সবং, 20 সেপ্টেম্বর : সবংয়ে বোমা ফেটে মৃত্যু হল এক BJP কর্মীর । ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দুবরাজপুর এলাকার । মৃত যুবকের নাম দীপক মণ্ডল (32) । BJP-এর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমা ফেলে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ ।
জানা গিয়েছে, মৃত BJP কর্মীর বাড়ি পূর্ব মেদিনীপুরের খিদিরপুর এলাকায় । পুলিশ সূত্রের খবর, এলাকায় একটি খেলা হয়েছিল দুদিন ধরে । সেখানেই দু'পক্ষের মধ্যে বচসা বাধে । সেইসময় বোমা ফাটে। ঘটনাস্থানেই মৃত্যু হয় দীপকের ।
যদিও এই ঘটনায় সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন BJP কর্মীরা । BJP নেতা নবারুণ নায়েক বলেন, "সবং এবং ময়না সীমানায় খেলাধুলো বা যাই কিছুই হোক দুই এলাকার কর্মীদের যোগাযোগ রয়েছে । তাই বাগচা অঞ্চল থেকে খেলা দেখতে এসেছিল বেশ কিছু সমর্থক । ফেরার পথেই তৃণমূলের লোকজন ওকে ঘিরে বোমা মারে । আমরা সবং থানায় এসেছি । পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করুক এটাই আমাদের দাবি। এটা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব । "
অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বক্তব্য, দীপকই বোমা নিয়ে এসেছিল । তা ফেটেই তাঁর মৃত্যু হয় । তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, "এটা সম্পূর্ণ BJP-এর পূর্ব মেদিনীপুর জেলার ব্যাপার । সবংয়ের কেউ এই ঘটনায় জড়িত নয় । BJP ইচ্ছাকৃত বিষয়টিকে সবংয়ে নিয়ে আসছে । আর ওই ছেলেটির উপর বোমা মারা হয়নি । ও নিজে বোমা মারতে গিয়েছিল । তাতেই এই ঘটনা ঘটেছে । কিছুদিন আগে ওখানে সমস্ত কর্মীরা BJP ছেড়ে তৃণমূলে যোগদান করেন । এই রাগ BJP সামলাতে পারেনি তাই নিজেরাই বোমা মারামারি করে মারা গেছে । এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয় । "
অপরদিকে মৃতদেহ উদ্ধার করে সবং হাসপাতালে নিয়ে আসা হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ।