মেদিনীপুর, 12 মে : ভোটপরবর্তী হিংসায় আক্রান্ত জেলা বিজেপি কর্মী সমর্থকরা । ঘরছাড়া বিজেপির কর্মী সমর্থকরা আশ্রয় নিয়েছেন বিজেপির জেলা অফিসে। এই আক্রান্তদের পাশাপাশি রেসকিউ ক্যাম্পগুলিতে ত্রিপল পাঠানোর কাজ শুরু করছে জেলা বিজেপির নেতৃত্ব। এর সঙ্গে ঘরছাড়াদের যাবতীয় তথ্য তালিকাভুক্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানোর কাজ শুরু করেছে বিজেপি নেতৃত্ব।
ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছে বিজেপির কর্মী-সমর্থকেরা। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের 15 টি বিধানসভায় আক্রান্ত হয়েছে বিজেপি কর্মী সহ বিজেপি নেতৃত্ব। প্রায় কয়েক হাজার কর্মী ঘরছাড়া ৷ বাড়ি ভাঙচুর , বাড়ির ইলেকট্রিক লাইন কেটে দেওয়া , মারধর করা, দোকানপাট লুটপাট সহ বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে। শুধু বিজেপি কর্মী অত্যাচার হয়েছে তা নয় সাধারণ মানুষের উপরও এই অত্যাচার হয়েছে ।
এই পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে চলছে হিংসার বাতাবরণ। এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে বিজেপি। তাছাড়া বিদেশ প্রতিমন্ত্রী জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের পাঁচখুরিতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে এসেও খোদ আক্রান্ত হয়েছেন। সম্প্রতি বিজেপির জেলা পার্টি অফিসে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আক্রান্ত নেতাকর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি এবং যথাযোগ্য ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। দিলীপ ঘোষ আসার পরই বিভিন্ন মণ্ডল সভাপতির মাধ্যমে বিজেপির পার্টি অফিস থেকে বিভিন্ন এলাকায় ত্রিপল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। পাশাপাশি রেসকিউ ক্যাম্পের মাধ্যমে বিজেপি কর্মীদের ত্রাণ সরবরাহ করা হচ্ছে ।
আরও পড়ুন : কোভিড নিয়ে ইতিবাচক নীতিও কেন্দ্রের প্রচার, সরব রাহুল-প্রশান্ত
এবিষয়ে বিজেপির জেলা সম্পাদক শুভজিৎ রায় ও অরূপ দাস জানান , ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে হিংসা ও অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় 15 টি বিধানসভায় আক্রান্ত হয়েছেন বহু বিজেপি কর্মী সমর্থকরা। যেমন একদিকে আক্রান্তদের তালিকা তৈরি করে খবর নেওয়া হচ্ছে তেমনই তাদের খাবার-দাবার পৌঁছে দেওয়ারও কাজ চলছে । পুলিশের কাছে আবেদন করা হয়েছে যাতে নিরাপত্তা দেওয়া হয় কর্মীদের ৷