ETV Bharat / state

তৃণমূলে আর কোনও ভদ্রলোক নেই, বলছেন অর্জুন সিং - died

মেদিনীপুরে দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে আসেন অর্জুন সিং । জ্যোতিপ্রিয়কে আক্রমণ করে বলেন, "ও মিথ্যেবাদী। ওকে কে মারবে ?"

দিলীপের সঙ্গে অর্জুন সিং
author img

By

Published : May 9, 2019, 12:27 PM IST

মেদিনীপুর, 9 মে : তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ও অনুব্রত মণ্ডলকে আক্রমণ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

গতকাল মেদিনীপুরে দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে আসেন অর্জুন সিং । দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । জ্যোতিপ্রিয় মল্লিকের খুনের অভিযোগ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে বলেন, "জ্যোতিপ্রিয় মল্লিক মিথ্যেবাদী । ওকে কে মারবে ? গরিব মানুষের টাকা লুট করেছে । ওর 400 সুগার আছে । কোনওদিন শুনবেন হার্ট অ্যাটাকে মারা গেছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

প্রধানমন্ত্রীকে চিটিংবাজ বলেছিলেন অনুব্রত মণ্ডল। সেই প্রসঙ্গে তিনি বলেন, "ওর যিনি শিক্ষক তিনি প্রধানমন্ত্রীকে থাপ্পড় মারব বলছেন । আর অনুব্রত মণ্ডল প্রধানমন্ত্রীকে বলছে চিটিংবাজ । ওর থেকে এটাই আশা করা যায় । তৃণমূলে আর তো কোনও ভদ্রলোক নেই । এই অনুব্রত মণ্ডলের মতো লোকেরা আছে ।"

তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, "তৃণমূল FIR -এর পার্টি হয়ে গেছে । গুন্ডাদের পার্টি হয়ে গেছে । গুন্ডামি, মস্তানি আর পুলিশ নিয়ে তৃণমূল চলছে । এদের সঙ্গে মানুষের কোনও যোগাযোগ নেই ।"

মেদিনীপুর, 9 মে : তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ও অনুব্রত মণ্ডলকে আক্রমণ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

গতকাল মেদিনীপুরে দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে আসেন অর্জুন সিং । দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । জ্যোতিপ্রিয় মল্লিকের খুনের অভিযোগ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে বলেন, "জ্যোতিপ্রিয় মল্লিক মিথ্যেবাদী । ওকে কে মারবে ? গরিব মানুষের টাকা লুট করেছে । ওর 400 সুগার আছে । কোনওদিন শুনবেন হার্ট অ্যাটাকে মারা গেছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

প্রধানমন্ত্রীকে চিটিংবাজ বলেছিলেন অনুব্রত মণ্ডল। সেই প্রসঙ্গে তিনি বলেন, "ওর যিনি শিক্ষক তিনি প্রধানমন্ত্রীকে থাপ্পড় মারব বলছেন । আর অনুব্রত মণ্ডল প্রধানমন্ত্রীকে বলছে চিটিংবাজ । ওর থেকে এটাই আশা করা যায় । তৃণমূলে আর তো কোনও ভদ্রলোক নেই । এই অনুব্রত মণ্ডলের মতো লোকেরা আছে ।"

তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, "তৃণমূল FIR -এর পার্টি হয়ে গেছে । গুন্ডাদের পার্টি হয়ে গেছে । গুন্ডামি, মস্তানি আর পুলিশ নিয়ে তৃণমূল চলছে । এদের সঙ্গে মানুষের কোনও যোগাযোগ নেই ।"

কুকথায় ভারতীর পাল্টা অনুব্রত কুকুরের বদলা শুয়ারে তিনি বললেন ভারতীকে শুয়োরের এর মত মারবো , পাশাপাশি তিনি জানান পশ্চিম মেদিনীপুর জেলায় নকুলদানা কাজ করবে , তার নকুল দানা বিলি করবেন l তৃণমূলের পাখির চোখ গড় বেতা , সকালে নুসরত বিকেলে অনুব্রত, বুধবার বিকেলে গড়বেতায় ঝাড়গ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিরবাহা সরেনের সমর্থনে প্রচারে আসেন অনুব্রত মণ্ডল l হুডখোলা গাড়িতে  ধাদিকা থেকে গড়বেতা হয়ে রোড শো করে ফতেসিংহপুর পর্যন্ত l পরে ফতেসিংহপুরে এক সভায় অনুব্রত মণ্ডল 'নকুলদানা' র প্রসঙ্গ তুলে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, "নকুলদানা দেবেন, একশ ভাগ দেবেন, উন্নয়ন জমি চাষ করতে যা যা দরকার তাই দেবেন।" সেইসঙ্গে তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনী অন্যায় করলে ছাড়বেন না, তাঁদের কাজ তাঁরা করবে, আমার কাজ আমরা করব।" এদিন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের উত্তরপ্রদেশ থেকে লোক আনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনুব্রত বলেন, "এই জেলার এসপি ছিলেন, আইপিএস, উনি উত্তরপ্রদেশ থেকে লোক এনে কুকুরের মতো মারার কথা বলেছেন, মেদিনীপুরের মাটি সংগ্রামী মাটি, উনি কুকুর মারা করলে মেদিনীপুরের লোক ছেড়ে দেবে, এখানকার মানুষ শুয়োর মারা করে দেবে, বলে দিলাম।" এদিন তিনি নরেন্দ্র মোদীকে দাঙ্গাবাজ ও মিথ্যাচারী প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেন. প্রসঙ্গত উল্লেখ্য বুধবার সকালে গোয়ালতোড় এর প্রচারে বিজেপি নেতা মুকুল রায় অনুব্রত প্রসঙ্গে বলেন অনুব্রত এলাকায় দুটো সিট হেরে যাবে তাই অনুব্রত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন ও পাগলের মত কথা বলে. তিনি আরো বলেন আজকে যেখানে ঝাড়গ্রামে আমি দাঁড়িয়ে রয়েছি এই কেন্দ্রে দুই থেকে আড়াই লাখ ভোটে তৃণমূল জিতবে. এই কেন্দ্র নকুলদানা থাকবে, উর্বর জমি চাষ করতে পাচঁন দরকার l দিলীপ ঘোষ প্রসঙ্গে বলেন ওটা আবার মানুষ নাকি গড়বেতা সভা সেরে আমলা সুলির উদ্দেশ্যে রওনা দেন l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.