ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনী দিয়ে 2021-এর নির্বাচন হবে, শান্তিতে বিদায় জানানো হবে দিদিকে : বিজয়বর্গীয় - সেন্ট্রাল বাহিনী দিয়ে নির্বাচন করা হবে

কেন্দ্রীয় বাহিনী দিয়ে 2021-এর নির্বাচন করা হবে ৷ আজ কেশিয়াড়িতে এসে একথা বললেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷

kailash bijoybargiyo
কৈলাস বিজয়বর্গীয়
author img

By

Published : Oct 13, 2020, 10:50 PM IST

Updated : Oct 13, 2020, 10:59 PM IST

কেশিয়াড়ি, 13 অক্টোবর : "মোদিজি কম পয়সায় আনাজ পাঠান আর তা খেয়ে ফেলেন তৃণমূলের ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিকরা । তাই এই সরকারকে উপরে ফেলুন ৷" এই ভাষাতেই তৃণমূলকে আক্রমণ করলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তিনি বলেন, "এবারের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে ৷" তৃণমূলের গুন্ডাবাহিনী, বোমা বিস্ফোরণ বাহিনী রয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ এই গুন্ডাবাহিনীর নামের তালিকা তৈরি করার কথা বলেছেন তিনি ৷

কৃষি আইনের সমর্থনে রাজ্যের বিভিন্ন জেলায় BJP-র উদ্যোগে চলছে কৃষক সুরক্ষা মিছিল। সেইমতো মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকেও একটি কৃষক সুরক্ষা মিছিলের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, ভারতী ঘোষ, কুনার হেমব্রম,রাজু বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্যরা । মিছিলের পর একটি ছোটো সভার আয়োজন করা হয় ৷ সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় প্রথম থেকেই তীব্র ভাষায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন ।

কৈলাস বিজয়বর্গীয়

তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার সারা দেশে কৃষকদের জন্য 6 হাজার টাকা করে পাঠিয়েছে ৷ কিন্তু এখানকার সরকার কৃষকদের তালিকা এখনও জমা দেয়নি কেন্দ্রীয় সরকারের কাছে। ফলে তারা সেই টাকা পায়নি । দিদি কেবল চাইছে টাকা যেন হাতে দেওয়া হয়। দিদি তা হবে না । কারণ টাকা দিলেই আপনার সিন্ডিকেট ভাইয়েরা খেয়ে ফেলবে।" এরপর তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, "গোটা দেশে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি 2 টাকা কেজি দরে আনাজ দিয়েছেন এবং লকডাউনে 5 টাকায় 5 কেজি আনাজ জন প্রতি দিয়েছেন সেখানে পশ্চিমবাংলার মানুষ আনাজ পাননি । কারণ কেন্দ্রীয় সরকারের সমস্ত আনাজ খেয়ে ফেলেছে তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম ও তাঁর বিধায়ক ভাইরা ।"

তৃণমূলকে দোষারোপ করে তিনি বলেন, রাজ্যে BJP-র একের পর এক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে ৷ তিনি আরও বলেন,"পশ্চিমবাংলায় রাজনীতিতেই হিংসা ভরে গেছে । পুরুলিয়ার তিন BJP কর্মীকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে। মাথায় লিখে দেওয়া হয়েছে, BJP করলে মেরে দেওয়া হবে। এছাড়াও এখানকার পুলিশ বড় জাদুকর । তারা বিজেপি কর্মী মারা গেলে আত্মহত্যার ঘটনা বলে চাপিয়ে দেয়। "

রাজ্যে বিধানসভা ভোট নিয়ে তিনি বলেন,"কেন্দ্রীয় বাহিনী দিয়ে 2021-এর নির্বাচন করা হবে ৷ শান্তিতে দিদিকে বিদায় জানানো হবে । আমরা ক্ষমতায় এসে হিংসাবাদ, সন্ত্রাসবাদ, মাওবাদ, সমস্ত সিন্ডিকেট রাজ শেষ করব।"

কেশিয়াড়ি, 13 অক্টোবর : "মোদিজি কম পয়সায় আনাজ পাঠান আর তা খেয়ে ফেলেন তৃণমূলের ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিকরা । তাই এই সরকারকে উপরে ফেলুন ৷" এই ভাষাতেই তৃণমূলকে আক্রমণ করলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তিনি বলেন, "এবারের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে ৷" তৃণমূলের গুন্ডাবাহিনী, বোমা বিস্ফোরণ বাহিনী রয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ এই গুন্ডাবাহিনীর নামের তালিকা তৈরি করার কথা বলেছেন তিনি ৷

কৃষি আইনের সমর্থনে রাজ্যের বিভিন্ন জেলায় BJP-র উদ্যোগে চলছে কৃষক সুরক্ষা মিছিল। সেইমতো মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকেও একটি কৃষক সুরক্ষা মিছিলের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, ভারতী ঘোষ, কুনার হেমব্রম,রাজু বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্যরা । মিছিলের পর একটি ছোটো সভার আয়োজন করা হয় ৷ সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় প্রথম থেকেই তীব্র ভাষায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন ।

কৈলাস বিজয়বর্গীয়

তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার সারা দেশে কৃষকদের জন্য 6 হাজার টাকা করে পাঠিয়েছে ৷ কিন্তু এখানকার সরকার কৃষকদের তালিকা এখনও জমা দেয়নি কেন্দ্রীয় সরকারের কাছে। ফলে তারা সেই টাকা পায়নি । দিদি কেবল চাইছে টাকা যেন হাতে দেওয়া হয়। দিদি তা হবে না । কারণ টাকা দিলেই আপনার সিন্ডিকেট ভাইয়েরা খেয়ে ফেলবে।" এরপর তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, "গোটা দেশে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি 2 টাকা কেজি দরে আনাজ দিয়েছেন এবং লকডাউনে 5 টাকায় 5 কেজি আনাজ জন প্রতি দিয়েছেন সেখানে পশ্চিমবাংলার মানুষ আনাজ পাননি । কারণ কেন্দ্রীয় সরকারের সমস্ত আনাজ খেয়ে ফেলেছে তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম ও তাঁর বিধায়ক ভাইরা ।"

তৃণমূলকে দোষারোপ করে তিনি বলেন, রাজ্যে BJP-র একের পর এক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে ৷ তিনি আরও বলেন,"পশ্চিমবাংলায় রাজনীতিতেই হিংসা ভরে গেছে । পুরুলিয়ার তিন BJP কর্মীকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে। মাথায় লিখে দেওয়া হয়েছে, BJP করলে মেরে দেওয়া হবে। এছাড়াও এখানকার পুলিশ বড় জাদুকর । তারা বিজেপি কর্মী মারা গেলে আত্মহত্যার ঘটনা বলে চাপিয়ে দেয়। "

রাজ্যে বিধানসভা ভোট নিয়ে তিনি বলেন,"কেন্দ্রীয় বাহিনী দিয়ে 2021-এর নির্বাচন করা হবে ৷ শান্তিতে দিদিকে বিদায় জানানো হবে । আমরা ক্ষমতায় এসে হিংসাবাদ, সন্ত্রাসবাদ, মাওবাদ, সমস্ত সিন্ডিকেট রাজ শেষ করব।"

Last Updated : Oct 13, 2020, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.