ETV Bharat / state

দাঁতনে পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ

দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ দাঁতনে৷ গুরুতর জখম এক BJP কর্মী ৷

আক্রান্ত BJP কর্মী বাসুদেব মহাপাত্র
author img

By

Published : Jul 27, 2019, 1:13 PM IST

দাঁতন, 27 জুলাই: দাঁতনের কুঞ্জবাঘড়া গ্রামে দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ ৷ জখম এক BJP কর্মী ৷ নাম বাসুদেব মহাপাত্র ৷

গতকাল দাঁতনে ভারতী ঘোষের সভার পর থেকেই ঝামেলার সূত্রপাত ৷ এই সভার পরই সেখানে মিছিল বের করে তৃণমূল ৷ অভিযোগ, সেই মিছিল থেকেই ছেঁড়া হয় BJP-র পতাকা ৷ এই ঘটনার প্রতিবাদ করলে বাসুদেব মহাপাত্রসহ BJP কর্মীদের উপর প্রায় 10-15 জন তৃণমূল কর্মী লাঠি ও বাঁশ নিয়ে চড়াও হয় ৷ গুরুতর জখম হন বাসুদেব মহাপাত্র৷

আরও পড়ুন : রামনাম শুনলে পেত্নিও পালায় : রাহুল

জখম অবস্থায় ওই BJP কর্মীকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷

দাঁতন, 27 জুলাই: দাঁতনের কুঞ্জবাঘড়া গ্রামে দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ ৷ জখম এক BJP কর্মী ৷ নাম বাসুদেব মহাপাত্র ৷

গতকাল দাঁতনে ভারতী ঘোষের সভার পর থেকেই ঝামেলার সূত্রপাত ৷ এই সভার পরই সেখানে মিছিল বের করে তৃণমূল ৷ অভিযোগ, সেই মিছিল থেকেই ছেঁড়া হয় BJP-র পতাকা ৷ এই ঘটনার প্রতিবাদ করলে বাসুদেব মহাপাত্রসহ BJP কর্মীদের উপর প্রায় 10-15 জন তৃণমূল কর্মী লাঠি ও বাঁশ নিয়ে চড়াও হয় ৷ গুরুতর জখম হন বাসুদেব মহাপাত্র৷

আরও পড়ুন : রামনাম শুনলে পেত্নিও পালায় : রাহুল

জখম অবস্থায় ওই BJP কর্মীকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷

Intro:বিজেপি কর্মী আক্রান্ত Body:তৃণমূল-বিজেপি সংঘর্ষ অব্যাহত, দাঁতনে বিজেপির পতাকা ছেড়া কে কেন্দ্র করে বচসা ,এই ঘটনায় বিজেপির ওপর হামলা চালালো তৃণমূল , আহত হল এক বিজেপি কর্মী l এই ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে দাঁতন থানায় l

বিজেপির পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বচসা,দুই পক্ষের হাতাহাতিতে আহত এক বিজেপি কর্মী l আহতের নাম বাসুদেব মহাপাত্র ,ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার কুঞ্জবাঘড়া গ্রামে l আহত বিজেপি কর্মীর অভিযোগ গতকাল রাতে এলাকায় মিছিল করে তৃণমূল,সেই মিছিল থেকে বিজেপি কর্মীর পতাকা ছিঁড়ে ফেলা হয় l সেই সময় বিজেপি কর্মী বাসুদেব মহাপাত্র এই ঘটনার প্রতিবাদ জানালে প্রায় দশ-পনেরো জন তৃণমূল কর্মী লাঠি রড বাঁশ দিয়ে মারধর করে বিজেপি কর্মীদের l এই ঘটনায় গুরুতর আহত হয় বাসুদেব l বাকি আহতদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে l দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী l দাঁতন থানার পুলিশ তদন্ত শুরু করেছে l বলা যায় গতকাল ভারতী ঘোষের সভার পর থেকেই দাঁতনে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয় l এরপরই সন্ধেবেলায় এলাকায় মিছিল করে তৃণমূল l মিছিল থেকে বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ l Conclusion:বিজেপি কর্মী আক্রান্ত

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.