ETV Bharat / state

Ghatal Master Plan : ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের ঘাড়ে দায় চাপালেন সায়ন্তন

author img

By

Published : Aug 13, 2021, 4:37 PM IST

বৃষ্টিতে ভাসতেই ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে ঘাটাল মাস্টার প্ল্যান ৷ এই নিয়ে কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার রাজ্য সরকারকেই এই প্ল্যান কার্যকর না হওয়া নিয়ে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা সায়ন্তন বসু ৷

bjp-leader-sayantan-basu-slams-mamata-banerjee-government-on-ghatal-master-plan-issue
Ghatal Master Plan : রাজ্য বারবার চুরি করলে কেন্দ্র টাকা দেবে না, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রতিক্রিয়া সায়ন্তনের

খড়গপুর, 13 অগস্ট : বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত ফের মাথাচাড়া দিয়েছে ৷ এর মধ্যেই রাজ্যকে কটাক্ষ করলেন বিজেপি (BJP) নেতা সায়ন্তন বসু (Sayantan Basu) । খড়গপুরের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার টাকা পাঠায় ৷ কিন্তু রাজ্য সরকার তার হিসেব দেয় না । বারবার রাজ্য টাকা চুরি করলে কেন্দ্রীয় সরকার টাকা দিতে পারবে না । মুখ্যমন্ত্রী ইচ্ছে করে ঘাটালের মাস্টারপ্ল্যান রূপায়িত করছেন না এবং ঘাটালকে ডুবিয়ে রাখতে চান ।’’

প্রতিবছরের মতো এবছরও জলমগ্ন হয়ে পড়েছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল (Ghatal) । ঘাটালের জলমগ্ন হওয়ার ঘটনা আজকের নয়, দীর্ঘদিনের । ঘাটালের পাশাপাশি চন্দ্রকোণা, দাসপুর, নাড়াজোল এবং এবারে নতুন করে প্লাবিত হয়েছে কেশপুর । এর মূল কারণ বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়িত না হওয়া । দীর্ঘ কয়েক দশক ধরে এই মাস্টার প্ল্যানের কথা শুনে আসছেন ঘাটালবাসী ৷ কিন্তু এখনও তা রূপায়িত কেন হল না, সেই প্রশ্ন প্রায়ই বিভিন্ন মহল থেকে তোলা হয় ৷

আরও পড়ুন : Mamata Visits Ghatal: ঘাটাল অ্যাকশন প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, প্রতিনিধিদল যাচ্ছে দিল্লিতে

সাম্প্রতিক বৃষ্টিতে ঘাটাল ও আশপাশের এলাকা ভেসে যাওয়ার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । এই নিয়ে কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সম্প্রতি তিনি ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান ৷ সেখানেই এই মাস্টার প্ল্যান কার্যকর না হওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই ইস্যুতে যে রাজ্যকেই কাঠগড়ায় তুলছে, তা স্পষ্ট সায়ন্তন বসুর কথায় ৷

এদিন একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বিজেপির এই নেতা বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকার এখনও প্রজেক্ট সঠিক করতে পারল না । রাজ্য সরকার শুধু টাকা চাইছে ৷ কিন্তু কেন্দ্র যে টাকা দিয়েছে, সেই টাকার হিসেব দিতে পারেনি এখনও পর্যন্ত । ঘাটাল বন্যায় ডুবে যাক, এটা রাজ্য সরকারই চায় ৷’’

আরও পড়ুন : Ghatal Flood : এখনও জল নামেনি ঘাটালে, বন্যা পরিস্থিতি তদারকিতে মমতা

কিন্তু প্রশ্ন উঠছে, ঘাটালকে জলে ডুবিয়ে রাজ্য সরকারের কী লাভ ? এর উত্তরও দিয়েছেন সায়ন্তন বসু ৷ তিনি বলেন, ‘‘জল না ঢুকলে কখনও ত্রাণ হবে না আর ত্রাণ না হলে টাকা পাবে না রাজ্য সরকার । আর টাকাটা দিলে তবেই তো লুটপাট হবে । কেন্দ্রীয় সরকার টাকা না দিলে লুটপাট কী করে করবেন তৃণমূল (Trinamool Congress) নেতারা ।’’

তিনি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে তৃণমূলের সাংসদ ও রাজ্য সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ তাঁর কটাক্ষ, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূলের সাংসদরা কতবার সংসদে প্রশ্ন তুলেছেন ? মুখ্যমন্ত্রী কতবার প্রধানমন্ত্রীকে আবেদন করেছেন ? তিনি বারবার নাটক করছেন কেন ? কয়েকদিন আগেই তো তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন তো বলতে পারতেন ।’’

আরও পড়ুন : Mamata Banerjee : হেলিকপ্টার থেকে জলে নেমে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন মমতার

মুখ্যমন্ত্রীর ঘাটাল সফরের যে ছবি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়, তা নিয়ে সংবাদমাধ্যমের বিরুদ্ধেও তোপ দাগেন সায়ন্তন বসু ৷ তিনি বলেন, ‘‘আপনারাই তো মুখ্যমন্ত্রীকে জলের মাঝে দেখিয়েছেন মিটিং করতে । চারিদিকে শুকনো ৷ অথচ মুখ্যমন্ত্রী জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে জলের মাঝে মিটিং করছেন । এই নাটক উনি যেমন করতে ভালবাসেন, তেমনই আপনারা দেখাতে ভালবাসেন । কেন্দ্রীয় সরকার সমস্ত টাকা পাঠিয়ে দেয় এবং দিতে আগ্রহী ৷ কিন্তু রাজ্য যদি একের পর এক টাকা চুরি করে, তাহলে কেন্দ্রীয় সরকার টাকা দিতে পারবে না ।’’

খড়গপুর, 13 অগস্ট : বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত ফের মাথাচাড়া দিয়েছে ৷ এর মধ্যেই রাজ্যকে কটাক্ষ করলেন বিজেপি (BJP) নেতা সায়ন্তন বসু (Sayantan Basu) । খড়গপুরের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার টাকা পাঠায় ৷ কিন্তু রাজ্য সরকার তার হিসেব দেয় না । বারবার রাজ্য টাকা চুরি করলে কেন্দ্রীয় সরকার টাকা দিতে পারবে না । মুখ্যমন্ত্রী ইচ্ছে করে ঘাটালের মাস্টারপ্ল্যান রূপায়িত করছেন না এবং ঘাটালকে ডুবিয়ে রাখতে চান ।’’

প্রতিবছরের মতো এবছরও জলমগ্ন হয়ে পড়েছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল (Ghatal) । ঘাটালের জলমগ্ন হওয়ার ঘটনা আজকের নয়, দীর্ঘদিনের । ঘাটালের পাশাপাশি চন্দ্রকোণা, দাসপুর, নাড়াজোল এবং এবারে নতুন করে প্লাবিত হয়েছে কেশপুর । এর মূল কারণ বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়িত না হওয়া । দীর্ঘ কয়েক দশক ধরে এই মাস্টার প্ল্যানের কথা শুনে আসছেন ঘাটালবাসী ৷ কিন্তু এখনও তা রূপায়িত কেন হল না, সেই প্রশ্ন প্রায়ই বিভিন্ন মহল থেকে তোলা হয় ৷

আরও পড়ুন : Mamata Visits Ghatal: ঘাটাল অ্যাকশন প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, প্রতিনিধিদল যাচ্ছে দিল্লিতে

সাম্প্রতিক বৃষ্টিতে ঘাটাল ও আশপাশের এলাকা ভেসে যাওয়ার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । এই নিয়ে কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সম্প্রতি তিনি ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান ৷ সেখানেই এই মাস্টার প্ল্যান কার্যকর না হওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই ইস্যুতে যে রাজ্যকেই কাঠগড়ায় তুলছে, তা স্পষ্ট সায়ন্তন বসুর কথায় ৷

এদিন একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বিজেপির এই নেতা বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকার এখনও প্রজেক্ট সঠিক করতে পারল না । রাজ্য সরকার শুধু টাকা চাইছে ৷ কিন্তু কেন্দ্র যে টাকা দিয়েছে, সেই টাকার হিসেব দিতে পারেনি এখনও পর্যন্ত । ঘাটাল বন্যায় ডুবে যাক, এটা রাজ্য সরকারই চায় ৷’’

আরও পড়ুন : Ghatal Flood : এখনও জল নামেনি ঘাটালে, বন্যা পরিস্থিতি তদারকিতে মমতা

কিন্তু প্রশ্ন উঠছে, ঘাটালকে জলে ডুবিয়ে রাজ্য সরকারের কী লাভ ? এর উত্তরও দিয়েছেন সায়ন্তন বসু ৷ তিনি বলেন, ‘‘জল না ঢুকলে কখনও ত্রাণ হবে না আর ত্রাণ না হলে টাকা পাবে না রাজ্য সরকার । আর টাকাটা দিলে তবেই তো লুটপাট হবে । কেন্দ্রীয় সরকার টাকা না দিলে লুটপাট কী করে করবেন তৃণমূল (Trinamool Congress) নেতারা ।’’

তিনি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে তৃণমূলের সাংসদ ও রাজ্য সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ তাঁর কটাক্ষ, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূলের সাংসদরা কতবার সংসদে প্রশ্ন তুলেছেন ? মুখ্যমন্ত্রী কতবার প্রধানমন্ত্রীকে আবেদন করেছেন ? তিনি বারবার নাটক করছেন কেন ? কয়েকদিন আগেই তো তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন তো বলতে পারতেন ।’’

আরও পড়ুন : Mamata Banerjee : হেলিকপ্টার থেকে জলে নেমে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন মমতার

মুখ্যমন্ত্রীর ঘাটাল সফরের যে ছবি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়, তা নিয়ে সংবাদমাধ্যমের বিরুদ্ধেও তোপ দাগেন সায়ন্তন বসু ৷ তিনি বলেন, ‘‘আপনারাই তো মুখ্যমন্ত্রীকে জলের মাঝে দেখিয়েছেন মিটিং করতে । চারিদিকে শুকনো ৷ অথচ মুখ্যমন্ত্রী জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে জলের মাঝে মিটিং করছেন । এই নাটক উনি যেমন করতে ভালবাসেন, তেমনই আপনারা দেখাতে ভালবাসেন । কেন্দ্রীয় সরকার সমস্ত টাকা পাঠিয়ে দেয় এবং দিতে আগ্রহী ৷ কিন্তু রাজ্য যদি একের পর এক টাকা চুরি করে, তাহলে কেন্দ্রীয় সরকার টাকা দিতে পারবে না ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.