মেদিনীপুর, 27 ফেব্রুয়ারি: পৌরসভা নির্বাচন ঘিরে ব্যপক উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে (Restless Election In Midnapore) । বাইক বাহিনীর তাণ্ডব থেকে শুরু করে ভুয়ো পোলিং অফিসার ও প্রার্থীদের মারধোরের ঘটনাও বাদ যায়নি । খড়গপুর ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মৌসুমি দাসকে মারধোরের অভিযোগ তৃণমূলে যোগ দেওয়া বেবি কোলের বিরুদ্ধে । খড়গপুরের মহকুমা পুলিশ আধিকারিক-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতির সামাল দেন । ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিজেপির ।
আরও পড়ুন: Bengal Civic Polls 2022 : জঙ্গলমহলে ভোট দিলেন তৃণমূল জেলা সভাপতি সুজয়, সঙ্গে প্রার্থী স্ত্রী
উল্লেখ্য, এই বেবি কোলে 10 নম্বর ওয়ার্ডের বিজেপির টিকিট না পেয়ে ঘর জ্বালিয়ে দেওযার হুমকি দিয়েছিলেন (Bengal Civic Poll) । পরবর্তী কালে টিকিট না পেয়ে তৃণমূলে যোগ দেন তিনি । অপর দিকে খড়গপুর পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের তালবাগিচা প্রাথমিক স্কুলের বুথে "বুথ জ্যাম" করাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় । এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী জহর পালের উপস্থিততে সমস্ত ঘটনাঘটে । ঘটনার পর দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন ।
অপরদিকে মেদিনীপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের প্রার্থী বিশ্বজিৎ মুখোপাধ্যায় প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ, একটি সাদা কাগজে দুটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চিহ্ন এঁকে সাদা কাগজ নিয়ে ভোটারদের প্রভাবিত করেছিলেন ২৭২ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার অপূর্ব দাস । নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পরেই সেক্টর অফিসার এসে প্রিসাইডিং অফিসারকে বসিয়ে দেন । এরপরই অভিযুক্ত অফিসারকে বসিয়ে দেওয়া হয় । পরে ওই প্রিসাইডিং অফিসার নিজের ভুল স্বীকার করেন । এই ওয়ার্ডেরই রাঙামাটি, গোপগড় এলাকায় অবৈধ জমায়েত ও বাইক বাহিনীর দাপিয়ে বেড়ানোর অভিযোগের পরেই তৎপর হয় পুলিশ ।
আরও পড়ুন: CPM Leader Susanta Ghosh: পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের দায়িত্বে সুশান্ত ঘোষ, হলেন জেলা সম্পাদক
অপরদিকে, ৪ নং ওয়ার্ডের তাঁতিগেড়িয়া টাউন কলোনীতে এক বহিরাগত যুবককে স্থানীয়রা ধরে ফেলেন । কিছুক্ষণ পর এলাকা থেকে তাকে বের করে দেওয়া হয় । এদিকে, পৌরসভা ভোটের ডিউটিতে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন রঞ্জন মুখোপাধ্যায় নামের এক পুলিশকর্মী । তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয় । আপাতত ওই পুলিশকর্মীর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ।