ETV Bharat / state

Panchayat Election 2023: নির্ঘণ্ট প্রকাশের আগেই বিধায়কের নেতৃত্বে দেওয়াল দখল বিজেপির

বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে দেওয়াল লিখন শুরু করে দিল ঘাটাল বিজেপি নেতৃত্ব ৷ বা বলা চলে দেওয়াল দখল শুরু করেছে বিজেপি ৷ প্রার্থীর নাম ব্যতি রেখেই চলছে লিখনের কাজ ৷

Panchayat Election 2023 ETV BHARAT
Panchayat Election 2023 ETV BHARAT
author img

By

Published : Apr 12, 2023, 6:17 PM IST

ঘাটালে বিধায়কের নেতৃত্বে দেওয়াল দখল বিজেপির

ঘাটাল, 12 এপ্রিল: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি ৷ তাঁর আগেই দেওয়াল দখলে নেমে পড়ল বিজেপি ৷ নির্বাচনের প্রচারে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই চলছে দেওয়াল দখলের কাজ ৷ অপরদিকে দিদির সুরক্ষা কবচ বা দিদির দূত হয়ে বাড়ি বাড়ি জনসংযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছে শাসকদল তৃণমূল ৷ এককথায় নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার তুঙ্গে ৷

ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট ৷ তিনি নিজের উদ্যোগে বিজেপির কর্মীদের নিয়ে দেওয়াল দখল শুরু করলেন ৷ রঙ-তুলি হাতে নিয়ে দেওয়াল লিখতে ব্যস্ত হলেন ঘাটালের এই বিজেপি বিধায়ক ৷ তাঁর দাবি, উন্নয়নের কাজ আটকে আছে ৷ তাই দ্রুত নির্বাচন ঘোষণা হওয়া প্রয়োজন ৷ নতুন করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ গঠন হলে আবার উন্নয়নের কাজ শুরু হবে ৷ তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত দাবি করে শীতল কপাট বলেন, "তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ ৷ তারা বিজেপিকে চাইছে ৷ আর মানুষের দাবি মতো আমরা আসন্ন পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করে দিয়েছি দেওয়াল লেখার মাধ্যমে ৷ প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই চলছে দেওয়াল লিখন ৷"

ঘাটালের সিপিআইএম নেতা অশোক সাঁতরার দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বড় সভা বা মিছিল তাঁরা করবেন না ৷ কারণ, তাঁদের কর্মীরা সারাবছর মানুষের পাশে থাকেন ৷ সেই কারণে প্রতিটি ভোটারের কাছে পৌঁছে যাচ্ছে সিপিআইএম কর্মীরা ৷ মানুষের কাছে গিয়ে নিজেদের কাজের কথা তুলে ধরা হচ্ছে বলে জানান তিনি ৷ ভোটের মুখে প্রচারে চমকে বিশ্বাসী নয় বামেরা ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগেই প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূলের মহিলা ব্রিগেড

অপরদিকে শাসকদল তৃণমূলের ঘাটাল সংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইতের জানান, রাজ্য সরকারের জনমুখী প্রকল্প যেমন দুয়ারে সরকার, দিদির দূত এই কর্মসূচিগুলির উপর নির্ভর করেই পঞ্চায়েত নির্বাচনে লড়বে শাসকদল ৷ তার দাবি জনমুখী প্রকল্পের জন্য প্রত্যেকটি মানুষের মনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূলকেই ভোট দেবে ৷

ঘাটালে বিধায়কের নেতৃত্বে দেওয়াল দখল বিজেপির

ঘাটাল, 12 এপ্রিল: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি ৷ তাঁর আগেই দেওয়াল দখলে নেমে পড়ল বিজেপি ৷ নির্বাচনের প্রচারে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই চলছে দেওয়াল দখলের কাজ ৷ অপরদিকে দিদির সুরক্ষা কবচ বা দিদির দূত হয়ে বাড়ি বাড়ি জনসংযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছে শাসকদল তৃণমূল ৷ এককথায় নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার তুঙ্গে ৷

ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট ৷ তিনি নিজের উদ্যোগে বিজেপির কর্মীদের নিয়ে দেওয়াল দখল শুরু করলেন ৷ রঙ-তুলি হাতে নিয়ে দেওয়াল লিখতে ব্যস্ত হলেন ঘাটালের এই বিজেপি বিধায়ক ৷ তাঁর দাবি, উন্নয়নের কাজ আটকে আছে ৷ তাই দ্রুত নির্বাচন ঘোষণা হওয়া প্রয়োজন ৷ নতুন করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ গঠন হলে আবার উন্নয়নের কাজ শুরু হবে ৷ তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত দাবি করে শীতল কপাট বলেন, "তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ ৷ তারা বিজেপিকে চাইছে ৷ আর মানুষের দাবি মতো আমরা আসন্ন পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করে দিয়েছি দেওয়াল লেখার মাধ্যমে ৷ প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই চলছে দেওয়াল লিখন ৷"

ঘাটালের সিপিআইএম নেতা অশোক সাঁতরার দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বড় সভা বা মিছিল তাঁরা করবেন না ৷ কারণ, তাঁদের কর্মীরা সারাবছর মানুষের পাশে থাকেন ৷ সেই কারণে প্রতিটি ভোটারের কাছে পৌঁছে যাচ্ছে সিপিআইএম কর্মীরা ৷ মানুষের কাছে গিয়ে নিজেদের কাজের কথা তুলে ধরা হচ্ছে বলে জানান তিনি ৷ ভোটের মুখে প্রচারে চমকে বিশ্বাসী নয় বামেরা ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগেই প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূলের মহিলা ব্রিগেড

অপরদিকে শাসকদল তৃণমূলের ঘাটাল সংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইতের জানান, রাজ্য সরকারের জনমুখী প্রকল্প যেমন দুয়ারে সরকার, দিদির দূত এই কর্মসূচিগুলির উপর নির্ভর করেই পঞ্চায়েত নির্বাচনে লড়বে শাসকদল ৷ তার দাবি জনমুখী প্রকল্পের জন্য প্রত্যেকটি মানুষের মনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূলকেই ভোট দেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.