মেদিনীপুর, 27 জুন : বুথ মিটিং চলাকালীন BJP কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । হামলায় গুরুতর জখম 8 BJP কর্মী । নিখোঁজ আরও তিনজন । ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের চমকাইতলায় । ঘটনার প্রতিবাদে আগামী 12 ঘণ্টা গড়বেতা বন্ধের ডাক দিয়েছেন BJP জেলা সভাপতি । পাশাপাশি বালির গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিলেন তিনি । ঘটনার পর থেকে এলাকার 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে BJP কর্মীরা ।
1998 সালে সন্ত্রাসের জন্য শিরোনামে উঠে এসেছিল এই চমকাইতলাই । তখন আক্রান্ত হয়েছিল বর্তমান শাসক তৃণমূল কংগ্রেস । সেই সময় লাল সন্ত্রাসের অভিযোগ এনে রুখে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু সময়ের সঙ্গে পালটে গেছে ছবিটা ।
আজ কাদড়াতে একটি বুথ মিটিংয়ের আয়োজন করেছিল BJP । এই মিটিংয়ে ছিলেন এলাকার বেশকিছু BJP কর্মী ও স্থানীয় নেতৃত্ব । BJP-র অভিযোগ মিটিং চলাকালীন তৃণমূলের কয়েকজন বোমা-বন্দুক নিয়ে হামলা চালায় । বোমা ও ভোজালির কোপে আহত হন BJP-র 8 সদস্য । তাঁদের অবস্থা গুরুতর । এছাড়াও ঘটনার পর থেকে নিখোঁজ 3 BJP কর্মী ।
এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন BJP নেতা, কর্মীরা । BJP জেলা সভাপতি সমিত দাস ঘটনাস্থানে যান । সেখানে তিনি বলেন, "পুলিশ দলদাস হয়ে তৃণমূলকে সন্ত্রাসে মদত দিচ্ছে । পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত । তৃণমূলের লোকজন বোমা-গুলি ও ভোজালি নিয়ে প্রস্তুত হয়েছিল । সেটা স্থানীয় পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ।" পাশাপাশি তিনি আরও বলেন, "আমরা দেখেছি পুলিশ প্রশাসন বালিবোঝাই গাড়ি থেকে কাটমানি পাওয়ার লোভে এখানে চেক পোস্ট করেছে । তাই আমরা পুলিশ প্রশাসনকে হুমকি দিয়ে যাচ্ছি । আগামীকাল 12 ঘণ্টার গড়বেতা বন্ধ হবে এবং বালির গাড়ি চললেই তাতে আগুন ধরিয়ে দেওয়া হবে ।"