ETV Bharat / state

এতদিন পুলিশ তোলাবাজি করেছে, এবার উলটো করতে হবে : দিলীপ - bharati

আনন্দপুরের সভা থেকে মমতাকে আক্রমণ BJP নেতাদের । কাটমানি থেকে পুলিশের তোলাবাজি, তুলে ধরলেন একাধিক ইশু ।

সভায় দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 29, 2019, 7:41 PM IST

Updated : Jun 29, 2019, 10:09 PM IST

আনন্দপুর, 29 জুন : এতদিন পুলিশ তোলাবাজি করেছে । এবার তোলাবাজি করতে হবে পুলিশের কাছ থেকে । দলীয় কর্মীদের উদ্দেশে বললেন দিলীপ ঘোষ ।

bjp
সভায় BJP নেতা সায়ন্তন বসু

আজ কেশপুরের আনন্দপুরে সভা করে BJP । উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, ভারতী ঘোষ । প্রথমে বক্তব্য রাখতে ওঠেন সায়ন্তন বসু । তিনি জয়শ্রীরাম প্রসঙ্গ তুলে মমতাকে আক্রমণ করেন । বলেন, "শনিবারের বারবেলায় ভূত-পেত্নিরা ঘুমোচ্ছে । এমন স্লোগান দিন যাতে টের পায় । বলুন, জয়শ্রীরাম ।" প্রসঙ্গত, জয়শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি । চন্দ্রকোনা, জগদ্দল সহ একাধিক জায়গায় মমতা ব্যানার্জির সামনে এই স্লোগান দেওয়া হয় । মমতার দাবি ছিল, 'এটা ধর্মীয় স্লোগান ।' তাই, তিনি ক্ষুব্ধ হন । বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করান । এই ইশু কাজে লাগায় BJP-ও । জয়শ্রীরাম লেখা পোস্ট কার্ড পাঠানো হয় মমতার বাড়িতে ।

এদিকে, আজকের সভায় ওঠে কাটমানি প্রসঙ্গও । সম্প্রতি দলীয় কর্মশালায় মমতা বলেছিলেন, "কাটমানি খেলে কাউকে রেয়াত করা হবে না । গ্রেপ্তার করা হবে ।" এমনকী, টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছিলেন । তৃণমূল নেতারা কাটমানি খেয়েছেন এই অভিযোগ তুলে এরপর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে । এ প্রসঙ্গে আজ ভারতী ঘোষ বলেন, "দিদি বিশ্বের প্রথম নেত্রী যিনি স্বীকার করেছেন তাঁর দলের লোকজন ঘুষ নিয়েছেন । সেই টাকা ফেরতও দেবেন । এখন আপনি চোর খুঁজছেন । আপনাকে আর চোর খুঁজতে হবে না । কারণ চোর খোঁজার জন্য আপনার দরজায় চৌকিদার পৌঁছে গেছে ।"

bjp
আনন্দপুরের সভায় ভারতী ঘোষ

সব শেষে বক্তৃতা দিতে ওঠেন দিলীপ ঘোষ । তিনি তুলে ধরেন পুলিশের তোলাবাজির প্রসঙ্গ । বলেন, "পুলিশ নাকি দিদির কথা শোনে না । কেন শুনবে ? আপনি পাথরের গাড়ি, বালির গাড়ি থেকে তোলা নিতে বলবেন । আর পুলিশ সেই কথা শুনে লোকের কাছে মার খাবে ? টিভিতে দেখলাম একজন পুলিশকর্মী ঝোপে পড়ে গেছে । কেন ? কারণ গাড়ি থেকে তোলা নিচ্ছিল । সেইসময় পাবলিকের তাড়া খেয়ে ঝোপে পড়ে গেছে । আপনার কথা শুনে পুলিশের এই অবস্থা হয়েছে । আমার তো মনে হয় পুলিশ এখন বাড়িতে বউদের কাছেও মার খায় । এত দিন পুলিশ আমাদের কাছ থেকে তোলাবাজি করেছে । উলটো তোলাবাজি করতে হবে ।" মমতাকে আক্রমণ করে তিনি বলেন, "আমরা ঠিক করেছি দিদিমণি যা বলবেন, আমরা তার উলটো করব । আমাদের প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকেন । কোন রাজ্যে উন্নয়নের জন্য কত টাকা লাগবে তা নিয়ে আলোচনা করেন । দিদিমণি কিন্তু যান না । আপনি প্রধানমন্ত্রীর কথা শোনেন না । আমরা কেন আপনার কথা শুনব ?"

দেখুন ভিডিয়ো...

প্রসঙ্গত, কিছুদিন আগেই সর্বদল বৈঠক করেন প্রধানমন্ত্রী । সেখানে প্রত্যেক আঞ্চলিক দলের সুপ্রিমোকে ডেকে পাঠান । তবে, সেই বৈঠকে যাননি মমতা বন্দ্যোপাধ্যায় ।

আনন্দপুর, 29 জুন : এতদিন পুলিশ তোলাবাজি করেছে । এবার তোলাবাজি করতে হবে পুলিশের কাছ থেকে । দলীয় কর্মীদের উদ্দেশে বললেন দিলীপ ঘোষ ।

bjp
সভায় BJP নেতা সায়ন্তন বসু

আজ কেশপুরের আনন্দপুরে সভা করে BJP । উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, ভারতী ঘোষ । প্রথমে বক্তব্য রাখতে ওঠেন সায়ন্তন বসু । তিনি জয়শ্রীরাম প্রসঙ্গ তুলে মমতাকে আক্রমণ করেন । বলেন, "শনিবারের বারবেলায় ভূত-পেত্নিরা ঘুমোচ্ছে । এমন স্লোগান দিন যাতে টের পায় । বলুন, জয়শ্রীরাম ।" প্রসঙ্গত, জয়শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি । চন্দ্রকোনা, জগদ্দল সহ একাধিক জায়গায় মমতা ব্যানার্জির সামনে এই স্লোগান দেওয়া হয় । মমতার দাবি ছিল, 'এটা ধর্মীয় স্লোগান ।' তাই, তিনি ক্ষুব্ধ হন । বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করান । এই ইশু কাজে লাগায় BJP-ও । জয়শ্রীরাম লেখা পোস্ট কার্ড পাঠানো হয় মমতার বাড়িতে ।

এদিকে, আজকের সভায় ওঠে কাটমানি প্রসঙ্গও । সম্প্রতি দলীয় কর্মশালায় মমতা বলেছিলেন, "কাটমানি খেলে কাউকে রেয়াত করা হবে না । গ্রেপ্তার করা হবে ।" এমনকী, টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছিলেন । তৃণমূল নেতারা কাটমানি খেয়েছেন এই অভিযোগ তুলে এরপর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে । এ প্রসঙ্গে আজ ভারতী ঘোষ বলেন, "দিদি বিশ্বের প্রথম নেত্রী যিনি স্বীকার করেছেন তাঁর দলের লোকজন ঘুষ নিয়েছেন । সেই টাকা ফেরতও দেবেন । এখন আপনি চোর খুঁজছেন । আপনাকে আর চোর খুঁজতে হবে না । কারণ চোর খোঁজার জন্য আপনার দরজায় চৌকিদার পৌঁছে গেছে ।"

bjp
আনন্দপুরের সভায় ভারতী ঘোষ

সব শেষে বক্তৃতা দিতে ওঠেন দিলীপ ঘোষ । তিনি তুলে ধরেন পুলিশের তোলাবাজির প্রসঙ্গ । বলেন, "পুলিশ নাকি দিদির কথা শোনে না । কেন শুনবে ? আপনি পাথরের গাড়ি, বালির গাড়ি থেকে তোলা নিতে বলবেন । আর পুলিশ সেই কথা শুনে লোকের কাছে মার খাবে ? টিভিতে দেখলাম একজন পুলিশকর্মী ঝোপে পড়ে গেছে । কেন ? কারণ গাড়ি থেকে তোলা নিচ্ছিল । সেইসময় পাবলিকের তাড়া খেয়ে ঝোপে পড়ে গেছে । আপনার কথা শুনে পুলিশের এই অবস্থা হয়েছে । আমার তো মনে হয় পুলিশ এখন বাড়িতে বউদের কাছেও মার খায় । এত দিন পুলিশ আমাদের কাছ থেকে তোলাবাজি করেছে । উলটো তোলাবাজি করতে হবে ।" মমতাকে আক্রমণ করে তিনি বলেন, "আমরা ঠিক করেছি দিদিমণি যা বলবেন, আমরা তার উলটো করব । আমাদের প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকেন । কোন রাজ্যে উন্নয়নের জন্য কত টাকা লাগবে তা নিয়ে আলোচনা করেন । দিদিমণি কিন্তু যান না । আপনি প্রধানমন্ত্রীর কথা শোনেন না । আমরা কেন আপনার কথা শুনব ?"

দেখুন ভিডিয়ো...

প্রসঙ্গত, কিছুদিন আগেই সর্বদল বৈঠক করেন প্রধানমন্ত্রী । সেখানে প্রত্যেক আঞ্চলিক দলের সুপ্রিমোকে ডেকে পাঠান । তবে, সেই বৈঠকে যাননি মমতা বন্দ্যোপাধ্যায় ।

Intro:জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি জেরে হাসপাতালে মারা গেল 6 জন রোগী বলে সূত্রের খবরBody:জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত একদিকে কর্মবিরতি অপরদিকে রোগীর আত্মীয় স্বজনদের অবরোধ এই দুইয়ের মধ্যে খানে মৃত্যু ঘটলো 6 জন রোগীর অনেকেই অসুস্থ কেউ কেউ বাড়ির পথে রওনা দিয়েছেন হাসপাতাল থেকে বলা হচ্ছে বাড়ি চলে যাওয়ার জন্যConclusion:কর্মবিরতি চলছে উপস্থিত হয়েছে বিরাট পুলিশ বাহিনী
Last Updated : Jun 29, 2019, 10:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.