ETV Bharat / state

Amrit Vatika Soil Collection: অমৃত বাটিকা ভরাতে শহিদ ক্ষুদিরামের জন্মভিটে থেকে মাটি সংগ্রহ - অমৃত ভাটিকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে নয়াদিল্লিতে অমৃত বাটিকা তৈরির জন্য বিপ্লবীদের জন্মস্থান থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে ৷ মঙ্গলবার শহিদ ক্ষুদিরামের জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের মোহবনী থেকে মাটি সংগ্রহ করা হল ৷

Etv Bharat
অমৃত বাটিকার জন্য ক্ষুদিরামের জন্মভিটে থেকে মাটি সংগ্রহ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 7:19 PM IST

অমৃত ভাটিকার জন্য ক্ষুদিরামের জন্মভিটে থেকে মাটি সংগ্রহ

কেশপুর, 26 সেপ্টেম্বর: শহিদ সাহসী হৃদয়কে সম্মান জানাতে দেশব্যাপী 'মেরি মাটি মেরা দেশ' ক্যাম্পেইন শুরু হয় গত 9 অগস্ট । যা চলবে আগামী 30 অক্টোবর পর্যন্ত । তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে কেশপুরের মোহবনী থেকে মাটি সংগ্রহ করা হল । মূলত অমৃত বাটিকার জন্যই এই মাটি সংগ্রহ ।

আগামী নভেম্বর মাসে অমৃত বাটিকা নির্মাণ হতে চলেছে নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে । অমৃত বাটিকা হল একটি বাগানস্বরূপ ৷ যেখানে দেশের জন্য শহিদ হওয়া বীর বিপ্লবীদের জন্মস্থান থেকে মাটি এনে রাখা হবে ৷ তাঁদের সম্মান জানাতেই ভারতের 75-তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্র সরকার এই উদ্যোগ নেয় ৷ আর এখন চলছে সেই অমৃত বাটিকার জন্য বিভিন্ন জেলা ও রাজ্যভিত্তিক মাটি সংগ্রহ । শহিদের জন্মভিটে থেকেই এই মাটি সংগ্রহ কাজ চলছে ৷ এখন মেদিনীপুরে মাটি সংগ্রহের দায়িত্ব পেয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনির নোট মুদ্রণ কেন্দ্র বিআরবিএনএমপিএলের (BRBNMPL) সিআইএসএফ (CISF)।

মঙ্গলবার তাঁরা মেদিনীপুরের কেশপুরের মোহবনীর ক্ষুদিরামের জন্মভিটেতে এই অনুষ্ঠানের সূচনা করেন । এখানে বাংলার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মভিটে রয়েছে ৷ সেই জন্মভিটেতেই উপস্থিত হয়ে সম্মিলিত ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীদের নিয়ে তাঁরা মাটি সংগ্রহ করেন । সংগ্রহ করা এই পবিত্র মাটি সংরক্ষিত থাকবে একটি কলসীতে ৷ যার নাম দেওয়া হয়েছে 'অমৃত কলস' ৷ এরপর আগামী 1 থেকে 10 অক্টোবরের মধ্যে সেই মাটি তাঁরা জমা দেবেন কলকাতায় । পরবর্তীকালে বিভিন্ন জেলা ও রাজ্য থেকে সংগ্রহ করা মাটি একসঙ্গে নিয়ে যাওয়া হবে দিল্লিতে । আর সেই দিল্লিতে অমৃত বাটিকার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মূলত দেশের বিপ্লবীদের সম্মান এবং শ্রদ্ধা জানানোই এর উদ্দেশ্য । এদিন পশ্চিম মেদিনীপুরে এই মাটি সংগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন শালবনির নোট মুদ্রণ কেন্দ্র BRBNMPL এর CISF কমান্ড্যান্ট চঞ্চল সরকার, ফায়ারের ইনচার্জ তরুণ দত্ত, বাসুদেব মাজি এবং CISF-এর 15 জন জওয়ান ।

CISF কমান্ড্যান্ট চঞ্চল সরকার এদিন মাটি সংগ্রহ করতে এসে বলেন, "যে দেশের আজাদি অমৃত মহোৎসব চলছে তারই এটি একটি অঙ্গ । মূলত দিল্লিতে একটি অমৃত বাটিকা নির্মাণ করা হবে । আর তার জন্য এই বিভিন্ন গ্রাম এবং ঘর থেকে এই মাটি সংগ্রহ করা হচ্ছে । বাংলা এবং বিপ্লবী এই মেদিনীপুর জেলার ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে আমরা এই মাটি সংগ্রহ করব । তারপর আমরা নিয়ে আমাদের হেডকোয়ার্টারে যাব ৷ সেখান থেকে হেডকোয়ার্টার থেকে পরবর্তীকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে এই বিপ্লবীদের জন্মভিটের মাটি ।"

মূলত দেশের 7 হাজার 500টি জায়গা থেকে এই মাটি যাবে দিল্লিতে । এই অমৃত বাটিকার উদ্দেশ্যে হল এক ভারত ও শ্রেষ্ঠ ভারত নির্মাণ ।

আরও পড়ুন : স্বাধীনতা দিবসে উত্তরবঙ্গ-সিকিমে 'অমৃত সরোবর' তৈরি করে নজির ভারতীয় সেনার

অমৃত ভাটিকার জন্য ক্ষুদিরামের জন্মভিটে থেকে মাটি সংগ্রহ

কেশপুর, 26 সেপ্টেম্বর: শহিদ সাহসী হৃদয়কে সম্মান জানাতে দেশব্যাপী 'মেরি মাটি মেরা দেশ' ক্যাম্পেইন শুরু হয় গত 9 অগস্ট । যা চলবে আগামী 30 অক্টোবর পর্যন্ত । তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে কেশপুরের মোহবনী থেকে মাটি সংগ্রহ করা হল । মূলত অমৃত বাটিকার জন্যই এই মাটি সংগ্রহ ।

আগামী নভেম্বর মাসে অমৃত বাটিকা নির্মাণ হতে চলেছে নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে । অমৃত বাটিকা হল একটি বাগানস্বরূপ ৷ যেখানে দেশের জন্য শহিদ হওয়া বীর বিপ্লবীদের জন্মস্থান থেকে মাটি এনে রাখা হবে ৷ তাঁদের সম্মান জানাতেই ভারতের 75-তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্র সরকার এই উদ্যোগ নেয় ৷ আর এখন চলছে সেই অমৃত বাটিকার জন্য বিভিন্ন জেলা ও রাজ্যভিত্তিক মাটি সংগ্রহ । শহিদের জন্মভিটে থেকেই এই মাটি সংগ্রহ কাজ চলছে ৷ এখন মেদিনীপুরে মাটি সংগ্রহের দায়িত্ব পেয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনির নোট মুদ্রণ কেন্দ্র বিআরবিএনএমপিএলের (BRBNMPL) সিআইএসএফ (CISF)।

মঙ্গলবার তাঁরা মেদিনীপুরের কেশপুরের মোহবনীর ক্ষুদিরামের জন্মভিটেতে এই অনুষ্ঠানের সূচনা করেন । এখানে বাংলার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মভিটে রয়েছে ৷ সেই জন্মভিটেতেই উপস্থিত হয়ে সম্মিলিত ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীদের নিয়ে তাঁরা মাটি সংগ্রহ করেন । সংগ্রহ করা এই পবিত্র মাটি সংরক্ষিত থাকবে একটি কলসীতে ৷ যার নাম দেওয়া হয়েছে 'অমৃত কলস' ৷ এরপর আগামী 1 থেকে 10 অক্টোবরের মধ্যে সেই মাটি তাঁরা জমা দেবেন কলকাতায় । পরবর্তীকালে বিভিন্ন জেলা ও রাজ্য থেকে সংগ্রহ করা মাটি একসঙ্গে নিয়ে যাওয়া হবে দিল্লিতে । আর সেই দিল্লিতে অমৃত বাটিকার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মূলত দেশের বিপ্লবীদের সম্মান এবং শ্রদ্ধা জানানোই এর উদ্দেশ্য । এদিন পশ্চিম মেদিনীপুরে এই মাটি সংগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন শালবনির নোট মুদ্রণ কেন্দ্র BRBNMPL এর CISF কমান্ড্যান্ট চঞ্চল সরকার, ফায়ারের ইনচার্জ তরুণ দত্ত, বাসুদেব মাজি এবং CISF-এর 15 জন জওয়ান ।

CISF কমান্ড্যান্ট চঞ্চল সরকার এদিন মাটি সংগ্রহ করতে এসে বলেন, "যে দেশের আজাদি অমৃত মহোৎসব চলছে তারই এটি একটি অঙ্গ । মূলত দিল্লিতে একটি অমৃত বাটিকা নির্মাণ করা হবে । আর তার জন্য এই বিভিন্ন গ্রাম এবং ঘর থেকে এই মাটি সংগ্রহ করা হচ্ছে । বাংলা এবং বিপ্লবী এই মেদিনীপুর জেলার ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে আমরা এই মাটি সংগ্রহ করব । তারপর আমরা নিয়ে আমাদের হেডকোয়ার্টারে যাব ৷ সেখান থেকে হেডকোয়ার্টার থেকে পরবর্তীকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে এই বিপ্লবীদের জন্মভিটের মাটি ।"

মূলত দেশের 7 হাজার 500টি জায়গা থেকে এই মাটি যাবে দিল্লিতে । এই অমৃত বাটিকার উদ্দেশ্যে হল এক ভারত ও শ্রেষ্ঠ ভারত নির্মাণ ।

আরও পড়ুন : স্বাধীনতা দিবসে উত্তরবঙ্গ-সিকিমে 'অমৃত সরোবর' তৈরি করে নজির ভারতীয় সেনার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.