মেদিনীপুর, 17 মার্চ: ন্যূনতম 21 হাজার টাকা বেতনসহ নয় দফা দাবিতে স্থানীয় বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখালেন মেদিনীপুর শহরের অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা। তাঁদের হুঁশিয়ারি, আমরা শহর আলোকিত করি৷ দাবি না মিটলে দু'মিনিটে অন্ধকার করে দেব। দাবি মেটানোর জন্য পয়তাল্লিশ দিনের সময়সীমাও দিয়েছেন তাঁরা।
মেদিনীপুর থানার অন্তর্গত শেখপুরা জোনাল বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি আজ স্মারকলিপিও তুলে দেন দপ্তরের আধিকারিকদের হাতে।