ETV Bharat / state

পশ্চিম মেদিনীপুরের 15টি বিধানসভা কেন্দ্রে মোট 393 রাউন্ডের গণনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 294টি কেন্দ্রের মধ্যে 292 আসনের ভোট গণনা আগামীকাল ৷ যেখানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার 15টি বিধানসভা কেন্দ্র ৷ পশ্চিম মেদিনীপুরের 15টি কেন্দ্রে ভোট গণনা মোট 393 রাউন্ডের হবে ৷

bengal election 2021 393 round counting at 15 assembly seats in west medinipur
পশ্চিম মেদিনীপুরের 15টি বিধানসভা কেন্দ্রে মোট 393 রাউন্ডের গণনা
author img

By

Published : May 1, 2021, 6:52 PM IST

পশ্চিম মেদিনীপুর, 1 মে : রাত ফুরোলেই নিশ্চিত হবে জঙ্গলমহলের রাজ্য রাজনীতির 76 জন প্রার্থীর ভবিষ্যৎ । অর্থাৎ, গত দু’মাস ধরে চলা নির্বাচনী লড়াইয়ের ফলাফল ঘোষণা হবে কাল ৷ তার আগে চলছে চরম প্রস্তুতি । এর মধ্যে পশ্চিম মেদিনীপুরের 15টি বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ 30টি রাউন্ডে গণনা হবে ৷

পশ্চিমবঙ্গ বিধানসভার 294টি কেন্দ্রের মধ্যে 292 আসনের ভোট গণনা আগামীকাল (করোনায় 2টি কেন্দ্রের প্রার্থীদের মৃত্যুতে ভোট হয়নি) ৷ যেখানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার 15টি বিধানসভা কেন্দ্র ৷ এখন চলছে তার চূড়ান্ত প্রস্তুতি । এদিন মেদিনীপুর জেলার মোট চারটি গণনা কেন্দ্রে তার চূড়ান্ত প্রস্তুতি চোখে পড়ল । আগামীকাল সকাল আটটা থেকে শুরু হবে গণনা । প্রসঙ্গত 2021 বিধানসভা নির্বাচন খুবই উল্লেখযোগ্য । কেন না একদিকে যেমন রয়েছে কোভিড পরিস্থিতি তেমনি অপর দিকে রয়েছে পরিবর্তন না প্রত্যাবর্তন তা জানার অপেক্ষা ৷

এবার পশ্চিম মেদিনীপুরের 15টি কেন্দ্রে ভোট গণনা মোট 393 রাউন্ডের হবে বলে সূত্রের খবর । যার মধ্যে 332 জন কাউন্টিং সুপারভাইজার, 435 জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, 350 জন মাইক্রো অবজারভার থাকবেন । সূত্র অনুযায়ী, দু’টি করে রুমে 14টি টেবিলে গণনা হবে ৷ যেহেতু এবারে মহামারী করোনার আবহ ৷ তাই 1108 অতিরিক্ত বুথ বাড়ায় মোট বুথের সংখ্যা দাঁড়িয়েছিল 5398 । মূলত 393 রাউন্ডের মধ্যে সবচেয়ে বেশি 30 রাউন্ড গণনা হবে দাসপুর ও চন্দ্রকোণা বিধানসভায় ৷

আরও পড়ুন : করোনা রিপোর্ট নেগেটিভ না হলে গণনাকেন্দ্রে প্রবেশ নয়, জানাল কমিশন

অপরদিকে সবচেয়ে কম গণনা হবে খড়গপুরে, 22 রাউন্ড । এছাড়াও দাঁতন, খড়গপুর সদর, গড়বেতা, নারায়ণগড় হবে 24 রাউন্ডের গণনা ৷ কেশিয়াড়ি, ডেবরা বিধানসভা কেন্দ্রে 25 রাউন্ডের গণনা হবে ৷ পিংলা কেশপুরে 26 রাউন্ড, সবংয়ের জন্য 27 রাউন্ড, শালবনি বিধানসভায় 28 রাউন্ড এবং মেদিনীপুর ও ঘাটাল বিধানসভায় 29 রাউন্ডের গণনা হবে ।

পশ্চিম মেদিনীপুর, 1 মে : রাত ফুরোলেই নিশ্চিত হবে জঙ্গলমহলের রাজ্য রাজনীতির 76 জন প্রার্থীর ভবিষ্যৎ । অর্থাৎ, গত দু’মাস ধরে চলা নির্বাচনী লড়াইয়ের ফলাফল ঘোষণা হবে কাল ৷ তার আগে চলছে চরম প্রস্তুতি । এর মধ্যে পশ্চিম মেদিনীপুরের 15টি বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ 30টি রাউন্ডে গণনা হবে ৷

পশ্চিমবঙ্গ বিধানসভার 294টি কেন্দ্রের মধ্যে 292 আসনের ভোট গণনা আগামীকাল (করোনায় 2টি কেন্দ্রের প্রার্থীদের মৃত্যুতে ভোট হয়নি) ৷ যেখানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার 15টি বিধানসভা কেন্দ্র ৷ এখন চলছে তার চূড়ান্ত প্রস্তুতি । এদিন মেদিনীপুর জেলার মোট চারটি গণনা কেন্দ্রে তার চূড়ান্ত প্রস্তুতি চোখে পড়ল । আগামীকাল সকাল আটটা থেকে শুরু হবে গণনা । প্রসঙ্গত 2021 বিধানসভা নির্বাচন খুবই উল্লেখযোগ্য । কেন না একদিকে যেমন রয়েছে কোভিড পরিস্থিতি তেমনি অপর দিকে রয়েছে পরিবর্তন না প্রত্যাবর্তন তা জানার অপেক্ষা ৷

এবার পশ্চিম মেদিনীপুরের 15টি কেন্দ্রে ভোট গণনা মোট 393 রাউন্ডের হবে বলে সূত্রের খবর । যার মধ্যে 332 জন কাউন্টিং সুপারভাইজার, 435 জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, 350 জন মাইক্রো অবজারভার থাকবেন । সূত্র অনুযায়ী, দু’টি করে রুমে 14টি টেবিলে গণনা হবে ৷ যেহেতু এবারে মহামারী করোনার আবহ ৷ তাই 1108 অতিরিক্ত বুথ বাড়ায় মোট বুথের সংখ্যা দাঁড়িয়েছিল 5398 । মূলত 393 রাউন্ডের মধ্যে সবচেয়ে বেশি 30 রাউন্ড গণনা হবে দাসপুর ও চন্দ্রকোণা বিধানসভায় ৷

আরও পড়ুন : করোনা রিপোর্ট নেগেটিভ না হলে গণনাকেন্দ্রে প্রবেশ নয়, জানাল কমিশন

অপরদিকে সবচেয়ে কম গণনা হবে খড়গপুরে, 22 রাউন্ড । এছাড়াও দাঁতন, খড়গপুর সদর, গড়বেতা, নারায়ণগড় হবে 24 রাউন্ডের গণনা ৷ কেশিয়াড়ি, ডেবরা বিধানসভা কেন্দ্রে 25 রাউন্ডের গণনা হবে ৷ পিংলা কেশপুরে 26 রাউন্ড, সবংয়ের জন্য 27 রাউন্ড, শালবনি বিধানসভায় 28 রাউন্ড এবং মেদিনীপুর ও ঘাটাল বিধানসভায় 29 রাউন্ডের গণনা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.