ETV Bharat / state

করোনার বিধিনিষেধ মেনে ভোটগ্রহণ পশ্চিম মেদিনীপুরে - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

কোভিডের বিধিনিষেধ নেমে ভোটগ্রহণ পশ্চিম মেদিনীপুরের কালগাং-র 132নং বুথে ৷ ভোটারদের মাস্ক, স্যানিটাইজ়ার, গ্লাভস দেওয়া হল বুথের বাইরে ৷

bengal-election2021-voting-took-place-in-west-midnapore-following-corona-restrictions
করোনার বিধিনিষেধ মেনে ভোটগ্রহণ পশ্চিম মেদিনীপুরে
author img

By

Published : Mar 27, 2021, 2:34 PM IST

পশ্চিম মেদিনীপুর, 27 মার্চ : আজ রাজ্যে প্রথম দফার নির্বাচন ৷ সকালের দিকে দফায় দফায় ইভিএম খারাপের অভিযোগ এলেও, বেলা বাড়তেই মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিতে যাচ্ছেন ৷ তেমনি ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের কালগাং নরমপুর মৌজার 132 নম্বর বুথে ৷ যেখানে করোনার নিয়মবিধি মেনে ভোটগ্রহণ চলছে ৷ বুথের বাইরেই ভোটারদের জন্য মাস্ক, স্যানিটাইজ়ার, গ্লাভস এবং শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা করা হয়েছে ৷

করোনার বিধিনিষেধ মেনে ভোটগ্রহণ পশ্চিম মেদিনীপুরে

আরও পড়ুন : সকাল সকাল ভোট দিলেন প্রার্থীরা

গরমকে উপেক্ষা করেই ভোট দিতে বুথে উৎসাহী মানুষ ৷ আর এই ভোট উৎসবে কঠোরভাবে মেনে চলা হচ্ছে কোভিডের বিধিনিষেধ ৷ যেখানে স্যানিটাইজার দিয়ে, হাতে গ্লাভস পরিয়ে ভোটারদের বুথে ঢোকাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ৷ এমনই ছবি দেখা গেল কালগাং নরমপুর মৌজার 132নং বুথে ৷

পশ্চিম মেদিনীপুর, 27 মার্চ : আজ রাজ্যে প্রথম দফার নির্বাচন ৷ সকালের দিকে দফায় দফায় ইভিএম খারাপের অভিযোগ এলেও, বেলা বাড়তেই মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিতে যাচ্ছেন ৷ তেমনি ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের কালগাং নরমপুর মৌজার 132 নম্বর বুথে ৷ যেখানে করোনার নিয়মবিধি মেনে ভোটগ্রহণ চলছে ৷ বুথের বাইরেই ভোটারদের জন্য মাস্ক, স্যানিটাইজ়ার, গ্লাভস এবং শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা করা হয়েছে ৷

করোনার বিধিনিষেধ মেনে ভোটগ্রহণ পশ্চিম মেদিনীপুরে

আরও পড়ুন : সকাল সকাল ভোট দিলেন প্রার্থীরা

গরমকে উপেক্ষা করেই ভোট দিতে বুথে উৎসাহী মানুষ ৷ আর এই ভোট উৎসবে কঠোরভাবে মেনে চলা হচ্ছে কোভিডের বিধিনিষেধ ৷ যেখানে স্যানিটাইজার দিয়ে, হাতে গ্লাভস পরিয়ে ভোটারদের বুথে ঢোকাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ৷ এমনই ছবি দেখা গেল কালগাং নরমপুর মৌজার 132নং বুথে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.