ETV Bharat / state

রক্ত দিলেই বনভোজনের সুযোগ গনগনিতে - রক্তদান শিবির

রক্তদান শিবিরের সঙ্গে বনভোজনের আয়োজন । যেখানে রক্ত দিয়ে বনভোজনে অংশ নিতে পারবেন রক্তদাতারা । সারা বছরের রক্তের সংকট কাটাতে, রক্তদানে সচেতনতা বাড়াতে এবং থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতেই মূলত এই রক্তদান শিবিরের উদ্যোগ গড়বেতার শ্যামাসেবা আয়তনের সদস্যদের ।

Blood Donation Camp
রক্ত দিয়ে বনভোজনের সুযোগ
author img

By

Published : Dec 23, 2019, 10:27 PM IST

গড়বেতা, 23 ডিসেম্বর : গনগনিতে রক্তদান করলেই বনভোজনের সুযোগ । রক্তদানে সচেতনতা বাড়াতে এই বিশেষ উদ্যোগ গড়বেতার শ্যামাসেবা আয়তনের সদস্যদের ।

গনগনির বনভোজনে স্বেচ্ছায় রক্তদান । রক্তদান শিবিরের সঙ্গে বনভোজনের আয়োজনও করেছে শ্যামাসেবা আয়তন । যেখানে রক্ত দিয়ে বনভোজনে অংশ নিতে পারবেন রক্তদাতারা । সারা বছরের রক্তের সংকট কাটাতে, রক্তদানে সচেতনতা বাড়াতে এবং থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতেই মূলত এই রক্তদান শিবিরের আয়োজন ।

দেখুন ভিডিয়ো...

কলকাতা, হুগলি, বিষ্ণুপুর, মেদিনীপুর থেকে গনগনিতে বনভোজন করতে আসা অনেকেই এই শিবিরে রক্ত দিয়েছেন । গতকাল রক্ত দিয়েছেন মোট 45 জন । এই নিয়ে পাঁচ বছরে পড়ল শ্যামাসেবা আয়তনের রক্তদান শিবির । শিবিরের উদ্যোক্তা সুনীল পাড়ুই বলেন, "আমরা থ্যালাসেমিয়া দূর করার জন্যই রক্তদান শিবিরের সূচনা করেছিলাম । পরবর্তীকালে দেখলাম এই রক্ত বহু মানুষের কাজে লাগে । এই সময় দূর-দূরান্তের বহু মানুষ পিকনিক করতে এখানে আসেন । ফলে রক্ত পেতে সুবিধা হয় এবং তারাও উৎসাহের সঙ্গে রক্ত দান করেন ।" হুগলির ব্যান্ডেল থেকে আসা প্রসেনজিৎ চ্যাটার্জি নামে এক পর্যটক বলেন, "বেশ ভালো লাগছে, দূর থেকে এসেছি বনভোজন করতে । কিন্তু এই ধরনের একটি কাজ করতে পেরে, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে আমরাও খুশি । আমরা চাই আগামী দিনে এই ধরনের উদ্যোগ আরও বেশি করে নেওয়া হোক ।" গড়বেতা ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বনাথ ধীবর বলেন, "বনভোজনের সঙ্গে রক্তদানের অনুষ্ঠান চলছে, এটি অভিনব উদ্যোগ ।"

গড়বেতা, 23 ডিসেম্বর : গনগনিতে রক্তদান করলেই বনভোজনের সুযোগ । রক্তদানে সচেতনতা বাড়াতে এই বিশেষ উদ্যোগ গড়বেতার শ্যামাসেবা আয়তনের সদস্যদের ।

গনগনির বনভোজনে স্বেচ্ছায় রক্তদান । রক্তদান শিবিরের সঙ্গে বনভোজনের আয়োজনও করেছে শ্যামাসেবা আয়তন । যেখানে রক্ত দিয়ে বনভোজনে অংশ নিতে পারবেন রক্তদাতারা । সারা বছরের রক্তের সংকট কাটাতে, রক্তদানে সচেতনতা বাড়াতে এবং থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতেই মূলত এই রক্তদান শিবিরের আয়োজন ।

দেখুন ভিডিয়ো...

কলকাতা, হুগলি, বিষ্ণুপুর, মেদিনীপুর থেকে গনগনিতে বনভোজন করতে আসা অনেকেই এই শিবিরে রক্ত দিয়েছেন । গতকাল রক্ত দিয়েছেন মোট 45 জন । এই নিয়ে পাঁচ বছরে পড়ল শ্যামাসেবা আয়তনের রক্তদান শিবির । শিবিরের উদ্যোক্তা সুনীল পাড়ুই বলেন, "আমরা থ্যালাসেমিয়া দূর করার জন্যই রক্তদান শিবিরের সূচনা করেছিলাম । পরবর্তীকালে দেখলাম এই রক্ত বহু মানুষের কাজে লাগে । এই সময় দূর-দূরান্তের বহু মানুষ পিকনিক করতে এখানে আসেন । ফলে রক্ত পেতে সুবিধা হয় এবং তারাও উৎসাহের সঙ্গে রক্ত দান করেন ।" হুগলির ব্যান্ডেল থেকে আসা প্রসেনজিৎ চ্যাটার্জি নামে এক পর্যটক বলেন, "বেশ ভালো লাগছে, দূর থেকে এসেছি বনভোজন করতে । কিন্তু এই ধরনের একটি কাজ করতে পেরে, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে আমরাও খুশি । আমরা চাই আগামী দিনে এই ধরনের উদ্যোগ আরও বেশি করে নেওয়া হোক ।" গড়বেতা ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বনাথ ধীবর বলেন, "বনভোজনের সঙ্গে রক্তদানের অনুষ্ঠান চলছে, এটি অভিনব উদ্যোগ ।"

Intro:গনগনি তে রক্তদান করুন ,বনভোজনের সুযোগ নিন !
রক্তদানের সচেতনতা বাড়াতে উদ্যোগী গড়বেতার শ্যামাসেবা আয়তনের সদস্যরা l Body:গনগনি তে রক্তদান করুন ,বনভোজনের সুযোগ নিন !
রক্তদানের সচেতনতা বাড়াতে উদ্যোগী গড়বেতার শ্যামাসেবা আয়তনের সদস্যরা l

রক্তদান করুন , বনভোজনের সুযোগ নিন !
রক্তদানের সচেতনতা বাড়াতে গড়বেতার গনগনি তে l শ্যামাসেবা আয়তনের সদস্যদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন গড়বেতা ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বনাথ ধীবর সহ গড়বেতার বিশিষ্ট মানুষজন l
সারা বছর রক্তের সংকট থাকে রক্তদানে সচেতনতা বাড়াতে বনভোজনের সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন l গত কাল 45 জন রক্ত দিয়েছে l সারাবাংলা কে থ্যালাসেমিয়া রোগন্মুক্ত করতেই এই রক্তদান শিবির এর আয়োজন l এখানে অনেকেই পিকনিক করতে আসে তারাও এই শিবিরে রক্ত দেয় l বিশেষ করে কলকাতা, হুগলি, বিষ্ণুপুর, মেদিনীপুর থেকে অনেকেই পিকনিক করতে এসে এখানে রক্ত দিয়েছে l এই নিয়ে পাঁচ বছরে পড়লো বনভোজনে রক্তদান শিবির l

শ্যামা সেবায়তন এর উদ্যোক্তা সুনীল পাড়ুই জানান আমরা থ্যালাসেমিয়া দূর করার জন্যই রক্তদানের সূচনা করেছিলাম l পরবর্তীকালে দেখলাম এই রক্ত মানুষের বহু কাজে লাগে ,বিশেষ করে রক্ত কোন কৃত্রিমভাবে তৈরি করা যায় না রক্ত ,কেবলমাত্র পাওয়া যায় মানুষের শরীর থেকে l তাই আমরা রক্তদানের আয়োজন করার অভিনব প্রচেষ্টা নিয়েছি কেননা l এই মরশুমে রক্তের সংকট দেখা দেয় l এই সময় যেহেতু দূর-দূরান্তের বহু পর্যটক মানুষ পিকনিক করতে এখানে আসেন এই খানে ফলে রক্ত পেতে সুবিধা হয় এবং তারাও উৎসাহের সাথে রক্ত দান করেন l প্রদীপ লোধা নামে এক উদ্যোক্তা জানান মধ্যম পান্ডব দ্বারা পুরাকালে বক রাক্ষসের এখানে নিধন হয়েছিল l আমরা বর্তমানে থ্যালাসেমিয়া নামক রাক্ষস নিধন করার উদ্দেশ্যেই এই রক্তদান শিবির চালিয়ে যাচ্ছি l বেসরকারি সংস্থায় কর্মরত হুগলির ব্যান্ডেল এর যুবক প্রসেনজিৎ চ্যাটার্জী নামে এক পর্যটক জানান আমাদের বেশ ভালো লাগছে, দূর থেকে এসেছি বনভোজনের জন্য কিন্তু এই ধরনের একটি দায়িত্ব সম্পূর্ণ কাজ করতে পেরে ,একটি মুমূর্ষু রোগীকে বাঁচাতে আমাদের রক্ত দিতে পেরে আমরাও খুশি l আমরা চাই বা আগামী দিনে এই ভাবেই এই ধরনের কর্মসূচি সব জায়গায় যেন নেওয়া হয় l এখানে আমরা পিকনিক করতে এসেছিলাম, এসে দেখছি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে ,আমিও রক্ত দিলাম l যুব সমাজের কাছে অনুরোধ করবো সবাই যেন মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে এগিয়ে এসে রক্ত দেয় l গড়বেতা ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বনাথ ধীবর জানান বনভোজনের সঙ্গে রক্তদানের অনুষ্ঠান চলছে ,এটি অভিনব উদ্যোগ l Conclusion:গনগনি তে রক্তদান করুন ,বনভোজনের সুযোগ নিন !
রক্তদানের সচেতনতা বাড়াতে উদ্যোগী গড়বেতার শ্যামাসেবা আয়তনের সদস্যরা l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.