দাসপুর, 22শে এপ্রিল : খালের মধ্যে ভাসছে একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ । দেহ উদ্ধার করে পুলিশে খবর দেন এলাকাবাসীরা । ঘটনার তদন্তে এলাকায় উপস্থিত হয় পুলিশ ।
বৃহস্পতিবার সাত সকালেই দাসপুর থানার চন্দ্রেশ্বর খাল থেকে উদ্ধার হয় সদ্যোজাত শিশুর মৃতদেহ । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় চাঞ্চল্য । চন্দ্রেশ্বর খালে এই সদ্যোজাত শিশুর মৃতদেহ ভাসতে দেখা যায় । সকালে মহিলারা খালে স্নান করতে গিয়ে ওই শিশুটির দেহ দেখতে পান । তাঁরাই পুলিশকে খবর দেন । । খালের জলে কে বা কারা সদ্যজাত শিশুটিকে ফেলে গেছে তা নিয়ে ধন্দ্বে স্থানীয়রা । এলাকাবাসীদের অনুমান, কোনও অবৈধ সন্তানকে রাতের অন্ধকারে খালের জলে ফেলে দেওয়া হয়েছে ।
আরও পড়ুন : পাঁচদিন পর নির্মীয়মাণ আবাসন থেকে মিলল নাবালকের মৃতদেহ
ঘটনা খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ । প্রসঙ্গত এই ঘটনা নতুন নয় এর আগেও বহুবার একই ঘটনা ঘটেছে দাসপুর এলাকায় । কখনও জমির ধারে কখনও খালের ধারে বা কখনো জলের মধ্যে উদ্ধার হয়েছে সদ্যোজাত শিশুদের দেহ । পুলিশ প্রশাসনের কাছে এলাকার মানুষের দাবি তদন্ত করে এই ধরনের কুকাজকে বন্ধ করতে হবে ৷