ETV Bharat / state

Debra Bengali Snacks: সরকারি মূল্যের চপের দোকান চালু হল ডেবরায়, ক্রেতামহলে উৎসাহ তুঙ্গে - Debra in Paschim Medinipur

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেইমত সরকারি মূল্যের চপের দোকান চালু হল ডেবরায় ৷ কাজ করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা (Bengali snacks shop fixed by Govt rate opened at Debra) ৷

Debra Bengali Snacks
সরকারি মূল্যের চপের দোকান
author img

By

Published : Dec 25, 2022, 8:44 PM IST

সরকারি মূল্যের চপের দোকান চালু হল ডেবরায়

ডেবরা, 25 ডিসেম্বর: ডেবরা সিএডিসি (পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ)-তে চালু হল সরকারি মূল্যের চপের দোকান । সেই দোকানে সরকারি মূল্যে চপ নিতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা । চপ তৈরি থেকে বিক্রি সমস্ত কাজই করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । মূলত এক্ষেত্রে অনুপ্রেরণা মুখ্যমন্ত্রীই, দাবি তাদের (Bengali snacks shop fixed by Govt rate opened at Debra) ।

ক'দিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর এবং ঝাড়গ্রামে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপ শিল্পের কথা ঘোষণা করেছিলেন । আর সেই কথা মাথায় রেখেই ডেবরাতে খুলল সরকারি মূল্যে চপের দোকান । তবে শুধু চপ নয়, সঙ্গে রয়েছে পাঁপড়, বেগুনি, পেঁয়াজি । বাজারের থেকে 3 টাকা কমে বিক্রি হচ্ছে এই তেলেভাজা । মূল্য ধার্য করা হয়েছে 5 টাকা । আর যা কিনতে প্রতিদিন লাইন লাগছে চপের দোকানে ।

ডিসেম্বর মাসের প্রথম থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলবতিপুর এলাকায় সিএডিসি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে শুরু করেছে তেলেভাজার দোকান। যেখানে 40 জন মহিলাকে রোটেশন করে কাজ করানো হবে । প্রতিদিন তিন থেকে চার ঘণ্টার পরিশ্রমে 100 টাকা ধার্য করা হয়েছে । যাবতীয় মালপত্র সরকারিভাবে কিনে দেওয়া হচ্ছে । গোষ্ঠীর মহিলারা শুধু বানাবে আর বিক্রি করবে । প্রতিদিন প্রায় গড়ে 300-500 তেলেভাজা বিক্রি হচ্ছে । বিল দেওয়া হচ্ছে সরকারিভাবে । প্রতিদিন ব্যবসায় যথেষ্ট লাভ পাচ্ছেন বলে দাবি সিএডিসি-র কর্তারা। আর সরকারি মূল্যে চপ খেয়ে বেজায় খুশি খদ্দেররা ।

আরও পড়ুন: চপ বিক্রেতার নামে জায়গার নামকরণ ! আপ্লুত সাতাত্তরের বৃদ্ধ

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হওয়া এই দোকানে কাজ করে খুবই খুশি তাঁরা । আগামিদিনে আরও বড় করে বিভিন্ন জিনিসপত্র রেখে বড় ব্যবসা করার পরিকল্পনা রয়েছে তাদের । যেখানে আগামিদিনে অন্যান্য খাওয়ার জিনিসপত্র থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পাওয়া যাবে বলে দাবি সিএডিসি অধিকর্তা অভিজিৎ নন্দীর ।

সরকারি মূল্যের চপের দোকান চালু হল ডেবরায়

ডেবরা, 25 ডিসেম্বর: ডেবরা সিএডিসি (পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ)-তে চালু হল সরকারি মূল্যের চপের দোকান । সেই দোকানে সরকারি মূল্যে চপ নিতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা । চপ তৈরি থেকে বিক্রি সমস্ত কাজই করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । মূলত এক্ষেত্রে অনুপ্রেরণা মুখ্যমন্ত্রীই, দাবি তাদের (Bengali snacks shop fixed by Govt rate opened at Debra) ।

ক'দিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর এবং ঝাড়গ্রামে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপ শিল্পের কথা ঘোষণা করেছিলেন । আর সেই কথা মাথায় রেখেই ডেবরাতে খুলল সরকারি মূল্যে চপের দোকান । তবে শুধু চপ নয়, সঙ্গে রয়েছে পাঁপড়, বেগুনি, পেঁয়াজি । বাজারের থেকে 3 টাকা কমে বিক্রি হচ্ছে এই তেলেভাজা । মূল্য ধার্য করা হয়েছে 5 টাকা । আর যা কিনতে প্রতিদিন লাইন লাগছে চপের দোকানে ।

ডিসেম্বর মাসের প্রথম থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলবতিপুর এলাকায় সিএডিসি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে শুরু করেছে তেলেভাজার দোকান। যেখানে 40 জন মহিলাকে রোটেশন করে কাজ করানো হবে । প্রতিদিন তিন থেকে চার ঘণ্টার পরিশ্রমে 100 টাকা ধার্য করা হয়েছে । যাবতীয় মালপত্র সরকারিভাবে কিনে দেওয়া হচ্ছে । গোষ্ঠীর মহিলারা শুধু বানাবে আর বিক্রি করবে । প্রতিদিন প্রায় গড়ে 300-500 তেলেভাজা বিক্রি হচ্ছে । বিল দেওয়া হচ্ছে সরকারিভাবে । প্রতিদিন ব্যবসায় যথেষ্ট লাভ পাচ্ছেন বলে দাবি সিএডিসি-র কর্তারা। আর সরকারি মূল্যে চপ খেয়ে বেজায় খুশি খদ্দেররা ।

আরও পড়ুন: চপ বিক্রেতার নামে জায়গার নামকরণ ! আপ্লুত সাতাত্তরের বৃদ্ধ

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হওয়া এই দোকানে কাজ করে খুবই খুশি তাঁরা । আগামিদিনে আরও বড় করে বিভিন্ন জিনিসপত্র রেখে বড় ব্যবসা করার পরিকল্পনা রয়েছে তাদের । যেখানে আগামিদিনে অন্যান্য খাওয়ার জিনিসপত্র থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পাওয়া যাবে বলে দাবি সিএডিসি অধিকর্তা অভিজিৎ নন্দীর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.