গড়বেতা, 23 ডিসেম্বর : গনগনিতে রক্তদান করলেই বনভোজনের সুযোগ । রক্তদানে সচেতনতা বাড়াতে এই বিশেষ উদ্যোগ গড়বেতার শ্যামাসেবা আয়তনের সদস্যদের ।
গনগনির বনভোজনে স্বেচ্ছায় রক্তদান । রক্তদান শিবিরের সঙ্গে বনভোজনের আয়োজনও করেছে শ্যামাসেবা আয়তন । যেখানে রক্ত দিয়ে বনভোজনে অংশ নিতে পারবেন রক্তদাতারা । সারা বছরের রক্তের সংকট কাটাতে, রক্তদানে সচেতনতা বাড়াতে এবং থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতেই মূলত এই রক্তদান শিবিরের আয়োজন ।
কলকাতা, হুগলি, বিষ্ণুপুর, মেদিনীপুর থেকে গনগনিতে বনভোজন করতে আসা অনেকেই এই শিবিরে রক্ত দিয়েছেন । গতকাল রক্ত দিয়েছেন মোট 45 জন । এই নিয়ে পাঁচ বছরে পড়ল শ্যামাসেবা আয়তনের রক্তদান শিবির । শিবিরের উদ্যোক্তা সুনীল পাড়ুই বলেন, "আমরা থ্যালাসেমিয়া দূর করার জন্যই রক্তদান শিবিরের সূচনা করেছিলাম । পরবর্তীকালে দেখলাম এই রক্ত বহু মানুষের কাজে লাগে । এই সময় দূর-দূরান্তের বহু মানুষ পিকনিক করতে এখানে আসেন । ফলে রক্ত পেতে সুবিধা হয় এবং তারাও উৎসাহের সঙ্গে রক্ত দান করেন ।" হুগলির ব্যান্ডেল থেকে আসা প্রসেনজিৎ চ্যাটার্জি নামে এক পর্যটক বলেন, "বেশ ভালো লাগছে, দূর থেকে এসেছি বনভোজন করতে । কিন্তু এই ধরনের একটি কাজ করতে পেরে, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে আমরাও খুশি । আমরা চাই আগামী দিনে এই ধরনের উদ্যোগ আরও বেশি করে নেওয়া হোক ।" গড়বেতা ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বনাথ ধীবর বলেন, "বনভোজনের সঙ্গে রক্তদানের অনুষ্ঠান চলছে, এটি অভিনব উদ্যোগ ।"