ETV Bharat / state

মাস্ক বিলি মেদিনীপুর ও খড়্গপুরের দুই বিজেপি প্রার্থীর - west bengal assembly election 2021

ভোটের ফল প্রকাশেের আগে মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজা়র বিলি করতে দেখা গেল মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী সমিতকুমার দাস ও খড়গপুর বিধানসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে ৷ পাশপাশি মানুষকে সচেতনতার বার্তাও দেন তাঁরা ৷

মাস্ক বিলি মেদিনীপুর ও খড়্গপুরের দুই বিজেপি প্রার্থীর
মাস্ক বিলি মেদিনীপুর ও খড়্গপুরের দুই বিজেপি প্রার্থীর
author img

By

Published : Apr 30, 2021, 2:49 PM IST

মেদিনীপুর 30 এপ্রিল : দেশে লাগামছাড়া করোনা সংক্রমণ ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা ৷ ভ্যাকসিন নিতে দিকে দিকে দেখা যাচ্ছে লম্বা লাইন ৷ কিন্তু কই ভ্যাকসিন ? ভ্যাকসিন না পেয়ে নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে মানুষকে ৷ তার মধ্যে আবার অক্সিজেন সংকট ৷ সব মিলিয়ে এক অদ্ভুত অবস্থার সম্মুখীন দেশবাসী ৷ এরকম অবস্থায় সাধারণ মানুষদের মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী সমিতকুমার দাস ও খড়গপুর বিধানসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷

মেদিনীপুর ও খড়্গপুরের বিভিন্ন হাটে বাজারে ও রাস্তাঘাটে তাঁদের সকাল থেকে মাস্ক বিলি করতে দেখা গেল ৷ মাস্ক ছাড়া যাঁরা রাস্তায় বেরিয়েছিলেন তাঁদের যেমন মাস্ক বিলি করলেন তেমনই তাঁদের হাতে স্যানিটাইজারও দিলেন ৷ পাশাপাশি করোনাকালে মাস্ক পরা যে বাধ্যাতামূলক ও আবশ্যক তাও বললেন ৷ সূত্রের খবর, তাঁদের এই মাস্ক বিলি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী পক্ষ ৷ বিষযটিকে নিছক দেখনদারি বলে কটাক্ষ বিরোধী শিবিরের ৷

মাস্ক বিলি খড়্গপুরের বিজেপি প্রার্থীর

প্রসঙ্গত খড়্গপুর বিধানসভার হেভিওয়েট প্রার্থী হিরণ ৷ তাঁর হয়ে দফায় দফায় প্রচারে আসেন স্বয়ং নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ খড়্গপুরে তাদের জয়কে নিয়ে আশাবাদী বিজেপি ৷ এখন শুধু কয়েকটা দিনের অপেক্ষা ৷ তারপর জনসমক্ষে আসতে চলেছে মানুষের রায় ৷

আরও পড়ুন :বুথ ফেরত সমীক্ষা : পূর্বে দোলাচল, দক্ষিণে স্পষ্ট; 2021 এর রাজ্য নির্বাচনের চুলচেরা বিশ্লেষণ

মেদিনীপুর 30 এপ্রিল : দেশে লাগামছাড়া করোনা সংক্রমণ ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা ৷ ভ্যাকসিন নিতে দিকে দিকে দেখা যাচ্ছে লম্বা লাইন ৷ কিন্তু কই ভ্যাকসিন ? ভ্যাকসিন না পেয়ে নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে মানুষকে ৷ তার মধ্যে আবার অক্সিজেন সংকট ৷ সব মিলিয়ে এক অদ্ভুত অবস্থার সম্মুখীন দেশবাসী ৷ এরকম অবস্থায় সাধারণ মানুষদের মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী সমিতকুমার দাস ও খড়গপুর বিধানসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷

মেদিনীপুর ও খড়্গপুরের বিভিন্ন হাটে বাজারে ও রাস্তাঘাটে তাঁদের সকাল থেকে মাস্ক বিলি করতে দেখা গেল ৷ মাস্ক ছাড়া যাঁরা রাস্তায় বেরিয়েছিলেন তাঁদের যেমন মাস্ক বিলি করলেন তেমনই তাঁদের হাতে স্যানিটাইজারও দিলেন ৷ পাশাপাশি করোনাকালে মাস্ক পরা যে বাধ্যাতামূলক ও আবশ্যক তাও বললেন ৷ সূত্রের খবর, তাঁদের এই মাস্ক বিলি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী পক্ষ ৷ বিষযটিকে নিছক দেখনদারি বলে কটাক্ষ বিরোধী শিবিরের ৷

মাস্ক বিলি খড়্গপুরের বিজেপি প্রার্থীর

প্রসঙ্গত খড়্গপুর বিধানসভার হেভিওয়েট প্রার্থী হিরণ ৷ তাঁর হয়ে দফায় দফায় প্রচারে আসেন স্বয়ং নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ খড়্গপুরে তাদের জয়কে নিয়ে আশাবাদী বিজেপি ৷ এখন শুধু কয়েকটা দিনের অপেক্ষা ৷ তারপর জনসমক্ষে আসতে চলেছে মানুষের রায় ৷

আরও পড়ুন :বুথ ফেরত সমীক্ষা : পূর্বে দোলাচল, দক্ষিণে স্পষ্ট; 2021 এর রাজ্য নির্বাচনের চুলচেরা বিশ্লেষণ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.