রঞ্জন ঘোষ একজন মহিলার সঙ্গে আপত্তিকর চ্যাট করেছেন ৷ সেই চ্যাটে রয়েছে মহিলা এবং ওই বিজেপি মণ্ডল সভাপতির যৌন উত্তেজক ও আবেদনপূর্ণ কথাবার্তা। চ্যাটের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷
কী করে সেই ভিডিয়ো ভাইরাল হল তা নিয়ে কিছু জানা যায়নি। সূত্রের খবর, ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি ৷ যদিও এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে বিজেপি। প্রসঙ্গত, 3 অগস্ট নতুন মণ্ডল কমিটি গঠন করেছেন বিজেপি জেলা সভাপতি তাপস মিশ্র। তাতে জেলা কমিটিতে 28 জন মণ্ডল সভাপতি রয়েছেন। যার মধ্যে পশ্চিম মণ্ডলের দায়িত্ব পেয়েছেন এই রঞ্জন ঘোষ নামে বিজেপির কার্যকর্তা। এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
আরও পড়ুন: বেগুসরাইতে যুবতীকে নগ্ন করে মারধর, নীতীশের পদত্যাগের দাবিতে সরব বিজেপি
তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, "বিজেপি একদিকে ভারতমাতার নামে স্লোগান দিচ্ছে অপরদিকে নিজেদের নগ্নরূপ প্রকাশ করছে। আমরা এর আগেও দেখেছি ত্রিপুরার এমএলএ কীভাবে পার্লামেন্টে বসে আপত্তিকর ভিডিয়ো দেখছিলেন ৷" এছাড়াও তিনি অভিযোগ করেন, "বিভিন্ন নেতা-নেত্রীর নোংরা, আপত্তিকর ভিডিয়ো বিভিন্ন সময় সোশাল মিডিয়ায়, নিউজ চ্যানেল দেখেছি আমরা। বিজেপি জাতপাতের নামে, এই নোংরা রাজনীতি করছে। আমরা এই ঘটনা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।"
বিজেপি রাজ্য সহসভাপতি সমিত কুমার দাস বলেন, "বর্তমানে ডিজিটাল যুগে এধরনের বিভিন্ন সাইবার অভিযোগ আসছে। যেখানে একটি হোয়াটসঅ্যাপ কল করলে আর তা ধরলেও অশ্লীল ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং তারপরেই তাদের টাকা চাওয়া হচ্ছে। আমার মনে হয়, এই ভিডিয়োটি এরকম ধরনেরই । এবিষয়ে সাইবার ক্রাইমে অভিযোগ জানানো উচিত।" তবে এক্ষেত্রে ওই মণ্ডল সভাপতি কেন আপত্তিজনক আকার ইঙ্গিত করেছেন সেবিষয়ে তিনি বলেন, "এটা ঠিক আমার জানা নেই, খোঁজ খবর নিয়ে দেখব।" ঘটনায় পশ্চিম মণ্ডল সভাপতি রঞ্জন ঘোষকে ফোনে জিজ্ঞেস করা হলে জানান, তিনি খড়গপুরে মিটিংয়ে রয়েছেন ৷ কিছুই বলতে পারবেন না। তবে এটা ফেক ভিডিয়ো।"
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে ভিডিয়ো কলে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখে হাতুড়ি মেরে খুন, স্বীকারোক্তি স্বামী