মেদিনীপুর, 5 মে : মমতা ব্যানার্জির সামনে জয়শ্রীরাম স্লোগান দেওয়ার অপরাধে তিন BJP কর্মীকে আটক করল পুলিশ । এক BJP কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা ।
গতকাল মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল চন্দ্রকোনায় । রাধাবল্লভপুরের কাছে তাঁর কনভয় পৌঁছালে বেশ কয়েকজন গ্রামবাসী "জয়শ্রীরাম" স্লোগান দিয়ে ওঠেন । ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন । কয়েকজনকে পালাতে দেখে তিনি প্রশ্ন করেন, "পালাচ্ছিস কেন ?" কেউ কোনও উত্তর দেননি । কিছুক্ষণ পর গাড়িতে উঠে বেরিয়ে যান মমতা ।
এরপরই ময়দানে নামে পুলিশ । রাধাবল্লভপুরের তিন সক্রিয় BJP কর্মীকে আটক করা হয় । নাম সায়ন মিদ্দা, বুদ্ধদেব দলুই ও সীতারাম মিদ্দা । সীতারাম দক্ষিণ মণ্ডল যুব মোর্চার সভাপতি । অভিযোগ, তাঁরা নাকি জয়শ্রীরাম স্লোগান দিয়েছিলেন ।
এই সংক্রান্ত আরও খবর : জয়শ্রীরাম ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে গেলেন মমতা
আসরে নামে তৃণমূল কর্মীরাও । হামলা চালানো হয় জয় পণ্ডার বাড়িতে । জয় BJP-র সক্রিয় কর্মী । তাঁর বাড়ি রাধাবল্লভপুর তৃণমূল কার্যালয়ের অনতিদূরে । বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে দেওয়া হয় । সেসময় জয়ের মা সুষমা পণ্ডা একাই ছিলেন । তাঁকে হুমকি দেয় তৃণমূল কর্মীরা । সুষমা বলেন, "বাড়িতে এসে ভাঙচুর করল । BJP করে বলে ওকে টার্গেট করেছে । আমাকে বলল, বাড়ি-ঘর ভেঙে দেব । ছেলেকে কবর দিয়ে দেব । মেরে লাশ ফেলে দেব । পুলিশ পাশেই ছিল । কেউ এল না ।"