ETV Bharat / state

20 দিনের শিশুতে আবর্জনার স্তূপে ফেলে পালানোর চেষ্টা - আবর্জনার স্তুপে শিশু

আবর্জনার স্তূপে ছুড়ে ফেলার আগে শিশুটির গলা টিপে মারারও চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ।

Child recovered from Garbage
ছবি
author img

By

Published : Dec 28, 2020, 8:09 PM IST

Updated : Dec 28, 2020, 10:57 PM IST

ঘাটাল, 28 ডিসেম্বর : কুড়ি দিনের ছোট্টো শিশুকে ফেলে যাচ্ছিল ডাস্টবিনে । আর তাই দেখেই এক যুবক ও তাঁর বান্ধবীকে ধরে ফেলে এলাকাবাসী । ঘটনাটি ঘটেছে ঘাটালের বিবেকানন্দ মোড়ের কাছে ।

ঘড়ির কাঁটা তখন চারটে পেরিয়ে গেছে । দিনের আলো অনেকটাই কমে এসেছে । ঘাটালের বিবেকানন্দ মোড়ের কাছে রাস্তাটায় লোকজনও কম ছিল । হঠাৎ বিবেকানন্দ মোড়ের ধারে জঞ্জালের স্তূপে এক যুবক ও তাঁর বান্ধবী যেন কি একটা ছুড়ে ফেলে দিল !

দিনের আলো কমে এলেও ঘটনাটি চোখে পড়ে কয়েকজনের । দু'জনের আচরণ, হাঁটা-চলাও স্বাভাবিক লাগছিল না । সন্দেহ হয় । দু'জনকে দাঁড় করিয়ে প্রশ্ন করেন স্থানীয়রা । চেপে ধরতেই যেটা জানা গেল, তাতে যে কোনও শক্তপোক্ত হৃদয়ের মানুষেরও বুক কেঁপে উঠবে । মাত্র কুড়ি দিনের ছোট্টো শিশুকে রাস্তার পাশে আবর্জনার স্তূপে ফেলে পালাচ্ছিল তারা ।

কী বলছেন স্থানীয়রা ?

আরও পড়ুন : শীতের রাতে মাঠে পড়ে শিশু, কান্না শুনে উদ্ধার স্থানীয়দের

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আবর্জনার স্তূপে ছুড়ে ফেলার আগে শিশুটির গলা টিপে মারারও চেষ্টা করা হয়েছিল । জানা গেছে, ওই যুবক ও তার বান্ধবীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে । এই শিশুটিও তাদেরই । আর সেই কারণেই শিশুটিকে হত্যা করার চেষ্টা ।

এদিকে ঘটনার পর স্থানীয়রা খবর দেন পুলিশে । পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । ওই যুবক ও তার বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায় ।

ঘাটাল, 28 ডিসেম্বর : কুড়ি দিনের ছোট্টো শিশুকে ফেলে যাচ্ছিল ডাস্টবিনে । আর তাই দেখেই এক যুবক ও তাঁর বান্ধবীকে ধরে ফেলে এলাকাবাসী । ঘটনাটি ঘটেছে ঘাটালের বিবেকানন্দ মোড়ের কাছে ।

ঘড়ির কাঁটা তখন চারটে পেরিয়ে গেছে । দিনের আলো অনেকটাই কমে এসেছে । ঘাটালের বিবেকানন্দ মোড়ের কাছে রাস্তাটায় লোকজনও কম ছিল । হঠাৎ বিবেকানন্দ মোড়ের ধারে জঞ্জালের স্তূপে এক যুবক ও তাঁর বান্ধবী যেন কি একটা ছুড়ে ফেলে দিল !

দিনের আলো কমে এলেও ঘটনাটি চোখে পড়ে কয়েকজনের । দু'জনের আচরণ, হাঁটা-চলাও স্বাভাবিক লাগছিল না । সন্দেহ হয় । দু'জনকে দাঁড় করিয়ে প্রশ্ন করেন স্থানীয়রা । চেপে ধরতেই যেটা জানা গেল, তাতে যে কোনও শক্তপোক্ত হৃদয়ের মানুষেরও বুক কেঁপে উঠবে । মাত্র কুড়ি দিনের ছোট্টো শিশুকে রাস্তার পাশে আবর্জনার স্তূপে ফেলে পালাচ্ছিল তারা ।

কী বলছেন স্থানীয়রা ?

আরও পড়ুন : শীতের রাতে মাঠে পড়ে শিশু, কান্না শুনে উদ্ধার স্থানীয়দের

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আবর্জনার স্তূপে ছুড়ে ফেলার আগে শিশুটির গলা টিপে মারারও চেষ্টা করা হয়েছিল । জানা গেছে, ওই যুবক ও তার বান্ধবীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে । এই শিশুটিও তাদেরই । আর সেই কারণেই শিশুটিকে হত্যা করার চেষ্টা ।

এদিকে ঘটনার পর স্থানীয়রা খবর দেন পুলিশে । পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । ওই যুবক ও তার বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায় ।

Last Updated : Dec 28, 2020, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.