ETV Bharat / state

কাজ না করেই টাকা তোলা হয়েছে, অভিযোগ তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে - বিশ্বজিৎ মণ্ডল

কাজ না করে প্রকল্পের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল দাসপুরের পলাশপাই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ৷ দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা ৷

পলাশপাই গ্রাম পঞ্চায়েত
author img

By

Published : Sep 28, 2019, 8:02 PM IST

Updated : Sep 28, 2019, 8:52 PM IST

দাসপুর, 28 সেপ্টেম্বর : কাজ না করেই প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ উঠল দাসপুর ব্লক-2 এর পলাশপাই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ৷ যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও সচিব জানান, যাঁরা অভিযোগ করছেন, তাঁরা আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন ৷ দুর্নীতির দায়ে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে । তাই এখন তাঁরা এ সব মনগড়া কথা বলছেন ৷

রাস্তার কাজের খতিয়ান দিয়ে পঞ্চায়েতের তরফে একটি বোর্ড লাগানো হয়েছে ৷ কিন্তু কোনও কাজ না হলেও টাকা তুলে নেওয়া হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ ৷ জোতকেশব গ্রামের বাসিন্দা অশোক মাইতি সহ কয়েকজন এই বিষয়ে অভিযোগ করেন ৷ তাঁদের অভিযোগ, এলাকায় প্রায় দু'বছর ধরে কয়েকটি সরকারি প্রকল্পের কাজের খতিয়ান দিয়ে বোর্ড লাগানো হয়েছে ৷ কিন্তু বাস্তবে কাজ হয়নি ৷ বিষয়টি নিয়ে RTI করলে জানা যায়, মাস্টার রোলে কোনও স্বাক্ষর নেই অথচ কাজগুলোর জন্য না কি টাকা তোলা হয়েছে ৷ এই দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ মণ্ডল বলেন, "অহেতুক অভিযোগ করা হচ্ছে ৷ এলাকার উন্নতিতে তাঁরা ব্যাঘাত ঘটাচ্ছেন ৷ পঞ্চায়েত নিয়ম অনুযায়ী কাজ করছে ৷ এখন যাঁরা অভিযোগ করছেন তাঁরা আগে তৃণমূলে ছিল, দূর্নীতির দায়ে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল ৷ "

গ্রাম পঞ্চায়েতের সচিব আশিস কুমার ঘোষ বলেন, "স্বাক্ষর করা হয়নি ঠিকই ৷ কিন্তু যে ব্যক্তির নামে অভিযোগ উঠেছে, ওই ব্যক্তি কাজ করেছেন বলেই তাঁকে টাকা পাঠানো হয়েছে ৷"

দাসপুর, 28 সেপ্টেম্বর : কাজ না করেই প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ উঠল দাসপুর ব্লক-2 এর পলাশপাই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ৷ যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও সচিব জানান, যাঁরা অভিযোগ করছেন, তাঁরা আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন ৷ দুর্নীতির দায়ে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে । তাই এখন তাঁরা এ সব মনগড়া কথা বলছেন ৷

রাস্তার কাজের খতিয়ান দিয়ে পঞ্চায়েতের তরফে একটি বোর্ড লাগানো হয়েছে ৷ কিন্তু কোনও কাজ না হলেও টাকা তুলে নেওয়া হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ ৷ জোতকেশব গ্রামের বাসিন্দা অশোক মাইতি সহ কয়েকজন এই বিষয়ে অভিযোগ করেন ৷ তাঁদের অভিযোগ, এলাকায় প্রায় দু'বছর ধরে কয়েকটি সরকারি প্রকল্পের কাজের খতিয়ান দিয়ে বোর্ড লাগানো হয়েছে ৷ কিন্তু বাস্তবে কাজ হয়নি ৷ বিষয়টি নিয়ে RTI করলে জানা যায়, মাস্টার রোলে কোনও স্বাক্ষর নেই অথচ কাজগুলোর জন্য না কি টাকা তোলা হয়েছে ৷ এই দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ মণ্ডল বলেন, "অহেতুক অভিযোগ করা হচ্ছে ৷ এলাকার উন্নতিতে তাঁরা ব্যাঘাত ঘটাচ্ছেন ৷ পঞ্চায়েত নিয়ম অনুযায়ী কাজ করছে ৷ এখন যাঁরা অভিযোগ করছেন তাঁরা আগে তৃণমূলে ছিল, দূর্নীতির দায়ে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল ৷ "

গ্রাম পঞ্চায়েতের সচিব আশিস কুমার ঘোষ বলেন, "স্বাক্ষর করা হয়নি ঠিকই ৷ কিন্তু যে ব্যক্তির নামে অভিযোগ উঠেছে, ওই ব্যক্তি কাজ করেছেন বলেই তাঁকে টাকা পাঠানো হয়েছে ৷"

Intro:কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ এর অভিযোগ, জানা গেল আর টি আই করে , ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েতের ,যদি ও উপপ্রধান সহ অঞ্চলের সচিবের দাবি যারা অভিযোগ করছে আগে তারা তৃনমুলেই ছিলো, দূর্নীতির দায়ে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিলো ,এখন দলকে বিব্রত করতেই মনগড়া অভিযোগ l Body:কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ এর অভিযোগ, জানা গেল আর টি আই করে , ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েতের ,যদি ও উপপ্রধান সহ অঞ্চলের সচিবের দাবি যারা অভিযোগ করছে আগে তারা তৃনমুলেই ছিলো, দূর্নীতির দায়ে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিলো ,এখন দলকে বিব্রত করতেই মনগড়া অভিযোগ l


কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ এর অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে ,ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েতের l জানা যায়,রাস্তার কাজ করার জন্য রাস্তার ধারে লাগানো হয়েছিল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বোর্ড কিন্তু কাজ হলো না অথচ উঠে গিয়েছে টাকা ! এ নিয়েই এলাকায় চাঞ্চল্য ,ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েতের l ওই পঞ্চায়েতের জ্যোৎকেশব গ্রামের বাসিন্দা অশোক মাইতি সহ কয়েকজন এ বিষয়ে সোচ্চার হয়েছেন l তাদের অভিযোগ, এই এলাকায় প্রায় দুই বছর ধরে কয়েকটি সরকারি প্রকল্পের বোর্ড দেওয়া হয়েছে কিন্তু কোনও কাজ হয়নি l বিষয়টি নিয়ে আর টি আই করলে জানতে পারাযায় এই কাজগুলোর কিছু টাকা তোলা হয়ে গেছে,এমনকি মাস্টাররোলে স্বাক্ষর নেই অথচ টাকা তোলা হয়েছে l তাদের অভিযোগ,কিভাবে এই ধরনের দূর্নীতি হচ্ছে এর সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক l আর টিআই রিপোর্টে কাজ না করে টাকা তুলে নেওয়ার ঘটনা সামনে আসতেই এলাকায় দেখা দিয়েছে ক্ষোভ l

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলের উপপ্রধান বিশ্বজিৎ মণ্ডলের পাল্টা দাবী,যে সমস্ত ব্যক্তিরা অভিযোগ করেছে ওই সমস্ত ব্যক্তিদের কাছে কোনও কাজ না থাকায় অহেতুক অভিযোগ করে এলাকার উন্নতিতে ব্যাঘাত ঘটাচ্ছে,পঞ্চায়েত নিয়ম অনুযায়ী কাজ করছে l এখন যারা অভিযোগ করছে আগে তারা তৃনমুলেই ছিলো, দূর্নীতির দায়ে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিলো l এখন দলকে বিব্রত করতেই মনগড়া অভিযোগ l অপর দিকে অঞ্চলের সচিব আশিষ কুমার ঘোষ বলেন, "স্বাক্ষর করা হয়নি ঠিকই ,এটা একটা ভুল কিন্তু যে ব্যক্তির নামে অভিযোগ উঠেছে ওই ব্যক্তি কাজ করেছেন তাই ওই ব্যক্তির একাউন্টে টাকা পাঠানো হয়েছে l তৃনমুল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এহেন অভিযোগ উঠায় অস্বস্তিতে শাসকদল l Conclusion:কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ এর অভিযোগ, জানা গেল আর টি আই করে , ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েতের ,যদি ও উপপ্রধান সহ অঞ্চলের সচিবের দাবি যারা অভিযোগ করছে আগে তারা তৃনমুলেই ছিলো, দূর্নীতির দায়ে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিলো ,এখন দলকে বিব্রত করতেই মনগড়া অভিযোগ l
Last Updated : Sep 28, 2019, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.